দার্জিলিং, 21 অক্টোবর : ভারী বৃষ্টির কারণে ধসে চাপা পড়ে নিখোঁজ এক হোমগার্ড । গতকাল দার্জিলিংয়ের মহকুমাশাসকের বাংলোতে কর্তব্যরত অবস্থায় ধসে চাপা পড়ে যান ওই হোমগার্ড ৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি ৷ পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ের মহকুমাশাসকের বাংলোতে কর্মরত ওই হোমগার্ডের নাম সুমন থাপা । তিনি দার্জিলিংয়ের রঙ্গলিয়ত থানার অধীনে কাজ করছিলেন । 2022 সালে তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে ।
বুধবার সকালে দার্জিলিংয়ের মহকুমাশাসক সালুঙ্কে পীযুষ ভগবানরাওয়ের বাংলোর কাছে ধস নামে ৷ তারপর থেকেই নিখোঁজ রয়েছেন সুমন থাপা ৷ জেলা প্রশাসন ও পুলিশ মহলে এই খবর চাউর হতেই হইচই পড়ে যায় । দার্জিলিংয়ের অতিরিক্ত পূর্ত অধিকর্তার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রের কার্যালয়ও একই জায়গায় রয়েছে ।
আরও পড়ুন: তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, আলগাড়ায় মৃত 1 ; বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়
বুধবার মহকুমাশাসকের বাংলোর পিছনে থাকা গার্ডরুমে ছিলেন সুমন থাপা । রাত থেকে টানা বৃষ্টির কারণে আচমকা গার্ডরুমটি ধসে যায় । ধসে চাপা পরে যান ওই হোমগার্ড । রাতেই বিষয়টি নজরে আসে জেলা প্রশাসন ও পুলিশের । খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দল, দমকলকে । রাত থেকে উদ্ধার কাজ শুরু করা হয় । সকাল হতেই ঘটনাস্থলে পৌঁছান দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর ও অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য ।
জেলাশাসক এস পুন্নমবলম বলেন, "পাহাড়ে টানা বৃষ্টি হচ্ছে । তবে বিভিন্ন জায়গায় ও সড়কে ধস সরানোর কাজ চলছে । এখানে মহকুমাশাসকের বাংলোতে কর্তব্যরত এক হোমগার্ড ধসে চাপা পড়ে মারা গিয়েছেন । উদ্ধার কাজ চলছে । উদ্ধার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না ।" অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "ওই হোমগার্ড রঙ্গলিয়ত থানার অধীনে কর্তব্যরত ছিলেন । উদ্ধারকাজ চলছে ।"
আরও পড়ুন: Darjeeling : বিপর্যস্ত পাহাড়ে খুলল বেশ কয়েকটি রাস্তা