ETV Bharat / state

Futsal Match to Help Sikkim: সিকিমকে সাহায্যে শিলিগুড়িতে প্লে ফর তিস্তা, ফুটসল ময়দানে বাইচুং-মেরি কম-ধনরাজ

Futsal Match to help Sikkim in Siliguri: বিধ্বস্ত সিকিমের সাহায্যে ফুটসল ময়দানে মেরি কম, ধনরাজ পিল্লাই ও বাইচুং ভুটিয়া ৷ বুধবার শিলিগুড়িতে ওই ম্যাচ হয় ৷ ম্যাচ থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে সিকিমের সাহায্যের জন্য ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 1:50 PM IST

Updated : Oct 19, 2023, 2:33 PM IST

Futsal Match to Help Sikkim
Futsal Match to Help Sikkim
সিকিমকে সাহায্যে শিলিগুড়িতে প্লে ফর তিস্তা

দার্জিলিং, 19 অক্টোবর: হড়পা বানে বিধ্বস্ত সিকিমের পাশে দাঁড়াতে ময়দানে তিন কিংবদন্তি । 'প্লে ফর তিস্তা' প্রদর্শনী ফুটসল ম্যাচের মাধ্যমে সিকিমের জন্য 2 লক্ষ 50 হাজার টাকা তুলে দিলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া, বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম ও অলিম্পিয়ান হকি খেলোয়াড় প্রাক্তন অধিনায়ক ধনরাজ পিল্লাই ।

বুধবার বিকেলে শিলিগুড়িতে বাইচুং ভুটিয়ার আয়োজনে 'প্লে ফর তিস্তা' ফুটসল ম্যাচ হয় ৷ বাইচুং একাদশ বনাম মেরি কম-ধনরাজ পিল্লাই একাদশের মধ্যে খেলা হয় । এই খেলায় মেরি কমের দলের হয়ে খেলেন ধনরাজ পিল্লাই ও প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় মনজিৎ সিংও । খেলায় ধনরাজ পিল্লাই একাই চারটি গোল করেন । অন্যদিকে বাইচুংও চারটি গোল করেন । তবে ম্যাচটি 10-9 গোলের ব্যবধানে মেরি কম একাদশ জয়লাভ করেন ।

কেউ বক্সিং গ্লাভস ছেড়ে, কেউ হকি স্টিক ছেড়ে ফুটবল খেললেন । পেশাদার খেলোয়াড়দের মতো মাঠে বল নিয়ে ছুটছেন । আবার গোলও করছেন । যা দেখে দারুণ খুশিতে মাততে দেখা গেল দর্শকদের । বল পায়ে বেশ দক্ষতার সঙ্গে দৌড়ালেন মেরি কমও । আর ধনরাজের একের পর এক গোল দেখে হাততালিতে ফেটে পড়ল ফুটসল এরিনা ।

মেরি কম বলেন, "ভয়াবহ দুর্যোগে বিধ্বস্ত সিকিম । তাই সিকিমের পাশে দাঁড়াতে বাইচুংয়ের ডাকে খেলতে আসতে পেরে আমি খুশি । আমরা চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক ।" কিন্তু এশিয়ান গেমসে বক্সারদের খারাপ পারফরম্যান্স নিয়ে তাঁর বক্তব্য, "নিজের চোট লাগার পর আমি বক্সিং রিং থেকে অনেক দূরে । তাই কেন খারাপ ফল হল, তা আমি বলতে পারব না ।"

অন্যদিকে একইভাবে হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাই বলেন, "সিকিমের পাশে থাকতেই বাইচুং-এর ডাকে এসে খেলতে পেরে ভালো লাগছে । আমাকে এত বড় সম্মান দেওয়ায় খুশি ।" এশিয়ান গেমসে হকি দল সোনা পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ধনরাজ । তিনি বলেন, "অলিম্পিক্সেও এই দল দারুণ খেলবে বলে মনে করি । অলিম্পিক্সের জন্য শুভেচ্ছা রইল । মেয়েরাও অলিম্পিক্সে যাবে বলে আমি আশাবাদী ।"

এদিকে বাইচুং ভুটিয়া বলেন, "সকলকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ায় । একটা ভালো অংকের সাহায্য আমরা তুলে দিতে পারলাম সিকিমকে । এরপর আমরা সিকিমবাসী সচেতন করব, যাতে তারা তিস্তার গা ঘেঁষে বাড়ি না করে ।"

আরও পড়ুন: জীবন দিয়ে উত্তরবঙ্গকে রক্ষা করে গেলেন দাওয়া লেপচা, তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিকিম

সিকিমকে সাহায্যে শিলিগুড়িতে প্লে ফর তিস্তা

দার্জিলিং, 19 অক্টোবর: হড়পা বানে বিধ্বস্ত সিকিমের পাশে দাঁড়াতে ময়দানে তিন কিংবদন্তি । 'প্লে ফর তিস্তা' প্রদর্শনী ফুটসল ম্যাচের মাধ্যমে সিকিমের জন্য 2 লক্ষ 50 হাজার টাকা তুলে দিলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া, বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম ও অলিম্পিয়ান হকি খেলোয়াড় প্রাক্তন অধিনায়ক ধনরাজ পিল্লাই ।

বুধবার বিকেলে শিলিগুড়িতে বাইচুং ভুটিয়ার আয়োজনে 'প্লে ফর তিস্তা' ফুটসল ম্যাচ হয় ৷ বাইচুং একাদশ বনাম মেরি কম-ধনরাজ পিল্লাই একাদশের মধ্যে খেলা হয় । এই খেলায় মেরি কমের দলের হয়ে খেলেন ধনরাজ পিল্লাই ও প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় মনজিৎ সিংও । খেলায় ধনরাজ পিল্লাই একাই চারটি গোল করেন । অন্যদিকে বাইচুংও চারটি গোল করেন । তবে ম্যাচটি 10-9 গোলের ব্যবধানে মেরি কম একাদশ জয়লাভ করেন ।

কেউ বক্সিং গ্লাভস ছেড়ে, কেউ হকি স্টিক ছেড়ে ফুটবল খেললেন । পেশাদার খেলোয়াড়দের মতো মাঠে বল নিয়ে ছুটছেন । আবার গোলও করছেন । যা দেখে দারুণ খুশিতে মাততে দেখা গেল দর্শকদের । বল পায়ে বেশ দক্ষতার সঙ্গে দৌড়ালেন মেরি কমও । আর ধনরাজের একের পর এক গোল দেখে হাততালিতে ফেটে পড়ল ফুটসল এরিনা ।

মেরি কম বলেন, "ভয়াবহ দুর্যোগে বিধ্বস্ত সিকিম । তাই সিকিমের পাশে দাঁড়াতে বাইচুংয়ের ডাকে খেলতে আসতে পেরে আমি খুশি । আমরা চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক ।" কিন্তু এশিয়ান গেমসে বক্সারদের খারাপ পারফরম্যান্স নিয়ে তাঁর বক্তব্য, "নিজের চোট লাগার পর আমি বক্সিং রিং থেকে অনেক দূরে । তাই কেন খারাপ ফল হল, তা আমি বলতে পারব না ।"

অন্যদিকে একইভাবে হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাই বলেন, "সিকিমের পাশে থাকতেই বাইচুং-এর ডাকে এসে খেলতে পেরে ভালো লাগছে । আমাকে এত বড় সম্মান দেওয়ায় খুশি ।" এশিয়ান গেমসে হকি দল সোনা পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ধনরাজ । তিনি বলেন, "অলিম্পিক্সেও এই দল দারুণ খেলবে বলে মনে করি । অলিম্পিক্সের জন্য শুভেচ্ছা রইল । মেয়েরাও অলিম্পিক্সে যাবে বলে আমি আশাবাদী ।"

এদিকে বাইচুং ভুটিয়া বলেন, "সকলকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ায় । একটা ভালো অংকের সাহায্য আমরা তুলে দিতে পারলাম সিকিমকে । এরপর আমরা সিকিমবাসী সচেতন করব, যাতে তারা তিস্তার গা ঘেঁষে বাড়ি না করে ।"

আরও পড়ুন: জীবন দিয়ে উত্তরবঙ্গকে রক্ষা করে গেলেন দাওয়া লেপচা, তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিকিম

Last Updated : Oct 19, 2023, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.