শিলিগুড়ি, 1 অক্টোবর: ভাইরাল অডিয়ো ক্লিপ কাণ্ডে এবার তদন্ত কমিটির মুখোমুখি অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল । ঘণ্টা কয়েক টানা জিজ্ঞাসাবাদ করা হয় অধ্যাপককে । যদিও এখনই সেসব বিষয়ে কোনও কিছু খোলসা করতে চান না তদন্ত কমিটির সাত সদস্য । এমনকী শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায় না । যদিও অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল স্পষ্ট করেছেন, এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে জবাবদিহি করার কিছু নেই।
চলতি বছরের সেপ্টেম্বর মাসের 10 তারিখ নাগাদ সোশাল মিডিয়ায় একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। সেই অডিয়ো ক্লিপে শোনা যায় কোনও এক ছাত্রীকে মোটা টাকার বিনিময়ে পাশ মার্ক পাইয়ে দেওয়ার কথা বলছেন শিলিগুড়ি কলেজের অধ্যাপক ৷ অভিযোগের তীর ওঠে কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালের বিরুদ্ধে । এরপরেই শোরগোল পড়ে যায় শিক্ষামহলে ।
এক ছাত্রী ইমেল মারফত অভিযোগ করেন অমিতাভ কাঞ্জিলালের নাম প্রকাশ করে । এরপরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অন্যদিকে, এই ঘটনার পর সাময়িক সময়ের জন্য অমিতাভবাবুকে সমস্ত কাজ থেকে অব্যাহতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ । পাশাপাশি তাঁকে শোকজ করা হয় । ইমেল মারফত শোকজের উত্তর দিয়ে পাঠিয়েছিলেন অমিতাভবাবু । এরপরই তাঁকে তদন্ত কমিটির তরফে ডেকে পাঠানো হয় । সেই মোতাবেক আজ কলেজে উপস্থিত হন অধ্যাপক । এরপরেই তদন্ত কমিটির সাত সদস্য তাঁকে জিজ্ঞাবাদ করেন ।
অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল জানিয়েছেন, "যা বলার পরে বলব । সংবাদমাধ্যমের কাছে জবাবদিহি করার কিছু নেই ।" তিনি আরও বলেন, "আজ সহকর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলাম । কথা হয়েছে ।" অন্যদিকে, কলেজের তরফে স্পষ্ট করা হয় তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে । এনিয়ে এখনই কিছু বলার নেই। পূজোর আগেই তদন্ত কমিটি রিপোর্ট পেশ করবে । তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে আগামী পদক্ষেপ গৃহীত হবে ।