শিলিগুড়ি, 11 অগাস্ট : ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ দিলেই মিলছে ভরপেট খাবার ও আইসক্রিম । অভিনব এই উদ্যোগ দেখা গেল শহর শিলিগুড়িতে । গতকাল একটি শিখ সংগঠন ও একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রাক্তন ছাত্রীরা এই উদ্যোগ নেয় ।
উদ্যোক্তারা বলেন, "গত এক বছর ধরে প্রতি শনিবার মাত্র 5 টাকায় গরিব মানুষদের খাবার দেওয়া হত । কিন্তু প্লাস্টিক দূষণ বাড়তে থাকায় পরিকল্পনায় বদল আনা হয়েছে । আজ থেকে নতুন পরিকল্পনা কার্যকর করা হল । এখন থেকে মাত্র হাফ কেজি ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে নিয়ে এলে মিলবে বিনা পয়সায় ভাত, তরকারি, মিষ্টি ও আইসক্রিম । "
![food-and-ice-cream](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4102912_wb_food.jpg)
গতকাল সকাল থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে অনেকেই জমা দেন ওই সংগঠনের সদস্যদের কাছে । তাঁদের মতে, প্লাস্টিক ক্যারিব্যাগ জমা দিলে টাকা ছাড়াই খাবার মিলছে । এলাকা থেকে ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে এনেছি । এটা খুব ভালো উদ্যোগ ।
উদ্যোক্তাদের তরফে জি এস হোবা বলেন, "আমাদের উদ্যোগ কাজে দিয়েছে । সংগৃহীত প্লাস্টিক আমরা রিসাইকেল করব । এর ফলে শহরে প্লাস্টিক দূষণ কমবে ।