ETV Bharat / state

Deadlock in North Bengal University: নেই উপাচার্য-রেজিস্ট্রার-ফিন্যান্স অফিসার, অচলাবস্থা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

উপাচার্য না থাকায় অচলাবস্থা তৈরি হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (Deadlock in North Bengal University) ৷ সেখানকার একাধিক কর্মীর বেতন পর্যন্ত আটকে রয়েছে ৷ 15 মার্চের পর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিকদের খাবারের ব্যবস্থা নিয়েও চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ ৷

author img

By

Published : Mar 14, 2023, 9:47 PM IST

Updated : Mar 15, 2023, 11:02 AM IST

Deadlock in North Bengal University ETV BHARAT
Deadlock in North Bengal University
উপাচার্যহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা

দার্জিলিং, 14 মার্চ: একদিকে রাজ্যের 29টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট ৷ আর অন্যদিকে, উপাচার্য নিয়োগ না-হওয়ায় এক প্রকার মুখ থুবড়ে পড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পুরো ব্যবস্থাপনা (Deadlock Situations in Absence of Vice-Chancellor) ৷ দীর্ঘ কয়েকমাস ধরে অভিভাবকহীন অবস্থায় রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ নেই উপাচার্য, নেই রেজিস্ট্রার ৷ এমনকি নেই ফিন্যান্স অফিসারের মতো অত্যাবশ্যকীয় আধিকারিক ৷ ফলে প্রতিদিনকার প্রশাসনিক কাজ থমকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ৷ সম্পূর্ণ দায়ভার সামলে চলেছেন যুগ্ম-রেজিস্ট্রার ৷ কিন্তু তাঁরও যে ক্ষমতা সীমিত ৷ এই অবস্থায় বিপাকে পরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তাদের কাতর আবেদন দ্রুত উপাচার্য, রেজিস্ট্রার এবং ফিন্যান্স অফিসার নিয়োগ করা হোক ৷ তা না হলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ থমকে যাবে ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ভারপ্রাপ্ত উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর মেয়াদ শেষ হয়েছে গত 25 জানুয়ারি ৷ শেষ ভারপ্রাপ্ত ফিনান্স অফিসার সুখেন্দ্র নারায়ণ সাহা 25 ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করে অবসর নিয়েছেন ৷ অন্যদিকে, 28 ফেব্রুয়ারি থেকে নেই কোন রেজিস্ট্রার বা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ৷ শেষ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছিলেন নুপুর বিশ্বাস ৷ এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ওই তিন আধিকারিক না থাকায় ব্যাপক সমস্যায় পড়েছে কর্তৃপক্ষ ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন উত্তরবঙ্গের আটটি জেলায় 49টি কলেজ রয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস ৷ সেইসব জায়গার সমস্ত কাজ থমকে রয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের প্রায় 250 জন স্থায়ী ও প্রায় 450 অস্থায়ী কর্মীদের বেতন, কর্মীদের প্রভিডেন্ট ফান্ড তিনমাস ধরে আটকে রয়েছে ৷ সব থেকে বেশি বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের হস্টেল আবাসিকরা ৷ কারণ অর্থ অনুমোদনের জন্য উপাচার্য এবং ফিন্যান্স অফিসার না থাকায়, হস্টেল আবাসিকদের জন্য কোনও অর্থ বরাদ্দ করা যাচ্ছে না ৷

যা জানা গিয়েছে, 15 মার্চ পর্যন্ত আবাসিকদের খাবার মজুত ছিল ৷ ফলে টাকা না মেলায় বৃহস্পতিবার থেকে আবাসিকরা কীভাবে খাবার পাবেন, তা নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ ৷ পাশাপাশি তেলের টাকা না মেলায়, বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি বাস পরিষেবাও ৷ বন্ধ রয়েছে কর্মীদের বদলি, লোক নিয়োগের মতো কাজও ৷ ফলে দ্রুত সেই সমস্যার সমাধান না করলে সম্পূর্ণভাবে বন্ধ হতে পারে বিশ্ববিদ্যালয়ের নিত্যদিনের কাজ ৷ পেরিয়ে গিয়েছে বিদ্যুতের বিল জমা দেওয়ার শেষ তারিখও ৷ বকেয়া রয়েছে কয়েক লক্ষ টাকা ৷ ফলে যে কোনও মুহুর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে ৷ এমনই সংকটের মধ্যে রয়েছে রাজ্যের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান ৷

আরও পড়ুন: ওপেন হাউজ আলোচনায় বিক্ষোভের জেরে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত বলেন, "আমরা সত্যিই খুব উদ্বিগ্ন ৷ প্রতিদিনকার কাজ সেভাবে চললেও গুরুত্বপূর্ণ কাজ কোনভাবেই করা সম্ভব হচ্ছে না ৷ উপাচার্য, রেজিস্ট্রার এবং ফিন্যান্স অফিসার এখনও নিয়োগ করা হয়নি ৷ তাতে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে ৷ আমরা উচ্চশিক্ষা দফতরে বিষয়টি জানিয়েছি ৷"

সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির মুখপাত্র তন্ময় বাগচী জানিয়েছেন, একপ্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ প্রশাসনিক প্রধান উপাচার্য নেই ৷ রেজিস্ট্রার নেই, ফিন্যান্স অফিসার নেই ৷ কীভাবে কাজ চলবে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ জানিয়েছেন, বহু কর্মী গত মাসের বেতন এখনও পাননি ৷ আগামীতে বেতন মিলবে কিনা, সেই বিষয়েও কর্তৃপক্ষ চিন্তিত ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সুমন চট্টোপাধ্যায় বলেন, "অচলাবস্থা তৈরি হবে কি, অচলাবস্থাই চলছে ৷ এত গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় কীভাবে অভিভাবকহীন হয়ে রয়েছে সেটাই আশ্চর্যের ৷ উপাচার্যের সই, সিলমোহর ছাড়া কোনও কাজ হয় না ৷ নেই ফিন্যান্স অফিসার এবং রেজিস্ট্রার ৷ ফলে বিশ্ববিদ্যালয় একদম স্তব্ধ হয়ে রয়েছে ৷’’

উপাচার্যহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা

দার্জিলিং, 14 মার্চ: একদিকে রাজ্যের 29টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট ৷ আর অন্যদিকে, উপাচার্য নিয়োগ না-হওয়ায় এক প্রকার মুখ থুবড়ে পড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পুরো ব্যবস্থাপনা (Deadlock Situations in Absence of Vice-Chancellor) ৷ দীর্ঘ কয়েকমাস ধরে অভিভাবকহীন অবস্থায় রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ নেই উপাচার্য, নেই রেজিস্ট্রার ৷ এমনকি নেই ফিন্যান্স অফিসারের মতো অত্যাবশ্যকীয় আধিকারিক ৷ ফলে প্রতিদিনকার প্রশাসনিক কাজ থমকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ৷ সম্পূর্ণ দায়ভার সামলে চলেছেন যুগ্ম-রেজিস্ট্রার ৷ কিন্তু তাঁরও যে ক্ষমতা সীমিত ৷ এই অবস্থায় বিপাকে পরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তাদের কাতর আবেদন দ্রুত উপাচার্য, রেজিস্ট্রার এবং ফিন্যান্স অফিসার নিয়োগ করা হোক ৷ তা না হলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ থমকে যাবে ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ভারপ্রাপ্ত উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর মেয়াদ শেষ হয়েছে গত 25 জানুয়ারি ৷ শেষ ভারপ্রাপ্ত ফিনান্স অফিসার সুখেন্দ্র নারায়ণ সাহা 25 ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করে অবসর নিয়েছেন ৷ অন্যদিকে, 28 ফেব্রুয়ারি থেকে নেই কোন রেজিস্ট্রার বা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ৷ শেষ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছিলেন নুপুর বিশ্বাস ৷ এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ওই তিন আধিকারিক না থাকায় ব্যাপক সমস্যায় পড়েছে কর্তৃপক্ষ ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন উত্তরবঙ্গের আটটি জেলায় 49টি কলেজ রয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস ৷ সেইসব জায়গার সমস্ত কাজ থমকে রয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের প্রায় 250 জন স্থায়ী ও প্রায় 450 অস্থায়ী কর্মীদের বেতন, কর্মীদের প্রভিডেন্ট ফান্ড তিনমাস ধরে আটকে রয়েছে ৷ সব থেকে বেশি বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের হস্টেল আবাসিকরা ৷ কারণ অর্থ অনুমোদনের জন্য উপাচার্য এবং ফিন্যান্স অফিসার না থাকায়, হস্টেল আবাসিকদের জন্য কোনও অর্থ বরাদ্দ করা যাচ্ছে না ৷

যা জানা গিয়েছে, 15 মার্চ পর্যন্ত আবাসিকদের খাবার মজুত ছিল ৷ ফলে টাকা না মেলায় বৃহস্পতিবার থেকে আবাসিকরা কীভাবে খাবার পাবেন, তা নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ ৷ পাশাপাশি তেলের টাকা না মেলায়, বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি বাস পরিষেবাও ৷ বন্ধ রয়েছে কর্মীদের বদলি, লোক নিয়োগের মতো কাজও ৷ ফলে দ্রুত সেই সমস্যার সমাধান না করলে সম্পূর্ণভাবে বন্ধ হতে পারে বিশ্ববিদ্যালয়ের নিত্যদিনের কাজ ৷ পেরিয়ে গিয়েছে বিদ্যুতের বিল জমা দেওয়ার শেষ তারিখও ৷ বকেয়া রয়েছে কয়েক লক্ষ টাকা ৷ ফলে যে কোনও মুহুর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে ৷ এমনই সংকটের মধ্যে রয়েছে রাজ্যের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান ৷

আরও পড়ুন: ওপেন হাউজ আলোচনায় বিক্ষোভের জেরে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত বলেন, "আমরা সত্যিই খুব উদ্বিগ্ন ৷ প্রতিদিনকার কাজ সেভাবে চললেও গুরুত্বপূর্ণ কাজ কোনভাবেই করা সম্ভব হচ্ছে না ৷ উপাচার্য, রেজিস্ট্রার এবং ফিন্যান্স অফিসার এখনও নিয়োগ করা হয়নি ৷ তাতে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে ৷ আমরা উচ্চশিক্ষা দফতরে বিষয়টি জানিয়েছি ৷"

সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির মুখপাত্র তন্ময় বাগচী জানিয়েছেন, একপ্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ প্রশাসনিক প্রধান উপাচার্য নেই ৷ রেজিস্ট্রার নেই, ফিন্যান্স অফিসার নেই ৷ কীভাবে কাজ চলবে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ জানিয়েছেন, বহু কর্মী গত মাসের বেতন এখনও পাননি ৷ আগামীতে বেতন মিলবে কিনা, সেই বিষয়েও কর্তৃপক্ষ চিন্তিত ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সুমন চট্টোপাধ্যায় বলেন, "অচলাবস্থা তৈরি হবে কি, অচলাবস্থাই চলছে ৷ এত গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় কীভাবে অভিভাবকহীন হয়ে রয়েছে সেটাই আশ্চর্যের ৷ উপাচার্যের সই, সিলমোহর ছাড়া কোনও কাজ হয় না ৷ নেই ফিন্যান্স অফিসার এবং রেজিস্ট্রার ৷ ফলে বিশ্ববিদ্যালয় একদম স্তব্ধ হয়ে রয়েছে ৷’’

Last Updated : Mar 15, 2023, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.