শিলিগুড়ি, 16 ডিসেম্বর: অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকল শিলিগুড়ির বেসরকারি বাস চালকরা । শুক্রবার সকাল থেকে আচমকা ধর্মঘটে নামে বাস চালকরা(Due to Route Change Issue Private Bus Drivers on Strike in Siliguri)। যার ফলে হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের । জানা গিয়েছে, শিলিগুড়ির প্রাণকেন্দ্রের মহানন্দা সেতু সংস্কার ও মেরামতের কাজ করছে প্রশাসন । যার ফলে যানজট এড়াতে বেশ কিছু বাস ও বড় যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে নিয়ন্ত্রণ করছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ । এর জেরেই সমস্যায় পড়েছে বেসরকারি বাস চালকরা ।
শিলিগুড়ি থেকে লোকাল রুটে প্রায় 400 বেসরকারি বাস চলে । অভিযোগ, শিলিগুড়ি থেকে মহকুমার চারটি ব্লক ও গলগলিয়া পর্যন্ত রুটের বাস শিলিগুড়ির মহাত্মা গান্ধি চক (এয়ারভিউ মোড়) থেকে জংশনের পরিবর্তে বর্ধমান রোড থেকে মেডিক্যাল হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । যার ফলে যাত্রী পাচ্ছে না বেসরকারি বাসগুলি । এই বিষয়ে বেসরকারি বাস চালকদের অভিযোগ, ভিন জেলার বাসগুলি জংশন দিয়ে ওই একই রুটে চলাচল করতে দেওয়া হচ্ছে । শুধুমাত্র বেসরকারি বাসগুলোকেই বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ।
আরও পড়ুন : শিলিগুড়িতে নাবালিকার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা
বেসরকারি বাস চালক নরেশ দাস বলেন, "আমাদের মেডিক্যাল হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । যার ফলে অন্য রুটে আমরা যাত্রী পাচ্ছি না । দিনের শেষে বাসে তেল ভরার টাকাও উঠছে না ।"
আরেক বাস চালক রাজু গোয়ালার কথায়, "আমাদের মূল যাত্রীটাই হল শহরের । আর মহকুমা থেকে অনেক যাত্রী শহরে আসে । কিন্তু আমাদের বাস ঘুরিয়ে দেওয়ার কারণে আমরা ভাড়া পাচ্ছি না । আমাদের দাবি আমাদের ওই রুটেই চলতে দেওয়া হোক না হলে আমাদের ধর্মঘট চলবে ।"
এই ধর্মঘটে দুর্ভোগে পড়ে যাত্রী খুশি দাস বলেন, "উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য বাস ধরব বলে অপেক্ষা করছি । কিন্তু এখন শুনলাম বাস ধর্মঘট । সমস্যা তো হচ্ছেই ।"
যদিও পুলিশ ও প্রশাসনের তরফে সমস্যা সমাধানের জন্য বেসরকারি বাস চালকদের সঙ্গে আলোচনায় বসার কথা জানানো হয়েছে । আলোচনায় সমস্যা সমাধান হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বাস চালকরা ।
আরও পড়ুন : রঙের কাজ চলাকালীন বহুতলে থেকে পড়ে মৃত 1, আহত 2