ETV Bharat / state

"দিদিকে বলো"-র প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে গৌতম দেব - Ashok Bhattacharjee

"দিদিকে বলো"-র প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী গৌতম দেব । স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী এলাকা ছেড়ে চলে যান ।

শিলিগুড়ি
author img

By

Published : Aug 20, 2019, 8:08 PM IST

শিলিগুড়ি, 20 অগাস্ট : "দিদিকে বলো"-র প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী গৌতম দেব । শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সত্যজিত অধিকারীর ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা । তাঁদের অভিযোগ, পাট্টা দেওয়ার নাম করে তাঁদের ডেকে আনা হয়েছিল । কিন্তু মন্ত্রী এসে নির্ধারিত অনুষ্ঠান সেরে পাট্টা না দিয়ে চলে যাচ্ছিলেন । সেই সময় পাট্টার দাবিতে মন্ত্রীকে ঘেরাও করেন 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । তাঁরা অভিযোগ তোলেন, ন্যূনতম পৌর পরিষেবা পাওয়া যায় না । কাউন্সিলরের দেখাও পাওয়া যায় না এলাকায় ।

"দিদিকে বলো" কর্মসূচির প্রচারের জন্য গতকালই শিলিগুড়ির হায়দর পাড়ায় যান মন্ত্রী গৌতম দেব । গতকাল রাতে ওই এলাকায় এক ব্যক্তির বাড়িতে রাতও কাটান তিনি । এর পর আজ "দিদিকে বলো"-র কর্মসূচির আয়োজন করা হয়েছিল । সেই সময় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী এলাকা ছেড়ে চলে যান ।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৌতম দেব জানান, এলাকায় কিছু সমস্যা আছে । ক্ষোভ আছে । তাঁরা চেষ্টা করছেন মানুষের প্রত্যাশা পূরণ করার । এদিকে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য জানান, 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁর কাছেও এসেছে । সেই অভিযোগ তিনি খতিয়ে দেখছেন ।

শিলিগুড়ি, 20 অগাস্ট : "দিদিকে বলো"-র প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী গৌতম দেব । শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সত্যজিত অধিকারীর ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা । তাঁদের অভিযোগ, পাট্টা দেওয়ার নাম করে তাঁদের ডেকে আনা হয়েছিল । কিন্তু মন্ত্রী এসে নির্ধারিত অনুষ্ঠান সেরে পাট্টা না দিয়ে চলে যাচ্ছিলেন । সেই সময় পাট্টার দাবিতে মন্ত্রীকে ঘেরাও করেন 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । তাঁরা অভিযোগ তোলেন, ন্যূনতম পৌর পরিষেবা পাওয়া যায় না । কাউন্সিলরের দেখাও পাওয়া যায় না এলাকায় ।

"দিদিকে বলো" কর্মসূচির প্রচারের জন্য গতকালই শিলিগুড়ির হায়দর পাড়ায় যান মন্ত্রী গৌতম দেব । গতকাল রাতে ওই এলাকায় এক ব্যক্তির বাড়িতে রাতও কাটান তিনি । এর পর আজ "দিদিকে বলো"-র কর্মসূচির আয়োজন করা হয়েছিল । সেই সময় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী এলাকা ছেড়ে চলে যান ।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৌতম দেব জানান, এলাকায় কিছু সমস্যা আছে । ক্ষোভ আছে । তাঁরা চেষ্টা করছেন মানুষের প্রত্যাশা পূরণ করার । এদিকে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য জানান, 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁর কাছেও এসেছে । সেই অভিযোগ তিনি খতিয়ে দেখছেন ।

Intro:দিদিকে বলোর প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী গৌতম দেব। স্থানীয় 40 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সত্যজিত অধিকারীর ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাদের অভিযোগ, পাট্টা দেওয়ার নাম করে ডেকে আনা হয়েছিল ওয়ার্ডের বাসিন্দাদের। কিন্তু মন্ত্রী এসে নির্ধারিত অনুষ্ঠান সেরে পাট্টা না দিয়ে চলে যেতে উদ্যত হলে পাট্টার দাবিতে মন্ত্রীকেই ঘেরাও করেন বাসিন্দারা। তারা অভিযোগ করেন, সামান্যতম পরিষেবা মেলে না। কাউন্সিলরের দেখা পাওয়া যায় না।


Body:দিদিকে বলো কর্মসূচিতে আজ সকালে শিলিগুড়ির হায়দর পাড়ায় দলের পতাকা উঠতে যান মন্ত্রী গৌতম দেব। তার আগে গতকাল রাতে ওই এলাকায় এক ব্যক্তির বাড়িতে রাতও কাটান মন্ত্রী গৌতম দেব। সকালে মন্ত্রীর পতাকা উদ্বোধনী অনুষ্ঠানে লোক জড়ো করতে উদ্যোগী হন স্থানীয় কাউন্সিলর সত্যজিৎ অধিকারী। ভিড় জমে বাসিন্দাদের। কিন্তু অনুষ্ঠান শেষে মন্ত্রী চলে যেতে নিলে বাসিন্দারা প্রশ্ন তোলেন পাট্টা দেওয়া হবে বলে ডেকে আনা হয়েছিল। ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী গৌতম দেব এরপর এলাকা ছাড়েন।


Conclusion:সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শুধু জানান কিছু সমস্যা আছে। ক্ষোভ আছে। চেষ্টা করছি মানুষের প্রত্যাশা পূরণ করার। এদিকে মেয়র অশোক ভট্টাচার্য এ নিয়ে বলেন ওই কাউন্সিলরের বিরুদ্ধে নানা অভিযোগ আমার কাছেও এসেছে। এ নিয়ে অবশ্য ওই কাউন্সিলর কিছু বলতে চান নি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.