ETV Bharat / state

শিলিগুড়িতে কেমিকেল গ্যাস ট্যাঙ্কারে আগুন - শিলিগুড়ি

শিলিগুড়িতে চলন্ত ট্রাকে আগুন লাগল।

চলতি ট্রাকে আগুন
author img

By

Published : Feb 10, 2019, 10:26 AM IST

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারি : শিলিগুড়ির ফাঁসিদেওয়ার বিধাননগরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগে। আজ ভোররাতে এই ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন। ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ ভোররাতে শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিল একটি গ্যাস ট্যাঙ্কার। সেই সময় হঠাৎই ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায়। লাফ দিয়ে ট্যাঙ্কার থেকে নেমে পড়েন চালক। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।

এই ঘটনার জেরে বন্ধ রয়েছে শিলিগুড়ি ও কলকাতাগামী সমস্ত যান চলাচল।

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারি : শিলিগুড়ির ফাঁসিদেওয়ার বিধাননগরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগে। আজ ভোররাতে এই ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন। ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ ভোররাতে শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিল একটি গ্যাস ট্যাঙ্কার। সেই সময় হঠাৎই ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায়। লাফ দিয়ে ট্যাঙ্কার থেকে নেমে পড়েন চালক। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।

এই ঘটনার জেরে বন্ধ রয়েছে শিলিগুড়ি ও কলকাতাগামী সমস্ত যান চলাচল।



Hyderabad, Feb 10 (ANI): All India Majlis-e-Ittehad-ul Muslimeen (AIMIM) chief Asaduddin Owaisi came down heavily on Yoga guru Baba Ramdev's statement where he said, "Lord Ram is ancestors of not just Hinuds, but Muslims as well". "We are Muslims by choice, nobody forced our ancestors", said Owaisi in response. "I would like to tell him (Baba Ramdev) that you keep your beliefs to yourself", he added.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.