দার্জিলিং, 10 ডিসেম্বর : BJP সাংসদ রাজু সিং বিস্তা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দার্জিলিঙে । আজ গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং সমর্থকরা অমিত শাহ ও রাজু সিং বিস্তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় । তাদের অভিযোগ, অমিত শাহ সংসদে গোর্খাদের অনুপ্রবেশকারী বলেছেন । এর প্রতিবাদে ও সেইসঙ্গে NRC এবং CAB ( সিটিজ়েনশিপ অ্যামেন্ডমেন্ট বিল)-এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছে মোর্চার বিনয়পন্থীরা ।
অন্যদিকে কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে সরব গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং সমর্থকরা । বিমল গুরুং আজ সোশাল মিডিয়ায় একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উসকানিতে মোর্চার বিনয় তামাং ও অনিত থাপারা এ কাজ করছেন । কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল এবং NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এই উসকানিতে গোর্খা সম্প্রদায়কে পা না দিতে আবেদন জানিয়েছেন তিনি । একইসঙ্গে তিনি বলেন, "অমিত শাহ সোমবার সংসদে কখনই গোর্খারা নেপাল থেকে এসেছেন বা গোর্খারা অনুপ্রবেশকারী বলেননি । উলটে তিনি বলেছেন পঞ্জাবি, মাড়োয়ারি ও বিহারিদের মতোই গোর্খারাও দেশে থাকবেন । অথচ নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় বিনয়-অনিতরা এ কাজ করছেন ৷" যদিও তাঁর এই বক্তব্য মানতে নারাজ বিনয় তামাং ও অনিত থাপারা । NRC, CAB সহ BJP-র বিরুদ্ধে পাহাড়জুড়ে জোরদার প্রচার চালাচ্ছেন তাঁরা ।
দুই মোর্চার অভিযোগ ও পালটা অভিযোগে সরগরম পাহাড় ৷