ETV Bharat / state

সোশাল মিডিয়ায় অপপ্রচার, বন্ধ হবে না জীবনবিমা নিগম; বললেন MD - সোশাল মিডিয়ায় অপপ্রচার

ভারতীয় জীবনবিমা নিগম বন্ধ হয়ে যাওয়ার খবর অপপ্রচার ছাড়া আর কিছুই নয় ৷ গ্রাহকদের ভয়ের কিছু নেই ৷ জানিয়ে দিলেন LICI-র ম্যানেজিং ডিরেক্টর (MD) টি সি সুশীল কুমার ৷

জীবন বিমা নিগম
জীবন বিমা নিগম
author img

By

Published : Dec 17, 2019, 7:57 PM IST

শিলিগুড়ি, 17 ডিসেম্বর : কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে, বন্ধ হয়ে যেতে পারে ভারতীয় জীবনবিমা নিগম ৷ তবে, এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয় বলে জানিয়ে দিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর টি সি সুশীল কুমার ৷ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি ৷

উত্তর-পূর্বের রাজ্য়গুলি নিয়ে সংস্থার জ়োনাল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন টি সি সুশীল কুমার ৷ তিনি বলেন, "এখন জীবনবিমার ক্ষেত্রে সিংহভাগ বাজারই দখল করেছে LICI ৷ গ্রাহকরা আশ্বস্ত থাকুন ৷ সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচার দেখলে কান দেবেন না ৷"

দেখুন ভিডিয়ো

তিনি আরও বলেন, "দেশে আমাদের গ্রাহকের সংখ্যা 3.71 কোটি ৷ প্রায় 84 শতাংশ জীবনবিমার বাজার আমাদের দখলে ৷ ক্লেইম সেটেলমেন্টের ক্ষেত্রেও চলতি বছরে 7600 কোটি টাকার ক্লেইম সেটেল করেছে ভারতীয় জীবনবিমা নিগম ৷"

শিলিগুড়ি, 17 ডিসেম্বর : কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে, বন্ধ হয়ে যেতে পারে ভারতীয় জীবনবিমা নিগম ৷ তবে, এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয় বলে জানিয়ে দিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর টি সি সুশীল কুমার ৷ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি ৷

উত্তর-পূর্বের রাজ্য়গুলি নিয়ে সংস্থার জ়োনাল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন টি সি সুশীল কুমার ৷ তিনি বলেন, "এখন জীবনবিমার ক্ষেত্রে সিংহভাগ বাজারই দখল করেছে LICI ৷ গ্রাহকরা আশ্বস্ত থাকুন ৷ সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচার দেখলে কান দেবেন না ৷"

দেখুন ভিডিয়ো

তিনি আরও বলেন, "দেশে আমাদের গ্রাহকের সংখ্যা 3.71 কোটি ৷ প্রায় 84 শতাংশ জীবনবিমার বাজার আমাদের দখলে ৷ ক্লেইম সেটেলমেন্টের ক্ষেত্রেও চলতি বছরে 7600 কোটি টাকার ক্লেইম সেটেল করেছে ভারতীয় জীবনবিমা নিগম ৷"

Intro:সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে বন্ধ হতে পারে বা উঠে যেতে পারে এলআইসি। কিন্তু এসবই অপপ্রচার মাত্র। আজ শিলিগুড়িতে জানালেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর টি সি সুশীল কুমার। এ নিয়ে পলিসি হোল্ডারদের আস্বস্ত করেন তিনি।


Body:উত্তর পূর্বের রাজ্যগুলি নিয়ে সংস্থার জোনাল মিট অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে। তাতেই হাজির চিপেন সংস্থার এমডি টি সি সুশীল কুমার। তিনি বলেন এখন লাইফ ইনস্যুরেন্স এর ক্ষেত্রে সিংহ ভাগ বাজার দখল করেছে এলএইসি। এ রাজ্যেও ইনস্যুরেন্স বাজারের আসি শতাংশ মার্কেট তাদের দখলেই। তাই সংস্থা উঠে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ায় প্রশ্নই নেই। তিনি বলেন এল এই সি মজবুত সংস্থা। পলিসি হোল্ডাররা আশ্বস্ত থাকুন। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রকার দেখলে তাতে কোন দেবেন না।

এদিন এমডি বলেন গোটা দেশে আমাদের পলিসি হোল্ডারের সংখ্যা 3.71 কোটি। প্রায় 84 শতাংশ লাইফ ইনস্যুরেন্স বাজার আমাদের দখলে। ক্লেইম সেটেলমেন্টের ক্ষেত্রেও চলতি বছরে 7600 কোটি টাকার ক্লেইম সেটেল করেছে এলএইসি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.