ETV Bharat / state

পৈতেধারী বামুন নয়, বাগদেবীর আরাধনায় আটপৌড়ে শাড়ি পরা মহিলা - সরস্বতী পুজো

সমাজের সবক্ষেত্রেই পুরুষতান্ত্রিক সমাজের ছোঁয়া ৷ এবার সেই চিরাচরিত প্রথা ভেঙে শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে সরস্বতী পুজো করলেন এক মহিলা পুরোহিত ৷ যাঁর নাম তনুশ্রী চক্রবর্তী ৷

সরস্বতী পুজো করলেন তনুশ্রী চক্রবর্তী
সরস্বতী পুজো করলেন তনুশ্রী চক্রবর্তী
author img

By

Published : Feb 16, 2021, 5:43 PM IST

শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি : পুরোহিতের আসনে পৈতে পরা কোনও বামুন নেই ৷ আছেন আটপৌড়ে শাড়ি পরা ঘরোয়া এক মহিলা ৷ ব্যতিক্রমী এই ঘটনা ঘটল শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে ৷ পুরোহিতের নাম তনুশ্রী চক্রবর্তী ৷ এদিন প্রথা মেনে মন্ত্রোচ্চারণ করে পুজো সম্পন্ন হল বিদ্যালয়ে ৷ সমাজের কোনও ক্ষেত্রেই মহিলারা যে পিছিয়ে নেই, তারই দৃষ্টান্ত স্থাপন করল স্কুল কর্তৃপক্ষ ৷

জীবন সংগ্রামে নারীদের ছক ভাঙার গল্প বহুবার শিরোনামে এসেছে ৷ আজ অনেক ক্ষেত্রেই এগিয়ে মহিলারা ৷ পুরুষতান্ত্রিক এই সমাজে পৌরহিত্য করে পুরুষরাই । কিন্তু গতানুগতিক সেই ধারা থেকে সরে এসে এখন সমাজের দৃষ্টিভঙ্গি পালটেছে অনেকটাই । এখন মহিলারাও সমাজের সব স্তরে পুরুষদের টেক্কা দিচ্ছে । সর্বস্তরে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে চলেছে মহিলারা । কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে ।

শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে বরাবরই পুজো হয়েছে চিরাচরিত প্রথা মেনে ৷ কিন্তু, এবার সেই চিরাচরিত প্রথা ভেঙে সরস্বতী পুজো করলেন তনুশ্রী ৷ কোরোনা আবহে জাঁকজমক নয় বরং ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিল স্কুল কর্তৃপক্ষ ৷ কাকতলীয়ভাবে পুরোহিত তনুশ্রী চক্রবর্তীর এক আত্মীয় স্কুলটিতে কর্মরত ৷ তাঁর মাধ্যমেই প্রথম যোগাযোগ হয় তনুশ্রীর সঙ্গে ৷ প্রথমে রাজি না হলেও পরে প্রধান শিক্ষিকার অনুরোধে রাজি হন তনুশ্রী ৷ তিনি বলেন," বাড়িতে এমনিই পুজো করতাম ৷ কিন্তু স্কুলে পুজো করাটা একদম নতুন ৷ সাধ্যমতো নিয়মনিষ্ঠা মেনে পুজো করার চেষ্টা করেছি ৷ "

সরস্বতী পুজো করলেন তনুশ্রী চক্রবর্তী

আরও পড়ুন: বেলুড় মঠে সরস্বতী পুজো, ভক্তদের জন্য ইউটিউবে

শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচি বলেন, " বিষয়টিতে নতুনত্ব আছে ৷ এখন মহিলারাও পুজো করছেন ৷ খুব ভালো লাগছে ৷ "

শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি : পুরোহিতের আসনে পৈতে পরা কোনও বামুন নেই ৷ আছেন আটপৌড়ে শাড়ি পরা ঘরোয়া এক মহিলা ৷ ব্যতিক্রমী এই ঘটনা ঘটল শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে ৷ পুরোহিতের নাম তনুশ্রী চক্রবর্তী ৷ এদিন প্রথা মেনে মন্ত্রোচ্চারণ করে পুজো সম্পন্ন হল বিদ্যালয়ে ৷ সমাজের কোনও ক্ষেত্রেই মহিলারা যে পিছিয়ে নেই, তারই দৃষ্টান্ত স্থাপন করল স্কুল কর্তৃপক্ষ ৷

জীবন সংগ্রামে নারীদের ছক ভাঙার গল্প বহুবার শিরোনামে এসেছে ৷ আজ অনেক ক্ষেত্রেই এগিয়ে মহিলারা ৷ পুরুষতান্ত্রিক এই সমাজে পৌরহিত্য করে পুরুষরাই । কিন্তু গতানুগতিক সেই ধারা থেকে সরে এসে এখন সমাজের দৃষ্টিভঙ্গি পালটেছে অনেকটাই । এখন মহিলারাও সমাজের সব স্তরে পুরুষদের টেক্কা দিচ্ছে । সর্বস্তরে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে চলেছে মহিলারা । কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে ।

শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে বরাবরই পুজো হয়েছে চিরাচরিত প্রথা মেনে ৷ কিন্তু, এবার সেই চিরাচরিত প্রথা ভেঙে সরস্বতী পুজো করলেন তনুশ্রী ৷ কোরোনা আবহে জাঁকজমক নয় বরং ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিল স্কুল কর্তৃপক্ষ ৷ কাকতলীয়ভাবে পুরোহিত তনুশ্রী চক্রবর্তীর এক আত্মীয় স্কুলটিতে কর্মরত ৷ তাঁর মাধ্যমেই প্রথম যোগাযোগ হয় তনুশ্রীর সঙ্গে ৷ প্রথমে রাজি না হলেও পরে প্রধান শিক্ষিকার অনুরোধে রাজি হন তনুশ্রী ৷ তিনি বলেন," বাড়িতে এমনিই পুজো করতাম ৷ কিন্তু স্কুলে পুজো করাটা একদম নতুন ৷ সাধ্যমতো নিয়মনিষ্ঠা মেনে পুজো করার চেষ্টা করেছি ৷ "

সরস্বতী পুজো করলেন তনুশ্রী চক্রবর্তী

আরও পড়ুন: বেলুড় মঠে সরস্বতী পুজো, ভক্তদের জন্য ইউটিউবে

শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচি বলেন, " বিষয়টিতে নতুনত্ব আছে ৷ এখন মহিলারাও পুজো করছেন ৷ খুব ভালো লাগছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.