ETV Bharat / state

ডাকাতির উদ্দেশ্যে জমায়েত? পুলিশি অভিযানে গ্রেপ্তার 4 দুষ্কৃতী

author img

By

Published : Jun 30, 2020, 10:45 PM IST

Updated : Jul 2, 2020, 1:42 PM IST

আজ শিলিগুড়ির ফুলবাড়ি গোরামোড় এলাকায় তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । বর্তমানে তারা জেল হেপাজতে রয়েছে ।

গ্রেপ্তার 4 দুষ্কৃতি
গ্রেপ্তার 4 দুষ্কৃতি

শিলিগুড়ি, 30 জুন : শিলিগুড়ির ফুলবাড়ি গোরামোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হল চার দুষ্কৃতীকে । পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ অভিযান চালায় NJP থানার পুলিশ । অবশ্য সাদা পোশাক ছিলেন সকলে । ফুলবাড়ির গোরামোড় এলাকায় দীর্ঘ তদন্ত চালিয়ে চারজনকে পাকড়াও করা হয় । তাদের কাছ থেকে ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে ৷ ধৃতদের নাম বিমল ওরাওঁ, আকরামুল আনসারি, তাহিদ আনসারি ও বিমান ঘোষ ৷ প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা ।

সঠিক কী উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল, তা জানা যায়নি । ধৃত চারজনের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ । প্রাথমিক অনুমান ডাকাতি করার জন্যই ফাঁদ পাতছিল তারা । ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় । আদালতের তরফে তাদের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

শিলিগুড়ি, 30 জুন : শিলিগুড়ির ফুলবাড়ি গোরামোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হল চার দুষ্কৃতীকে । পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ অভিযান চালায় NJP থানার পুলিশ । অবশ্য সাদা পোশাক ছিলেন সকলে । ফুলবাড়ির গোরামোড় এলাকায় দীর্ঘ তদন্ত চালিয়ে চারজনকে পাকড়াও করা হয় । তাদের কাছ থেকে ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে ৷ ধৃতদের নাম বিমল ওরাওঁ, আকরামুল আনসারি, তাহিদ আনসারি ও বিমান ঘোষ ৷ প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা ।

সঠিক কী উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল, তা জানা যায়নি । ধৃত চারজনের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ । প্রাথমিক অনুমান ডাকাতি করার জন্যই ফাঁদ পাতছিল তারা । ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় । আদালতের তরফে তাদের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

Last Updated : Jul 2, 2020, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.