দার্জিলিং, 24 মে: পর্যটকদের জন্য ফের সুখবর ৷ বেঙ্গল সাফারির পর এবার দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে নতুন অতিথির আগমন ৷ একসঙ্গে পাঁচ-পাঁচটি নতুন অতিথির এসেছে চিড়িয়াখানায় ৷ এই ঘটনা ঘিরে 'রেকর্ড' গড়েছে দার্জিলিংয়ের এই জনপ্রিয় চিড়িয়াখানাটি ৷ খুশির হাওয়া প্রশাসনিক মহলেও।
জুওলজিকাল পার্কে জন্মগ্রহণ করেছে স্নো লেপার্ডের শাবক ৷ একটি বা দুটি নয়, দুটি স্নো লেপার্ড দম্পতি পাঁচ শাবকের জন্ম দিয়েছে ৷ চলতি মাসেই শাবকগুলির জম্ম হয়েছে বলে খবর ৷ সব মিলিয়ে এখন দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হল 14টি ৷ আর আগামীতে এই শাবকগুলিই পর্যটকদের অন্যতম মূল আকর্ষণ হবে বলে মনে করছে পার্ক কর্তৃপক্ষ ৷
এই প্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সত্যিই দারুণ খবর ৷ একদিকে বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল প্রজননে ব্যাপক সাড়া ফেলেছে ৷ অন্যদিকে, দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ডের প্রজননে সাফল্য এসেছে ৷" এই দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডা আছে ৷ তাদের দেখতেই সাধারণত চিড়িয়াখানায় ভিড় করেন পর্যটকরা ৷ এবার তার সঙ্গে যোগ হল স্নো লেপার্ড, যা আগামী দিনে আরও বেশি পরিমাণে পর্যটককে আকর্ষিত করবে বলে বনমন্ত্রী জানান ।
পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কের ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "আমাদের জন্য দারুণ খবর ৷ একসঙ্গে পাঁচটি স্নো লেপার্ডের জন্ম এখনও পর্যন্ত হয়নি ৷ এটা প্রথম ৷ দুই মা ও পাঁচ শাবক প্রত্যেকে সুস্থ রয়েছে ৷ তাদের বিশেষ যত্নে রাখা হয়েছে ৷" চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, এর আগে 2021 সালের এপ্রিল মাসে দু'টি স্নো লেপার্ড শাবকের জন্ম হয়েছিল এখানে ৷
চলতি মাসের প্রথম দিকে জন্ম নেওয়া পাঁচ শাবকের মধ্যে দুটি মেয়ে ও তিনটি ছেলে ৷ একদিকে, রের ও ময়ূর এবং অন্যদিকে, মর্নিং ও নামকা দম্পতি ওই পাঁচ শাবকের জন্ম দিয়েছে ৷ নয় বছরের মা রের ও 11 বছরের মা মর্নিং দু'জনেই সুস্থ রয়েছে ৷ রের ও ময়ুর দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে শাবকের জন্ম দিয়েছে ৷ মর্নিং ও নামকার তিনটি শাবক হয়েছে ৷ এদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে ৷
শাবক-সহ মায়েদের এখন নাইট শেল্টারে রাখা হয়েছে ৷ পর্যটকদের সামনে আনতে আরেকটু সময় লাগবে ৷ অন্তত তিনমাস পর্যটকদের চোখের আড়ালে রাখা হবে ওই পাঁচ শাবককে ৷ পাশাপাশি শাবক-সহ মায়েদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে ৷ দেওয়া হচ্ছে ভিটামিনও ৷ খাবারে মাংসের পরিমাণ বাড়ানো হয়েছে ৷ চব্বিশ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিও চলছে ৷
আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কের নতুন সদস্য হিমালয়ান ব্ল্যাক বিয়ার