ETV Bharat / state

Siliguri Thief: স্টাইলিশ চোরের মুখে 'আমি ছিনতাইবাজ, পুষ্পারাজ ঝুঁকেগা নেহি', শুনে হাসছে পুলিশ! - বাড়িতে চুরি হয়

চোর শব্দে ভীষণ আপত্তি তার ৷ তাকে চোর নয়, বলতে হবে ছিনতাইবাজ ৷ শুধু তাই নয়, বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলার পাশাপাশি তার ভিডিয়ো করার অনুরোধ করল চোর ৷

ETV Bharat
চোরের ফোটো তোলার ভঙ্গি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 7:09 PM IST

শিলিগুড়িতে পুলিশের হাতে ধরা পড়েও নিরুত্তাপ চোর ওরফে ছিনতাইবাজ

শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর: "আমাকে চোর বলবেন না। আমি ছিনতাইবাজ", ঘোষণা স্বয়ং চোরের ৷ শুধু তাই নয়, পুলিশের হাতে পাকড়াও হওয়ার পরেও কোনও অনুতাপ নেই তার ৷ পুলিশের সঙ্গে থানা থেকে বেরিয়ে আসার সময়ে বেপরোয়া ভঙ্গিতেই দেখা গেল চোরকে ৷ প্রিজন ভ্যানে উঠে মেতে উঠল ফোটো সেশনে ৷ পাশাপাশি অনুরোধ, তাঁর ভিডিয়ো দেখে যেন জনতা লাইক এবং সাবস্ক্রাইব করে ৷ ঘটনাটি শিলিগুড়ির ৷

সূত্রের খবর, মাটিগাড়ার নিউ কলোনি এলাকার একটি বাড়িতে 20 সেপ্টেম্বর চুরি হয় ৷ বাড়ির কর্ত্রী মুনমুন ঘোষ ৷ চুরি যায় সোনার গয়না, মোবাইল ফোন ও নগদ টাকা ৷ 21 সেপ্টেম্বর মাটিগাড়া থানায় চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার বিশ্বাস কলোনি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃত যুবকের নাম মহম্মদ আফজাল ৷ অভিযুক্তকে ধরার পাশাপাশি উদ্ধার হয় চুরি যাওয়া সোনার চেন, দু'টি সোনার বালা, দু'টি সোনার লকেট, একটি মোবাইল ফোন ৷ ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয় ৷

আদালতে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয় অভিযুক্ত মহম্মদ আফজালকে ৷ সেই সময় তাকে জিজ্ঞেস করা হয়, সে কেন চুরি করেছে ৷ তখন অভিযুক্ত বলে, "আমাকে চোর বলবেন না ৷ আমি ছিনতাইবাজ ৷ ছিনতাই করে খাই ৷ পুষ্পারাজ ঝুঁকেগা নাহি ৷" তার ওই ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ৷ প্রিজন ভ্যানের ভিতরে ছবি তোলার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করছে মহম্মদ আফজাল ৷ এমন দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োতে ৷ তাকে বলতে শোনা যাচ্ছ, "ভালো করে ভিডিয়ো দেখবেন ৷ কমেন্ট করবেন ৷ আর সাবস্ক্রাইব করবেন ৷" তার কথা এবং আচরণে হেসে ফেললেন পুলিশকর্মীও ৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনে চুরি করে জানালা ধরে ঝুলছে চোর! বাঁচালেন যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

শিলিগুড়িতে পুলিশের হাতে ধরা পড়েও নিরুত্তাপ চোর ওরফে ছিনতাইবাজ

শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর: "আমাকে চোর বলবেন না। আমি ছিনতাইবাজ", ঘোষণা স্বয়ং চোরের ৷ শুধু তাই নয়, পুলিশের হাতে পাকড়াও হওয়ার পরেও কোনও অনুতাপ নেই তার ৷ পুলিশের সঙ্গে থানা থেকে বেরিয়ে আসার সময়ে বেপরোয়া ভঙ্গিতেই দেখা গেল চোরকে ৷ প্রিজন ভ্যানে উঠে মেতে উঠল ফোটো সেশনে ৷ পাশাপাশি অনুরোধ, তাঁর ভিডিয়ো দেখে যেন জনতা লাইক এবং সাবস্ক্রাইব করে ৷ ঘটনাটি শিলিগুড়ির ৷

সূত্রের খবর, মাটিগাড়ার নিউ কলোনি এলাকার একটি বাড়িতে 20 সেপ্টেম্বর চুরি হয় ৷ বাড়ির কর্ত্রী মুনমুন ঘোষ ৷ চুরি যায় সোনার গয়না, মোবাইল ফোন ও নগদ টাকা ৷ 21 সেপ্টেম্বর মাটিগাড়া থানায় চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার বিশ্বাস কলোনি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃত যুবকের নাম মহম্মদ আফজাল ৷ অভিযুক্তকে ধরার পাশাপাশি উদ্ধার হয় চুরি যাওয়া সোনার চেন, দু'টি সোনার বালা, দু'টি সোনার লকেট, একটি মোবাইল ফোন ৷ ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয় ৷

আদালতে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয় অভিযুক্ত মহম্মদ আফজালকে ৷ সেই সময় তাকে জিজ্ঞেস করা হয়, সে কেন চুরি করেছে ৷ তখন অভিযুক্ত বলে, "আমাকে চোর বলবেন না ৷ আমি ছিনতাইবাজ ৷ ছিনতাই করে খাই ৷ পুষ্পারাজ ঝুঁকেগা নাহি ৷" তার ওই ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ৷ প্রিজন ভ্যানের ভিতরে ছবি তোলার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করছে মহম্মদ আফজাল ৷ এমন দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োতে ৷ তাকে বলতে শোনা যাচ্ছ, "ভালো করে ভিডিয়ো দেখবেন ৷ কমেন্ট করবেন ৷ আর সাবস্ক্রাইব করবেন ৷" তার কথা এবং আচরণে হেসে ফেললেন পুলিশকর্মীও ৷

আরও পড়ুন: চলন্ত ট্রেনে চুরি করে জানালা ধরে ঝুলছে চোর! বাঁচালেন যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.