ETV Bharat / state

শিলিগুড়িতে উদ্ধার প্রায় 5 লাখ টাকার গাঁজা

ফের সক্রিয় পাচারচক্র ৷ শিলিগুড়িতে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দু'জন ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jun 10, 2020, 4:08 AM IST

শিলিগুড়ি, 10 জুন : শিলিগুড়িকে করিডোর করে গাঁজা পাচারের ঘটনা নতুন নয় । তবে লকডাউনের জেরে ততটা সক্রিয় ছিল না পাচারচক্র ৷ কিন্তু ধীরে ধীরে লকডাউন উঠতেই ফের সক্রিয় তারা ৷ এবার পাচারের সময় দুই ক্যারিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার ৫ লাখ টাকার বেশি মূল্যের গাঁজা।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘোষপুকুর এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ৷ সেই সময় একটি ট্রাক আটক করা হয় । চালক ও খালাসির কথায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় পুলিশের ৷ এরপরই তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা । ট্রাকটি বাজেয়াপ্ত করা হয় ৷ সঞ্জয় সিং ও রামু সোধরাকে গ্রেপ্তার করা হয় । একজন সিউড়ির ও আর একজন কালনার বাসিন্দা ।

ট্রাকটি কোচবিহার থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। তবে ওই বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল বা এই ঘটনায় আর কে কে জড়িত আছে তা এখনও জানা যায়নি।

শিলিগুড়ি, 10 জুন : শিলিগুড়িকে করিডোর করে গাঁজা পাচারের ঘটনা নতুন নয় । তবে লকডাউনের জেরে ততটা সক্রিয় ছিল না পাচারচক্র ৷ কিন্তু ধীরে ধীরে লকডাউন উঠতেই ফের সক্রিয় তারা ৷ এবার পাচারের সময় দুই ক্যারিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার ৫ লাখ টাকার বেশি মূল্যের গাঁজা।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘোষপুকুর এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ৷ সেই সময় একটি ট্রাক আটক করা হয় । চালক ও খালাসির কথায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় পুলিশের ৷ এরপরই তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা । ট্রাকটি বাজেয়াপ্ত করা হয় ৷ সঞ্জয় সিং ও রামু সোধরাকে গ্রেপ্তার করা হয় । একজন সিউড়ির ও আর একজন কালনার বাসিন্দা ।

ট্রাকটি কোচবিহার থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। তবে ওই বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল বা এই ঘটনায় আর কে কে জড়িত আছে তা এখনও জানা যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.