ETV Bharat / state

"মাতৃ ঋণ" শোধ করুন, বার্তা শিলিগুড়ি রবীন্দ্র সংঘের - 2019

শিলিগুড়ির রবীন্দ্র সংঘর উদ্যোক্তারা দর্শনার্থীদের ঠাকুর দেখার সঙ্গে দিতে চেয়েছেন সামাজিক বার্তাও ৷ এই পুজোয় এবারের থিম 'মাতৃ ঋণ' ৷

মাতৃ ঋণ
author img

By

Published : Oct 3, 2019, 4:57 PM IST

Updated : Oct 3, 2019, 11:16 PM IST

শিলিগুড়ি : পুজো মানে নিছক জাঁকজমক নয় ৷ থাকতে পারে সামাজিক বার্তাও ৷ এমনই এক ভাবনা তুলে ধরল শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ৷ তাদের এবারের থিম 'মাতৃ ঋণ' ৷

বাইরে থেকে মণ্ডপটি দেখতে একটি প্রকাণ্ড অট্টালিকা ৷ বাইরে বসে আছেন বৃদ্ধা মা ৷ সঙ্গে পুটুলিতে ভরা জিনিসপত্র ৷ মণ্ডপের বাইরে এমন এক দৃশ্য তুলে ধরে উদ্যোক্তারা দর্শনার্থীদের বার্তা দিতে চান, মা-কে অবহেলা করবেন না ৷

Siliguri Rabindra Sangha
বাড়ির বাইরে স্থান পেয়েছেন বৃদ্ধা মা

মণ্ডপের ভিতরে ঢুকেই চোখে পড়বে মায়ের স্নেহ, ভালোবাসায় লালিত হচ্ছে শিশু ৷ আরও একটু এগোলে দেখা যাবে ইঁদুর ধরার কলে চড়ে দৌড়াচ্ছে অসংখ্য পা ৷ শার্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের অন্দরসজ্জা ৷ এক-এক ধরনের শার্ট এক একটি পেশাকে তুলে ধরেছে ৷ মায়ের যত্নে বড় হয়ে প্রতিষ্ঠিত সকলে ৷ কিছুটা দূরেই মা দুর্গা ৷ পাশে থমকে যাওয়া একটি ঘড়ি ৷ দুর্গাকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ দেখানো হয়েছে, মানুষ প্রতিষ্ঠিত হলেও তাদের জগতে জায়গা নেই বৃদ্ধা মায়ের ৷ তিনি আজও অসহায় ৷

Siliguri Rabindra Sangha
মায়ের যত্ন

মণ্ডপ থেকে বেরোনোর পথে ব্যানারে লেখা, "যদি করে থাকেন এমন ভুল, এখনই মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন । শোধ করুন মাতৃ ঋণ ।"

দেখুন ভিডিয়ো

ক্লাবের উদ্যোক্তারা জানান, কয়েকদিন আগে একজন বৃদ্ধা আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৷ সেই ঘটনার পরই এই থিম নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় ।

শিলিগুড়ি : পুজো মানে নিছক জাঁকজমক নয় ৷ থাকতে পারে সামাজিক বার্তাও ৷ এমনই এক ভাবনা তুলে ধরল শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ৷ তাদের এবারের থিম 'মাতৃ ঋণ' ৷

বাইরে থেকে মণ্ডপটি দেখতে একটি প্রকাণ্ড অট্টালিকা ৷ বাইরে বসে আছেন বৃদ্ধা মা ৷ সঙ্গে পুটুলিতে ভরা জিনিসপত্র ৷ মণ্ডপের বাইরে এমন এক দৃশ্য তুলে ধরে উদ্যোক্তারা দর্শনার্থীদের বার্তা দিতে চান, মা-কে অবহেলা করবেন না ৷

Siliguri Rabindra Sangha
বাড়ির বাইরে স্থান পেয়েছেন বৃদ্ধা মা

মণ্ডপের ভিতরে ঢুকেই চোখে পড়বে মায়ের স্নেহ, ভালোবাসায় লালিত হচ্ছে শিশু ৷ আরও একটু এগোলে দেখা যাবে ইঁদুর ধরার কলে চড়ে দৌড়াচ্ছে অসংখ্য পা ৷ শার্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের অন্দরসজ্জা ৷ এক-এক ধরনের শার্ট এক একটি পেশাকে তুলে ধরেছে ৷ মায়ের যত্নে বড় হয়ে প্রতিষ্ঠিত সকলে ৷ কিছুটা দূরেই মা দুর্গা ৷ পাশে থমকে যাওয়া একটি ঘড়ি ৷ দুর্গাকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ দেখানো হয়েছে, মানুষ প্রতিষ্ঠিত হলেও তাদের জগতে জায়গা নেই বৃদ্ধা মায়ের ৷ তিনি আজও অসহায় ৷

Siliguri Rabindra Sangha
মায়ের যত্ন

মণ্ডপ থেকে বেরোনোর পথে ব্যানারে লেখা, "যদি করে থাকেন এমন ভুল, এখনই মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন । শোধ করুন মাতৃ ঋণ ।"

দেখুন ভিডিয়ো

ক্লাবের উদ্যোক্তারা জানান, কয়েকদিন আগে একজন বৃদ্ধা আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৷ সেই ঘটনার পরই এই থিম নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় ।

Intro:নিছক জাকজমক নয়। তার সঙ্গে সামাজিক অবক্ষয় তুলে ধরে সমাজকে বার্তা দিতে অভিনব মণ্ডপ নজর করেছে শিলিগুড়ির রবীন্দ্র সংঘ। 67 তম বছরে এবার তাদের থিম মাতৃ ঋণ।


Body:প্রকান্ড এক অট্টালিকা। থাকেন বিশিষ্ট জনের। অট্টালিকার বাইরে বসে আছেন বৃদ্ধা মা। সঙ্গে পুটুলিতে ভরা জিনিসপত্র। মণ্ডপের বহিরঙ্গে এই দৃশ্য ফুটিয়ে তোলার পাশাপাশি উদ্যোক্তাদের বার্তা স্পষ্ট। মায়েদের অবহেলা করবেন না।

ভিতরে ঢুকেই চোখে পড়বে দুগ্ধ্ফল। মায়ের স্নেহ ভালোবাসায় লালিত পালিত হচ্ছে ছোট্ট শিশু। আরেকটু এগোলে দেখবেন ইঁদুর ধরার কলে চড়ে দৌড়াচ্ছে অসংখ্য পা।
শার্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের অন্দরসজ্জা। বোঝানো হয়েছে শার্টের পেছনে রয়েছেন মায়ের যত্নে বড় হয়ে প্রতিষ্ঠিত মানুষের। ঠিক কিছুটা দূরেই মা দুর্গা। পাশে থমকে যাওয়া ঘড়ি। দুর্গাকে মায়ের সঙ্গে তুলনা করে বলতে চাওয়া হয়েছে আপনি প্রতিষ্ঠিত হলেও আপনার সাজানো পৃথিবীতে জায়গা পাচ্ছেন না অসহায় বৃদ্ধা মা।

মন্ডপ থেকে বেরোনোর পথে ব্যানারে লেখা যদি করে থাকেন এমন ভুল, এখনই মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন। শোধ করুন মাতৃ ঋণ।

ক্লাবের উদ্যোক্তারা জানান কিছুদিন আগে এক বৃদ্ধা আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই ঘটনা ছাপ ফেলে যায় তাদের মনে। সেই থেকেই এমন ভাবনা।


Conclusion:
Last Updated : Oct 3, 2019, 11:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.