ETV Bharat / state

Dilip on TMC Navjoar: অভিষেক বিরোধীদের ডাকার কে ? মুখ্যমন্ত্রী ডাকুন, নবজোয়ার কর্মসূচি নিয়ে কটাক্ষ দিলীপের - তৃণমূলের নবজোয়ার

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ গ্রামে-গঞ্জে তৃণমূল আছে কি না, তা দেখতে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷

Dilip on TMC Navjoar ETV BHARAT
দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 21, 2023, 3:05 PM IST

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি প্রসঙ্গে মমতা ও অভিষেককে নিশানা দিলীপের

শিলিগুড়ি, 21 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ডাকার কে ? কোন হরিদাস পাল উনি ? উনি কি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন ? শুক্রবার শিলিগুড়ি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এভাবেই নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ উল্লেখ্য, 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচিতে বিরোধীদেরও আমন্ত্রণ জানাবে বলে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন কটাক্ষ করেন তিনি ৷ তবে, মুখ্যমন্ত্রী ডাকলে অবশ্যই যাবে বিজেপির সাংসদ এবং বিধায়করা ৷ এর পরেই মমতাকে নিশানা করে দিলীপের মন্তব্য, "মুখ্যমন্ত্রী ডাকেন না কেন ? দম থাকলে ডাকুন আমাদের সাংসদ-বিধায়কদের ৷ নিজেদের দলের নেতাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না ৷ আমাদের নেতারা গেলে তো মুখ দেখানোর জায়গা পাবেন না ৷ ডাকুক না একবার ৷ আমি তো যাব ৷ আমাকে ডাকে না তো ৷ সেই হিম্মত নেই ৷"

শিলিগুড়িতে এ দিন চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ ৷ সেখানেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সমালোচনা করেন দিলীপ ঘোষ ৷ তাঁর কটাক্ষ, জোর নতুন নেতা তৈরি হচ্ছে ৷ এই ইস্যুতে রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা'র তুলনা টানেন তিনি ৷ তাঁর কটাক্ষ, "একজন 50 বছর পর গ্রাম দেখতে বেরিয়েছিলেন ৷ এখন আরেকজন গ্রাম ঘুরতে বেরোচ্ছেন ৷ আসলে গ্রামে-গঞ্জে দলটা আছে কি না, সেটা দেখতেই বেরোচ্ছে ৷"

পাশাপাশি, তৃণমূল মাফিয়া, চোর-ডাকাতে ভরে গিয়েছে বলেও এদিন কটাক্ষ করেন দিলীপ ৷ 'তৃণমূলের নবজোয়ার' নামে একটি নতুন কর্মসূচি নেওয়া হয়েছে ৷ সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে কর্মসূচি পালন করা হবে ৷ এ নিয়ে অভিষেক জানিয়েছিলেন প্রয়োজনে বিরোধীদের সেই কর্মসূচিতে আমন্ত্রণ জানাবেন তিনি ৷ সেই নিয়েই মমতা আর অভিষেককে একযোগে আক্রমণ করেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: তৃণমূলের ব্যানারে মমতা-অভিষেকের মুখে গেরুয়া রং, চাঞ্চল্য ব্যারাকপুরে

পাশাপাশি, অভিষেকের 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচি নিয়ে তৃণমূলে বিভাজনের রাজনীতি চলছে বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তাঁর মতে তৃণমূলে ভদ্র বলে আর কেউ নেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোকজন জেল বন্দি ৷ সেই সুযোগে নতুন তৃণমূল তৈরি হচ্ছে বলে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি প্রসঙ্গে মমতা ও অভিষেককে নিশানা দিলীপের

শিলিগুড়ি, 21 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ডাকার কে ? কোন হরিদাস পাল উনি ? উনি কি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন ? শুক্রবার শিলিগুড়ি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এভাবেই নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ উল্লেখ্য, 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচিতে বিরোধীদেরও আমন্ত্রণ জানাবে বলে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন কটাক্ষ করেন তিনি ৷ তবে, মুখ্যমন্ত্রী ডাকলে অবশ্যই যাবে বিজেপির সাংসদ এবং বিধায়করা ৷ এর পরেই মমতাকে নিশানা করে দিলীপের মন্তব্য, "মুখ্যমন্ত্রী ডাকেন না কেন ? দম থাকলে ডাকুন আমাদের সাংসদ-বিধায়কদের ৷ নিজেদের দলের নেতাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না ৷ আমাদের নেতারা গেলে তো মুখ দেখানোর জায়গা পাবেন না ৷ ডাকুক না একবার ৷ আমি তো যাব ৷ আমাকে ডাকে না তো ৷ সেই হিম্মত নেই ৷"

শিলিগুড়িতে এ দিন চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ ৷ সেখানেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সমালোচনা করেন দিলীপ ঘোষ ৷ তাঁর কটাক্ষ, জোর নতুন নেতা তৈরি হচ্ছে ৷ এই ইস্যুতে রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা'র তুলনা টানেন তিনি ৷ তাঁর কটাক্ষ, "একজন 50 বছর পর গ্রাম দেখতে বেরিয়েছিলেন ৷ এখন আরেকজন গ্রাম ঘুরতে বেরোচ্ছেন ৷ আসলে গ্রামে-গঞ্জে দলটা আছে কি না, সেটা দেখতেই বেরোচ্ছে ৷"

পাশাপাশি, তৃণমূল মাফিয়া, চোর-ডাকাতে ভরে গিয়েছে বলেও এদিন কটাক্ষ করেন দিলীপ ৷ 'তৃণমূলের নবজোয়ার' নামে একটি নতুন কর্মসূচি নেওয়া হয়েছে ৷ সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে কর্মসূচি পালন করা হবে ৷ এ নিয়ে অভিষেক জানিয়েছিলেন প্রয়োজনে বিরোধীদের সেই কর্মসূচিতে আমন্ত্রণ জানাবেন তিনি ৷ সেই নিয়েই মমতা আর অভিষেককে একযোগে আক্রমণ করেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: তৃণমূলের ব্যানারে মমতা-অভিষেকের মুখে গেরুয়া রং, চাঞ্চল্য ব্যারাকপুরে

পাশাপাশি, অভিষেকের 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচি নিয়ে তৃণমূলে বিভাজনের রাজনীতি চলছে বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তাঁর মতে তৃণমূলে ভদ্র বলে আর কেউ নেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোকজন জেল বন্দি ৷ সেই সুযোগে নতুন তৃণমূল তৈরি হচ্ছে বলে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.