শিলিগুড়ি, 30 এপ্রিল : মাত্রাতিরিক্ত ভাড়ার জেরে যাত্রী হচ্ছিল না । তাই পাঁচ মাসের মাথায় বন্ধ হয়ে গেল হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের সান্ধ্যকালীন জয় রাইড। ফের তা চালু করতে ভাড়া কমাতে পারে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ । সেক্ষেত্রে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকদের পরামর্শও নিতে আগ্রহী তারা ।
হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের জনপ্রিয়তা বাড়াতে 2018 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চালু করা হয়েছিল সান্ধ্যকালীন জয় রাইড । যা শিলিগুড়ি জংশন থেকে রংটং হয়ে ফের সমতলে ফিরে আসত । সেই রুট বাড়ানোর কথাও ভাবছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা । কিন্তু তার আগেই বন্ধ হয়ে গেল এই পরিষেবা । তা নিয়ে কার্যত চিন্তিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ । এবিষয়ে রেলকর্তা ও পর্যটন ব্যবসায়ীরা জানান, "এই জয় রাইডে যাত্রীপিছু ভাড়া অত্যন্ত বেশি । এই জয় রাইড যে বন্ধ হয়ে যাবে তা শুরুতেই আঁচ করেছিলাম ।"
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্দেশক এম কে নার্জারি বলেন, "মূলত কম যাত্রীসংখ্যার জেরে এই জয় রাইড বন্ধ করে দেওয়া হয়েছে । তবে ভোটপর্ব শেষ হলে ফের এই সান্ধ্যকালীন জয় রাইড চালুর ভাবনা রয়েছে ।" সেক্ষেত্রে যাত্রীদের ভাড়ার বিষয়টি নিয়ে ভাবা হবে বলেও জানান তিনি । পাশাপাশি জনপ্রিয়তা বাড়াতে জয় রাইডের বিষয়টি IRCTC-র ওয়েবসাইটে নথিভুক্ত করা হবে । ওই ওয়েবসাইটে টয়ট্রেনের অন্য পরিষেবার পাশাপাশি সান্ধ্যকালীন জয় রাইডের পরিষেবা প্রসঙ্গেও সবরকম তথ্য পাওয়া যাবে ।