শিলিগুড়ি : পুজো মানে নিছক জাঁকজমক নয় ৷ থাকতে পারে সামাজিক বার্তাও ৷ এমনই এক ভাবনা তুলে ধরল শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ৷ তাদের এবারের থিম 'মাতৃ ঋণ' ৷
বাইরে থেকে মণ্ডপটি দেখতে একটি প্রকাণ্ড অট্টালিকা ৷ বাইরে বসে আছেন বৃদ্ধা মা ৷ সঙ্গে পুটুলিতে ভরা জিনিসপত্র ৷ মণ্ডপের বাইরে এমন এক দৃশ্য তুলে ধরে উদ্যোক্তারা দর্শনার্থীদের বার্তা দিতে চান, মা-কে অবহেলা করবেন না ৷
মণ্ডপের ভিতরে ঢুকেই চোখে পড়বে মায়ের স্নেহ, ভালোবাসায় লালিত হচ্ছে শিশু ৷ আরও একটু এগোলে দেখা যাবে ইঁদুর ধরার কলে চড়ে দৌড়াচ্ছে অসংখ্য পা ৷ শার্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের অন্দরসজ্জা ৷ এক-এক ধরনের শার্ট এক একটি পেশাকে তুলে ধরেছে ৷ মায়ের যত্নে বড় হয়ে প্রতিষ্ঠিত সকলে ৷ কিছুটা দূরেই মা দুর্গা ৷ পাশে থমকে যাওয়া একটি ঘড়ি ৷ দুর্গাকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ দেখানো হয়েছে, মানুষ প্রতিষ্ঠিত হলেও তাদের জগতে জায়গা নেই বৃদ্ধা মায়ের ৷ তিনি আজও অসহায় ৷
মণ্ডপ থেকে বেরোনোর পথে ব্যানারে লেখা, "যদি করে থাকেন এমন ভুল, এখনই মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন । শোধ করুন মাতৃ ঋণ ।"
ক্লাবের উদ্যোক্তারা জানান, কয়েকদিন আগে একজন বৃদ্ধা আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৷ সেই ঘটনার পরই এই থিম নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় ।