ETV Bharat / state

দার্জিলিঙে অমিত শাহর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ বিনয়পন্থীদের, পালটা বিবৃতি বিমলের

author img

By

Published : Dec 10, 2019, 9:51 PM IST

Updated : Dec 10, 2019, 11:41 PM IST

সাংসদ রাজু সিং বিস্তা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে দার্জিলিঙে বিক্ষোভ প্রদর্শন বিনয়পন্থীদের ৷ পালটা সোশাল মিডিয়ায় প্রেস বিবৃতি বিমল গুরুঙের । তাঁর বক্তব্য, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উসকানিতে মোর্চার বিনয় তামাং ও অনিত থাপারা এ কাজ করছেন । কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল এবং NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এই উসকানিতে গোর্খা সম্প্রদায়কে পা না দিতে আবেদন জানিয়েছেন তিনি ।

effigy of Amit Sha and Raju Singh Bista burnt at Darjeeling
দার্জিলিঙে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ

দার্জিলিং, 10 ডিসেম্বর : BJP সাংসদ রাজু সিং বিস্তা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দার্জিলিঙে । আজ গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং সমর্থকরা অমিত শাহ ও রাজু সিং বিস্তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় । তাদের অভিযোগ, অমিত শাহ সংসদে গোর্খাদের অনুপ্রবেশকারী বলেছেন । এর প্রতিবাদে ও সেইসঙ্গে NRC এবং CAB ( সিটিজ়েনশিপ অ্যামেন্ডমেন্ট বিল)-এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছে মোর্চার বিনয়পন্থীরা ।

অন্যদিকে কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে সরব গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং সমর্থকরা । বিমল গুরুং আজ সোশাল মিডিয়ায় একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উসকানিতে মোর্চার বিনয় তামাং ও অনিত থাপারা এ কাজ করছেন । কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল এবং NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এই উসকানিতে গোর্খা সম্প্রদায়কে পা না দিতে আবেদন জানিয়েছেন তিনি । একইসঙ্গে তিনি বলেন, "অমিত শাহ সোমবার সংসদে কখনই গোর্খারা নেপাল থেকে এসেছেন বা গোর্খারা অনুপ্রবেশকারী বলেননি । উলটে তিনি বলেছেন পঞ্জাবি, মাড়োয়ারি ও বিহারিদের মতোই গোর্খারাও দেশে থাকবেন । অথচ নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় বিনয়-অনিতরা এ কাজ করছেন ৷" যদিও তাঁর এই বক্তব্য মানতে নারাজ বিনয় তামাং ও অনিত থাপারা । NRC, CAB সহ BJP-র বিরুদ্ধে পাহাড়জুড়ে জোরদার প্রচার চালাচ্ছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো...

দুই মোর্চার অভিযোগ ও পালটা অভিযোগে সরগরম পাহাড় ৷

দার্জিলিং, 10 ডিসেম্বর : BJP সাংসদ রাজু সিং বিস্তা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দার্জিলিঙে । আজ গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং সমর্থকরা অমিত শাহ ও রাজু সিং বিস্তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় । তাদের অভিযোগ, অমিত শাহ সংসদে গোর্খাদের অনুপ্রবেশকারী বলেছেন । এর প্রতিবাদে ও সেইসঙ্গে NRC এবং CAB ( সিটিজ়েনশিপ অ্যামেন্ডমেন্ট বিল)-এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছে মোর্চার বিনয়পন্থীরা ।

অন্যদিকে কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে সরব গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং সমর্থকরা । বিমল গুরুং আজ সোশাল মিডিয়ায় একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উসকানিতে মোর্চার বিনয় তামাং ও অনিত থাপারা এ কাজ করছেন । কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল এবং NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এই উসকানিতে গোর্খা সম্প্রদায়কে পা না দিতে আবেদন জানিয়েছেন তিনি । একইসঙ্গে তিনি বলেন, "অমিত শাহ সোমবার সংসদে কখনই গোর্খারা নেপাল থেকে এসেছেন বা গোর্খারা অনুপ্রবেশকারী বলেননি । উলটে তিনি বলেছেন পঞ্জাবি, মাড়োয়ারি ও বিহারিদের মতোই গোর্খারাও দেশে থাকবেন । অথচ নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় বিনয়-অনিতরা এ কাজ করছেন ৷" যদিও তাঁর এই বক্তব্য মানতে নারাজ বিনয় তামাং ও অনিত থাপারা । NRC, CAB সহ BJP-র বিরুদ্ধে পাহাড়জুড়ে জোরদার প্রচার চালাচ্ছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো...

দুই মোর্চার অভিযোগ ও পালটা অভিযোগে সরগরম পাহাড় ৷

Intro:দার্জিলিংয়ে অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ বিনয়পন্থীদের, পাল্টা গুরুঙ শিবিরের

দার্জিলিং, 10 ডিসেম্বর : সাংসদ থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দার্জিলিংয়ে । মঙ্গলবার গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাঙপন্থীরা দার্জিলিংয়ে অমিত শা ও রাজু বিস্তার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় । তাঁদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা সংসদে গোর্খাদের অনুপ্রবেশকারী বলেছেন । এরপ্রতিবাদে এবং এনআরসি ও নাগরিক সংশোধনী বিলের প্রতিবাদে এদিন এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি বলে মোর্চার বিনয়পন্থীরা এদিন জানিয়েছেন ।Body:অন্যদিকে, কুশপুতুল পড়ানোর প্রতিবাদ করে সরব হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুঙপন্থীরা । বিমল গুরুঙ এদিন সোশাল মিডিয়ার মধ্যমে একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের উসকানিতে মোর্চার বিনয় তামাঙ ও অনিত থাপারা একাজ করছে । কেন্দ্রের নাগরিক সংশোধনী বিল (সিএবি) এবং এনআরসি নিয়ে সাধারণ মানু্ষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এতে গোর্খা সম্প্রদায়কে পা না দিতে আবেদন জানিয়েছেন বিমল গুরুঙ। একইসঙ্গে তিনি বলেন, অমিত শা সোমবার সংসদে কখনই গোর্খারা নেপাল থেকে এসেছেন বা গোর্খারা অনুপ্রবেশকারী বলেননি । উল্টে তিনি বলেছেন পঞ্জাবি, মাড়োয়ারি ও বিহারীদের মতোই গোর্খারাও দেশে থাকবেন । অথচ নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় বিনয়-অনিতরা একাজ করছে বলে গুরুঙ এদিন বিবৃতিতে জনিয়েছেন । যদিও গুরুঙয়ের এই বক্তব্য মানতে নারাজ বিনয় তামাঙ ও অনিত থাপারা । এনআরসি, সিএবি সহ বিজেপির বিরুদ্ধে পাহাড়জুড়ে জোরদার প্রচার চালাচ্ছেন তাঁরা । Conclusion:দুই মোর্চার এই অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে পাহাড়ের সাধারণ মানুষ বিভ্রান্তিতে । সরগরম পাহাড় ।
Last Updated : Dec 10, 2019, 11:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.