শিলিগুড়ি, 25 মার্চ : বেঙ্গল সাফারি পার্কে দুঃখের ছায়া। গত 10 মার্চ ভোরের দিকে পাঁচটি রয়্যাল শাবকের জন্ম দিয়েছিল শিলা (Birth of five royal cubs)। শুক্রবার সকালে তারই মধ্যে থেকে মৃত্যু হল সবথেকে ছোট শাবকের। আর তা প্রকাশ্যে আসতেই শোক নেমে আসে গোটা সাফারি পার্কজুড়ে। তবে বাকি চারটি শাবক সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ (Bengal Safari park) সূত্রে।
এখন পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে দাঁড়াল এগারোটিতে। প্রসঙ্গত, গত 10 মার্চ বেঙ্গল সাফারি পার্কে পাচঁটি শাবকের জন্ম দেয় রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি শিলা ও বিভান । 2020 সালের অগাস্ট মাসে আরও তিন শাবকের জন্ম দেয় এই দম্পতি। এরপর ফের এই বছর একসঙ্গে পাঁচ শাবকের জন্ম দিয়েছে শিলা। জন্মের পর থেকেই বিশেষ যত্নে রাখা হচ্ছিল তাদের। যে শাবকটি মারা গিয়েছে তা ছিল শিলার সব থেকে ছোট শাবক। সব থেকে ছোট হওয়ার কারণে সেই শাবকটি পর্যাপ্ত দুধ মায়ের কাছ থেকে পায়নি। কম ওজন ও দুধ না পাওয়ায় অনাক্রম্যতা বা ইমিউনিটি কমে যায়। শ্বাসকষ্টজনিত কারণে ওই শাবকটি মারা যায়।
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, "গতকাল একটি শাবকের মৃত্যু হয়েছে। পাচঁটির মধ্যে সবথেকে ছোট ছিল ওই শাবকটি। ওজন কম ও পর্যাপ্ত দুধ খেতে না পাওয়ার কারণে তার মৃত্যু হয়। বাকি চারটি শাবক সুস্থ রয়েছে। তাদের উপর আমরা নজর রাখছি।"
আরও পড়ুন : Cubs of Tigress Shila : সুখবর ! পাঁচ রয়্যাল শাবকের জন্ম দিল শিলা
প্রসঙ্গত, এই নিয়ে বেঙ্গল সাফারি পার্কে দুটি রয়্যাল শাবকের মৃত্যু হল। এর আগে 2018 সালের 29 অক্টোবর মৃত্যু হয়েছিল পাঁচ মাসের শাবক ইকার। ঠিক চার বছর পর একই কারণে মৃত্যু হল শিলার আরেক শাবকের।