পটনা, 12 এপ্রিল: কেঁপে উঠল দেশের দু'টি রাজ্য ৷ বুধবার ভোরে ভূমিকম্প হল বিহারের আরারিয়া এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.3 ৷ ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে, দু'টি পৃথক জায়গায় একই সময় ভূমিকম্প হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি ৷
এনসিএস একটি টুইটে জানিয়েছে, বুধবার ভোর 5.35 মিনিটে ভূমিকম্প হয়েছে ৷ সিসমোলজি সেন্টার অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল মাটির 10 কিলোমিটার গভীরে ৷ তীব্রতা 4.3 ৷ অবস্থান শিলিগুড়ির 140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ৷
-
Earthquake of Magnitude:4.3, Occurred on 12-04-2023, 05:35:10 IST, Lat: 25.98 & Long: 87.26, Depth: 10 Km ,Location: 140km SW of Siliguri, West Bengal, India for more information Download the BhooKamp App https://t.co/bJLzKnE97i@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 pic.twitter.com/xvBkJ6sW0a
— National Center for Seismology (@NCS_Earthquake) April 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earthquake of Magnitude:4.3, Occurred on 12-04-2023, 05:35:10 IST, Lat: 25.98 & Long: 87.26, Depth: 10 Km ,Location: 140km SW of Siliguri, West Bengal, India for more information Download the BhooKamp App https://t.co/bJLzKnE97i@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 pic.twitter.com/xvBkJ6sW0a
— National Center for Seismology (@NCS_Earthquake) April 12, 2023Earthquake of Magnitude:4.3, Occurred on 12-04-2023, 05:35:10 IST, Lat: 25.98 & Long: 87.26, Depth: 10 Km ,Location: 140km SW of Siliguri, West Bengal, India for more information Download the BhooKamp App https://t.co/bJLzKnE97i@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 pic.twitter.com/xvBkJ6sW0a
— National Center for Seismology (@NCS_Earthquake) April 12, 2023
মার্চে ভূমিকম্প: মার্চ মাসে ভারতের মধ্যে ও তার প্রতিবেশী এলাকায় সবচেয়ে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে হিন্দুকুশ অঞ্চলে, উত্তর ভারতের লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর-পূর্ব ভারতে ৷ ন্যাশনাল সিসমোলজি সেন্টার একটি মাসিক রিপোর্টে এই তথ্য দিয়েছে ৷ তাতে বলা হয়েছে, মোট 46টি ভূমিকম্প হয়েছে ভারতে ৷ 1 মার্চ থেকে 31 মার্চ- এই সময়কালে 10টি ভূমিকম্প উত্তরাখণ্ডে এবং 6টি অসমে হয়েছে ৷
এই রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, ছোটখাটো ভূমিকম্প হয়েছে উত্তর, পশ্চিম, মধ্য ও দক্ষিণ ভারতেও ৷ দেশের উত্তরে উত্তরপ্রদেশের মুজফফরনগর, পঞ্জাবের পাতিয়ালা, হরিয়ানার সোনিপাত, রাজস্থানের শিকরে ভূমিকম্প হয়েছে ৷ পশ্চিম ভারতে রাজস্থানের উদয়পুর, মহারাষ্ট্রের সাতারা, সাংগালি এবং নানদেদ, মধ্যভারতের ছত্তিশগড়ের সুরগুজুয়াইন, দক্ষিণে কর্ণাটকের বাল্লারি, তেলেঙ্গানার সঙ্গারেড্ডি ও আশিফাবাদে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে ৷
ভারত ও তার প্রতিবেশী এলাকায় উল্লেখযোগ্য ভূমিকম্প: 21 মার্চ আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে রাতে কম্পন অনুভূত হয় ৷ রাত 10.17 মিনিটে হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল 6.6 ৷ মাটির 156 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয় ৷ এর দু'টি উৎসস্থল ৷ ভারতের লাদাখের গিলগিট থেকে 260 কিলোমিটার পশ্চিমে এবং আফগানিস্তানের কাবুলের উত্তর-পূর্বে ৷ এছাড়া জম্মু ও কাশ্মীরের মুজফফরবাদের 270 কিলোমিটার উত্তর-পশ্চিমে, জম্মু-কাশ্মীরের 380 কিলোমিটার উত্তর-পশ্চিমে, দিল্লির 1 হাজার কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প হয়েছে ৷