ETV Bharat / state

ভাড়া বেশি, বন্ধ টয়ট্রেনের সান্ধ্যকালীন জয় রাইড

টয়ট্রেনের সান্ধ্যকালীন জয় রাইডের যাত্রীভাড়া অনেকটাই বেশি ছিল । ফলে পাঁচ মাসের মাথাতেই বন্ধ হয়ে গেল এই পরিষেবা । দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ ভাড়া কমিয়ে ফের এই পরিষেবা চালু করতে পারে । পাশাপাশি, এই পরিষেবা IRCTC-র ওয়েবসাইটে নথিভুক্ত করার পথে হাঁটছে কর্তৃপক্ষ ।

toytrain
author img

By

Published : Apr 30, 2019, 3:01 AM IST

শিলিগুড়ি, 30 এপ্রিল : মাত্রাতিরিক্ত ভাড়ার জেরে যাত্রী হচ্ছিল না । তাই পাঁচ মাসের মাথায় বন্ধ হয়ে গেল হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের সান্ধ্যকালীন জয় রাইড। ফের তা চালু করতে ভাড়া কমাতে পারে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ । সেক্ষেত্রে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকদের পরামর্শও নিতে আগ্রহী তারা ।

হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের জনপ্রিয়তা বাড়াতে 2018 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চালু করা হয়েছিল সান্ধ্যকালীন জয় রাইড । যা শিলিগুড়ি জংশন থেকে রংটং হয়ে ফের সমতলে ফিরে আসত । সেই রুট বাড়ানোর কথাও ভাবছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা । কিন্তু তার আগেই বন্ধ হয়ে গেল এই পরিষেবা । তা নিয়ে কার্যত চিন্তিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ । এবিষয়ে রেলকর্তা ও পর্যটন ব্যবসায়ীরা জানান, "এই জয় রাইডে যাত্রীপিছু ভাড়া অত্যন্ত বেশি । এই জয় রাইড যে বন্ধ হয়ে যাবে তা শুরুতেই আঁচ করেছিলাম ।"

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্দেশক এম কে নার্জারি বলেন, "মূলত কম যাত্রীসংখ্যার জেরে এই জয় রাইড বন্ধ করে দেওয়া হয়েছে । তবে ভোটপর্ব শেষ হলে ফের এই সান্ধ্যকালীন জয় রাইড চালুর ভাবনা রয়েছে ।" সেক্ষেত্রে যাত্রীদের ভাড়ার বিষয়টি নিয়ে ভাবা হবে বলেও জানান তিনি । পাশাপাশি জনপ্রিয়তা বাড়াতে জয় রাইডের বিষয়টি IRCTC-র ওয়েবসাইটে নথিভুক্ত করা হবে । ওই ওয়েবসাইটে টয়ট্রেনের অন্য পরিষেবার পাশাপাশি সান্ধ্যকালীন জয় রাইডের পরিষেবা প্রসঙ্গেও সবরকম তথ্য পাওয়া যাবে ।

শিলিগুড়ি, 30 এপ্রিল : মাত্রাতিরিক্ত ভাড়ার জেরে যাত্রী হচ্ছিল না । তাই পাঁচ মাসের মাথায় বন্ধ হয়ে গেল হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের সান্ধ্যকালীন জয় রাইড। ফের তা চালু করতে ভাড়া কমাতে পারে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ । সেক্ষেত্রে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকদের পরামর্শও নিতে আগ্রহী তারা ।

হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের জনপ্রিয়তা বাড়াতে 2018 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চালু করা হয়েছিল সান্ধ্যকালীন জয় রাইড । যা শিলিগুড়ি জংশন থেকে রংটং হয়ে ফের সমতলে ফিরে আসত । সেই রুট বাড়ানোর কথাও ভাবছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা । কিন্তু তার আগেই বন্ধ হয়ে গেল এই পরিষেবা । তা নিয়ে কার্যত চিন্তিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ । এবিষয়ে রেলকর্তা ও পর্যটন ব্যবসায়ীরা জানান, "এই জয় রাইডে যাত্রীপিছু ভাড়া অত্যন্ত বেশি । এই জয় রাইড যে বন্ধ হয়ে যাবে তা শুরুতেই আঁচ করেছিলাম ।"

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্দেশক এম কে নার্জারি বলেন, "মূলত কম যাত্রীসংখ্যার জেরে এই জয় রাইড বন্ধ করে দেওয়া হয়েছে । তবে ভোটপর্ব শেষ হলে ফের এই সান্ধ্যকালীন জয় রাইড চালুর ভাবনা রয়েছে ।" সেক্ষেত্রে যাত্রীদের ভাড়ার বিষয়টি নিয়ে ভাবা হবে বলেও জানান তিনি । পাশাপাশি জনপ্রিয়তা বাড়াতে জয় রাইডের বিষয়টি IRCTC-র ওয়েবসাইটে নথিভুক্ত করা হবে । ওই ওয়েবসাইটে টয়ট্রেনের অন্য পরিষেবার পাশাপাশি সান্ধ্যকালীন জয় রাইডের পরিষেবা প্রসঙ্গেও সবরকম তথ্য পাওয়া যাবে ।

পাকিস্থানের জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার স্কুল উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ,এরকমই মন্তব্য করলেন খড়গপুর সভায় এসে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন l এয়ার স্ট্রাইক এর মাধ্যমে ভারতীয় সেনা যখন এই জঙ্গিদের নিধন যখন সারা বিশ্ব ভারতকে অভিবাদন করছেন তখন বাংলার দিদি মনির জঙ্গিদের জন্য চোখে জল এসে যাচ্ছে l জঙ্গি মৃত্যু হওয়ার ঘটনায় সব দেশ স্বীকার করলেও শুধুমাত্র দিদি প্রুফ চাইছেন l আমাদের বেঙ্গলের দিদি এটা নিন্দাজনক তিনি যে প্রুফ চাইছেন, এতে ওনার কোন ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটছে সেটা দেশবাসীকে জানাতে হবে l মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে জবাব দিক তিনি কি জঙ্গিদের সাথে থাকতে চান, না ভারতবাসীর সাথে l সব দলের যেমন যুব মোর্চা, মহিলা মোর্চা আছে তৃণমূলের শুধুমাত্র সিন্ডিকেট মোর্চা আছে যা তৈরি হয়েছে সিন্ডিকেট l এত নারোদা সারদা কাণ্ড ঘটেছে যার জন্য সঠিকভাবে কাজ করতে পারে না বেঙ্গল পুলিশ l সঠিকভাবে কাজ করতে পারে না বেঙ্গল পুলিশ প্রশাসন তাই সিন্ডিকেটের আদমিরা পুলিশের ড্রেস পড়ে সোনা পাচারে যুক্ত দিদির ভাইপো বউমাকে অতি সহজে বিমানবন্দর থেকে বের করে এনেছে l তিনি গুরুতর অভিযোগ করে বলেন তৃণমূলের সিন্ডিকেট দাদা গুন্ডারা পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ এর যাবতীয় কাজ করে , এবং বৌমাকে বিমানবন্দর থেকে ছাড়িয়ে আনে l সোনার বাংলা দিদির সোনা আসছে অন্য কোথাও থেকে l দীর্ঘ 34 বছর ধরে কমিউনিস্টরা যা ঘটনা ঘটিয়ে গেছে সেই পথে অনুসরণ করছে তৃণমূল কংগ্রেসের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি l tmc কা মতলব তুষ্টি করন l থাইল্যান্ড থেকে সোনা আনা সোনার বাংলার সিন্ডিকেট রাজ তৃণমূলের ছেলেরা l নেতাজির পরিবারের সদস্যদের ও ছাড়ছে না ,তাদের সদস্যদের কাছেও তোলা তুলতে যাচ্ছে l পরিবর্তন দিদির শুধু মনে এসেছে ,তাই তিনি এখন সোনা আর টাকা চাইছে l দিদিকে একবার সবাক সিখানা হি পাড়ে গা l আয়ুষ্মান ভারত প্রকল্পের যাবতীয় সুবিধা বন্ধ করে দিয়েছে দিদিমণি, যাতে মোদির স্বপ্নের প্রকল্পের সুবিধা বাংলার জনগন না পায় এইটাই তার মূল প্রচেষ্টা l তাছাড়া চাষীদের জন্য কৃষাণ যোজনার টাকাও আনতে দিচ্ছে না দিদিমণি, যাতে কিষাণরা সঠিকভাবে প্রধানমন্ত্রীর কিষান বিকাশ যোজনা টাকা না পায় l আমি যেমন চালাচ্ছি তেমনই সরকার চলবে দিদির উপর কেউ যদি প্রশ্ন করে তার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে l দিদিমনির ডেমোক্রেসীর উপর কোন ভরসা নেই l তৃণমূলের বিরুদ্ধে কোন দল বা প্রার্থী কে তিনি খাড়া হতে দিতে চান না l তাই সব জনগণকে অনুরোধ করবো ভয় না পেয়ে ,ভয় কে জয় করে ,12 ই মে নিজের ভোট নিজে দিন , আজকে যদি ভয় পেয়ে পিছিয়ে যান তাহলে আর কোনোদিনই আপনারা ভোট দিতে পারবেন না l এদিন প্রতিরক্ষামন্ত্রী হিন্দি বক্তব্যের পাশাপাশি তেলুগু ভাষা তে বক্তব্য রাখেন এবং তেলেগু ভাইদের উৎসাহিত করেন l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.