ETV Bharat / state

Child Traffickers Arrested: শিলিগুড়িতে শিশু পাচার চক্রের পর্দাফাস, গ্রেফতার 4; উদ্ধার নবজাতক - গ্রেফতার 4

শিলিগুড়িতে নবজাতকদের বিক্রি ও পাচার চক্রের পর্দাফাস করল পুলিশ । গ্রেফতার তিন মহিলা-সহ চার অভিযুক্ত (Child Traffickers Arrested) ৷

Child Trafficking
শিশু পাচার চক্র
author img

By

Published : Mar 26, 2023, 11:00 AM IST

শিলিগুড়ি, 26 মার্চ: শিশু বিক্রি ও পাচারের বড়সড় চক্রের পর্দাফাস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন মহিলা-সহ মোট চারজনকে (Four Child Traffickers Arrested in Siliguri) । উদ্ধার হয়েছে এক সপ্তাহের নবজাতক । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। পাশাপাশি বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা । ক্রেতা সেজে ওই পাচার চক্রের সদস্যদের গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানা ও স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ ।

পাচারে বিহার যোগও মিলেছে । ওই ঘটনার পরই পরবর্তী তদন্তের জন্য গোয়েন্দা বিভাগকে কাজে লাগাতে চাইছে কমিশনারেটের আধিকারিকরা । বিহার যোগ থাকায় ইতিমধ্যে পুলিশের একটি দল বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে । অন্যদিকে, ওই ঘটনায় শহরের নামি দুই আইভিএফ সেন্টারের নাম জড়িয়েছে । তারপরে শহর জুড়ে শুরু করেছে পুলিশি অভিযান । বিহার থেকে নিয়ে আসা হয়েছিল ওই নবজাতককে ৷ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেছে পুলিশ ।

এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শুভেন্দ্র কুমার বলেন, "নবজাতক বিক্রি ও পাচার করার অভিযোগে চারজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে । তবে এই ঘটনায় আরও বড়বড় কয়েকটি মাথা জড়িত রয়েছে । তদন্ত এখনও চলছে । সবদিকটি খতিয়ে দেখা হচ্ছে ।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ওই শিশু বিক্রি ও পাচার চক্রের (Child Trafficking) উপর নজর ছিল পুলিশের । এরপর পুলিশ কর্মীদের নিসন্তান দম্পত্তি সাজিয়ে ফাঁদ পাতা হয় । পাচার চক্রের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, এই দম্পতির সন্তানের প্রয়োজন । সেইমতো ওই চক্রের সদস্যরা শুক্রবার ছদ্মবেশি পুলিশ দম্পতির সঙ্গে যোগাযোগ করে শিশু বিক্রি করতে যায় ৷

শনিবার শিশুটিকে শিলিগুড়িতে নিয়ে এসে বিক্রি করতে গেলে শিবমন্দির থেকে চারজনকে হাতেনাতে ধরে ফেলে এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ । ধৃতরা হলেন, গৌরি বাহাদুর ছেত্রী, বীণা দেবী, প্রতীক দেবনাথ ও প্রভা দেবী । ধৃতদের মধ্যে গৌরী ও বীনা দেবী শিলিগুড়ির দুটি নামি আইভিএফ সেন্টারে কাজ করেন । প্রভা দেবী বিহারের বাসিন্দা । অন্যান্যরা শিলিগুড়ির বাসিন্দা । প্রভা দেবী বিহারে এক মহিলার থেকে শিশুটিকে নিয়ে এসেছিলেন বলে জানা গিয়েছে ।

সেখানে দেড় লক্ষ টাকার অগ্রিম দিয়ে শিশুটি নেওয়া হয় ৷ আর শিলিগুড়িতে ওই শিশুটিকে সাড়ে সাত লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হত বলে সূত্রের খবর । মূলত আইভিএফ সেন্টারে কাজ করা ওই মহিলাই নিসন্তান দম্পতির তালিকা বের করে যোগাযোগ করতেন । আর প্রভা দেবী বিহার থেকে টাকার বিনিময়ে নবজাতকের জোগার করতেন বলে জানা গিয়েছে । নবজাতক থেকে ছয় মাস পর্যন্ত শিশু ওই চক্র বিক্রি ও পাচার করত বলে খবর ।

আরও পড়ুন: শিশু পাচার রুখে দিল খড়্গপুর পুলিশ, ট্রেন থেকে উদ্ধার 13 নাবালক

শিলিগুড়ি, 26 মার্চ: শিশু বিক্রি ও পাচারের বড়সড় চক্রের পর্দাফাস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন মহিলা-সহ মোট চারজনকে (Four Child Traffickers Arrested in Siliguri) । উদ্ধার হয়েছে এক সপ্তাহের নবজাতক । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। পাশাপাশি বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা । ক্রেতা সেজে ওই পাচার চক্রের সদস্যদের গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানা ও স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ ।

পাচারে বিহার যোগও মিলেছে । ওই ঘটনার পরই পরবর্তী তদন্তের জন্য গোয়েন্দা বিভাগকে কাজে লাগাতে চাইছে কমিশনারেটের আধিকারিকরা । বিহার যোগ থাকায় ইতিমধ্যে পুলিশের একটি দল বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে । অন্যদিকে, ওই ঘটনায় শহরের নামি দুই আইভিএফ সেন্টারের নাম জড়িয়েছে । তারপরে শহর জুড়ে শুরু করেছে পুলিশি অভিযান । বিহার থেকে নিয়ে আসা হয়েছিল ওই নবজাতককে ৷ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেছে পুলিশ ।

এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শুভেন্দ্র কুমার বলেন, "নবজাতক বিক্রি ও পাচার করার অভিযোগে চারজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে । তবে এই ঘটনায় আরও বড়বড় কয়েকটি মাথা জড়িত রয়েছে । তদন্ত এখনও চলছে । সবদিকটি খতিয়ে দেখা হচ্ছে ।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ওই শিশু বিক্রি ও পাচার চক্রের (Child Trafficking) উপর নজর ছিল পুলিশের । এরপর পুলিশ কর্মীদের নিসন্তান দম্পত্তি সাজিয়ে ফাঁদ পাতা হয় । পাচার চক্রের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, এই দম্পতির সন্তানের প্রয়োজন । সেইমতো ওই চক্রের সদস্যরা শুক্রবার ছদ্মবেশি পুলিশ দম্পতির সঙ্গে যোগাযোগ করে শিশু বিক্রি করতে যায় ৷

শনিবার শিশুটিকে শিলিগুড়িতে নিয়ে এসে বিক্রি করতে গেলে শিবমন্দির থেকে চারজনকে হাতেনাতে ধরে ফেলে এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ । ধৃতরা হলেন, গৌরি বাহাদুর ছেত্রী, বীণা দেবী, প্রতীক দেবনাথ ও প্রভা দেবী । ধৃতদের মধ্যে গৌরী ও বীনা দেবী শিলিগুড়ির দুটি নামি আইভিএফ সেন্টারে কাজ করেন । প্রভা দেবী বিহারের বাসিন্দা । অন্যান্যরা শিলিগুড়ির বাসিন্দা । প্রভা দেবী বিহারে এক মহিলার থেকে শিশুটিকে নিয়ে এসেছিলেন বলে জানা গিয়েছে ।

সেখানে দেড় লক্ষ টাকার অগ্রিম দিয়ে শিশুটি নেওয়া হয় ৷ আর শিলিগুড়িতে ওই শিশুটিকে সাড়ে সাত লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হত বলে সূত্রের খবর । মূলত আইভিএফ সেন্টারে কাজ করা ওই মহিলাই নিসন্তান দম্পতির তালিকা বের করে যোগাযোগ করতেন । আর প্রভা দেবী বিহার থেকে টাকার বিনিময়ে নবজাতকের জোগার করতেন বলে জানা গিয়েছে । নবজাতক থেকে ছয় মাস পর্যন্ত শিশু ওই চক্র বিক্রি ও পাচার করত বলে খবর ।

আরও পড়ুন: শিশু পাচার রুখে দিল খড়্গপুর পুলিশ, ট্রেন থেকে উদ্ধার 13 নাবালক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.