ETV Bharat / state

ব্যবহৃত প্লাস্টিক দিলেই মিলছে খাবার ও আইসক্রিম - Siliguri

উদ্যোক্তারা বলেন, গত এক বছর ধরে প্রতি শনিবার মাত্র 5 টাকায় গরিব মানুষদের খাবার দেওয়া হত । কিন্তু প্লাস্টিক দূষণ বাড়তে থাকায় পরিকল্পনায় বদল আনা হয়েছে । আজ থেকে নতুন পরিকল্পনা কার্যকরী করা হল । এখন থেকে মাত্র হাফ কেজি ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে নিয়ে এলে মিলবে বিনা পয়সায় ভাত, তরকারি, মিষ্টি ও আইসক্রিম ।

খাবার ও আইসক্রিম
author img

By

Published : Aug 11, 2019, 2:04 PM IST

শিলিগুড়ি, 11 অগাস্ট : ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ দিলেই মিলছে ভরপেট খাবার ও আইসক্রিম । অভিনব এই উদ্যোগ দেখা গেল শহর শিলিগুড়িতে । গতকাল একটি শিখ সংগঠন ও একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রাক্তন ছাত্রীরা এই উদ্যোগ নেয় ।

উদ্যোক্তারা বলেন, "গত এক বছর ধরে প্রতি শনিবার মাত্র 5 টাকায় গরিব মানুষদের খাবার দেওয়া হত । কিন্তু প্লাস্টিক দূষণ বাড়তে থাকায় পরিকল্পনায় বদল আনা হয়েছে । আজ থেকে নতুন পরিকল্পনা কার্যকর করা হল । এখন থেকে মাত্র হাফ কেজি ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে নিয়ে এলে মিলবে বিনা পয়সায় ভাত, তরকারি, মিষ্টি ও আইসক্রিম । "

food-and-ice-cream
প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে জমা দিচ্ছেন সংগঠনের সদস্যদের

গতকাল সকাল থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে অনেকেই জমা দেন ওই সংগঠনের সদস্যদের কাছে । তাঁদের মতে, প্লাস্টিক ক্যারিব্যাগ জমা দিলে টাকা ছাড়াই খাবার মিলছে । এলাকা থেকে ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে এনেছি । এটা খুব ভালো উদ্যোগ ।

উদ্যোক্তাদের তরফে জি এস হোবা বলেন, "আমাদের উদ্যোগ কাজে দিয়েছে । সংগৃহীত প্লাস্টিক আমরা রিসাইকেল করব । এর ফলে শহরে প্লাস্টিক দূষণ কমবে ।

শিলিগুড়ি, 11 অগাস্ট : ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ দিলেই মিলছে ভরপেট খাবার ও আইসক্রিম । অভিনব এই উদ্যোগ দেখা গেল শহর শিলিগুড়িতে । গতকাল একটি শিখ সংগঠন ও একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রাক্তন ছাত্রীরা এই উদ্যোগ নেয় ।

উদ্যোক্তারা বলেন, "গত এক বছর ধরে প্রতি শনিবার মাত্র 5 টাকায় গরিব মানুষদের খাবার দেওয়া হত । কিন্তু প্লাস্টিক দূষণ বাড়তে থাকায় পরিকল্পনায় বদল আনা হয়েছে । আজ থেকে নতুন পরিকল্পনা কার্যকর করা হল । এখন থেকে মাত্র হাফ কেজি ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে নিয়ে এলে মিলবে বিনা পয়সায় ভাত, তরকারি, মিষ্টি ও আইসক্রিম । "

food-and-ice-cream
প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে জমা দিচ্ছেন সংগঠনের সদস্যদের

গতকাল সকাল থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে অনেকেই জমা দেন ওই সংগঠনের সদস্যদের কাছে । তাঁদের মতে, প্লাস্টিক ক্যারিব্যাগ জমা দিলে টাকা ছাড়াই খাবার মিলছে । এলাকা থেকে ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করে এনেছি । এটা খুব ভালো উদ্যোগ ।

উদ্যোক্তাদের তরফে জি এস হোবা বলেন, "আমাদের উদ্যোগ কাজে দিয়েছে । সংগৃহীত প্লাস্টিক আমরা রিসাইকেল করব । এর ফলে শহরে প্লাস্টিক দূষণ কমবে ।

Intro:ব্যবহৃত প্লাস্টিক দিলেই মিলছে ভরপেট খাওয়ার এবং আইসক্রিম। অভিনব উদ্যোগ শিলিগুড়িতে। আয়োজক একটি শিখ সংগঠন এবং একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রাক্তন ছাত্রীরা।


Body:উদ্যোক্তাদের দাবি গত এক বছর ধরেই প্রতি শনিবার মাত্র 5 টাকায় গরিব মানুষদের ভরপেট খাওয়ার দেওযা হত। কিন্তু প্লাস্টিক দূষণ বাড়তে থাকায় পরিকল্পনায় বদল আনা হয়। আজ থেকে নতুন পরিকল্পনা কার্যকর করা হয়। এতে, মাত্র আধা কিলোগ্রাম ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে এনে দিল মিলবে ভরপেট খাওয়ার ও আইসক্রিম। 5 টাকা লাগবে না।


Conclusion:এদিন সকাল থেকেই কুড়িয়ে ও সংগ্রহ করে আনা প্লাস্টিক জমা দিতে অনেকেই ভিড় জমান। তারা জানান এই প্লাস্টিক তারা এলাকা থেকে সংগ্রহ করে এনেছেন। প্লাস্টিক জমা দিলে টাকা ছাড়াই খাওয়ার মিলছে। উদ্যোক্তাদের তরফে জি এস হোৱা বলেন উদ্যোগ কাজে দিয়েছে। সংগৃহীত প্লাস্টিক আমরা রিসাইকেল করব। শহরেও প্লাস্টিক দূষণ কমবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.