ETV Bharat / state

Darjeeling Zoo: দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা, চতুর্থ স্থানে আলিপুর

author img

By

Published : Sep 14, 2022, 8:45 PM IST

ভারত সেরার তকমা পেল দার্জিলিং চিড়িয়াখানা(Darjeeling Zoo)৷ চতুর্থ স্থানে রয়েছে আলিপুর চিড়িয়াখানা(Alipore Zoo)৷

ETV Bharat
পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক

দার্জিলিং, 14 সেপ্টেম্বর: দেশের মধ্যে সেরা চিড়িয়াখানার শিরোপা পেল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক(Darjeeling Padmaja Naidu Himalayan Zoological Park is the Best in India)। দেশের প্রায় 150টা অন্যতম চিড়িয়াখানার মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে দার্জিলিংয়ের চিড়িয়াখানা । আর সেরার শিরোপা পেতেই উচ্ছ্বসিত পার্কের আধিকারিক থেকে কর্মীরা ।

পাশাপাশি কলকাতার আলিপুর চিড়িয়াখানা চতুর্থ স্থান অধিকার করেছে । সম্প্রতি 10 সেপ্টেম্বর ওড়িশার ভুবনেশ্বরে দেশের সমস্ত চিড়িয়াখানা ও সাফারি পার্কের ডিরেক্টরদের নিয়ে আয়োজিত কনফারেন্সেই সেন্ট্রাল জু অথরিটি ওই তালিকা প্রকাশ করে । সেই তালিকাতেই দার্জিলিং চিড়িয়াখানা প্রথম স্থান অধিকার করে । পাশাপাশি চেন্নাইয়ের চিড়িয়াখানা দ্বিতীয়, মাইশোরের চিড়িয়াখানা তৃতীয় ও কলকাতার আলিপুর চিড়িয়াখানা চতুর্থ স্থান অধিকার করে ।

আরও পড়ুন : প্লাস্টিক বন্ধে অভিনব উদ্যোগ মাইসুরু চিড়িয়াখানার

তবে প্রথম স্থানাধিকারী দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড, গোরাল, নীল হরিণ, টিবেটিয়ান উলফের মতো দশটি প্রাণী ৷ পাশাপাশি তোপকেদাড়া প্রজনন কেন্দ্র, রেড পান্ডা অগমেনটেশন প্রোগ্রামের মতো প্রক্রিয়ায় অন্যতম জায়গা করে নিয়েছে দার্জিলিং চিড়িয়াখানা । যে কারণে ওই চিড়িয়াখানা দেশের বড় বড় চিড়িয়াখানাকে পিছনে ফেলে দিয়েছে । শুধু স্থানীয় দর্শক নয়, দার্জিলিং চিড়িয়াখানা দেখতে দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশি পর্যটকদের ব্যাপক ঢল নামে ।

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলিইয়াচি বলেন, "আমরা খুব আনন্দিত এই ফলে । এই কৃতিত্ব চিড়িয়াখানার সমস্ত কর্মীদের । উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সবসময় সহযোগিতা করে । যে কারণে আমাদের কাজ করতে আরও বেশি সুবিধা হয় ।"

দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা

আরও পড়ুন : স্কুলছুটদের ফেরাতে বিদ্যালয়ে চিড়িয়াখানা!

কেন্দ্রীয় জু কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সারা দেশের 130টি বড় ও মাঝারি চিড়িয়াখানার মধ্যে সেরা হয়েছে দার্জিলিং চিড়িয়াখানা । মোট নম্বরের মধ্যে 83 শতাংশ নম্বর পেয়েছে দার্জিলিং চিড়িয়াখানা । সেন্ট্রাল জু অথরিটির স্ট্যাটুইটারি বডি যা কেন্দ্র সরকারের অধীন পরিবেশ ও বনমন্ত্রক এই ফলাফল তৈরি করে থাকে । 1975 সালে ইন্দিরা গান্ধি তৎকালীন রাজ্যপাল পদ্মজা নাইডুর স্মৃতিতে ওই চিড়িয়াখানার নামকরণ করেছিলেন । চিড়িয়াখানার উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহেরু । 1983 সালে পদ্মজা নাইডু চিড়িয়াখানায় স্নো লেপার্ড ও 1986 সালে রেড পান্ডা সংরক্ষণের কাজ শুরু করে । এরপর সেখান থেকে দেশের বিভিন্ন চিড়িয়াখানায় পাড়ি দিয়েছে রেড পান্ডা ।

আরও পড়ুন : চিড়িয়াখানা থেকে জঙ্গলে ফিরছে চারটি রেড পান্ডা

দার্জিলিং, 14 সেপ্টেম্বর: দেশের মধ্যে সেরা চিড়িয়াখানার শিরোপা পেল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক(Darjeeling Padmaja Naidu Himalayan Zoological Park is the Best in India)। দেশের প্রায় 150টা অন্যতম চিড়িয়াখানার মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে দার্জিলিংয়ের চিড়িয়াখানা । আর সেরার শিরোপা পেতেই উচ্ছ্বসিত পার্কের আধিকারিক থেকে কর্মীরা ।

পাশাপাশি কলকাতার আলিপুর চিড়িয়াখানা চতুর্থ স্থান অধিকার করেছে । সম্প্রতি 10 সেপ্টেম্বর ওড়িশার ভুবনেশ্বরে দেশের সমস্ত চিড়িয়াখানা ও সাফারি পার্কের ডিরেক্টরদের নিয়ে আয়োজিত কনফারেন্সেই সেন্ট্রাল জু অথরিটি ওই তালিকা প্রকাশ করে । সেই তালিকাতেই দার্জিলিং চিড়িয়াখানা প্রথম স্থান অধিকার করে । পাশাপাশি চেন্নাইয়ের চিড়িয়াখানা দ্বিতীয়, মাইশোরের চিড়িয়াখানা তৃতীয় ও কলকাতার আলিপুর চিড়িয়াখানা চতুর্থ স্থান অধিকার করে ।

আরও পড়ুন : প্লাস্টিক বন্ধে অভিনব উদ্যোগ মাইসুরু চিড়িয়াখানার

তবে প্রথম স্থানাধিকারী দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড, গোরাল, নীল হরিণ, টিবেটিয়ান উলফের মতো দশটি প্রাণী ৷ পাশাপাশি তোপকেদাড়া প্রজনন কেন্দ্র, রেড পান্ডা অগমেনটেশন প্রোগ্রামের মতো প্রক্রিয়ায় অন্যতম জায়গা করে নিয়েছে দার্জিলিং চিড়িয়াখানা । যে কারণে ওই চিড়িয়াখানা দেশের বড় বড় চিড়িয়াখানাকে পিছনে ফেলে দিয়েছে । শুধু স্থানীয় দর্শক নয়, দার্জিলিং চিড়িয়াখানা দেখতে দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশি পর্যটকদের ব্যাপক ঢল নামে ।

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলিইয়াচি বলেন, "আমরা খুব আনন্দিত এই ফলে । এই কৃতিত্ব চিড়িয়াখানার সমস্ত কর্মীদের । উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সবসময় সহযোগিতা করে । যে কারণে আমাদের কাজ করতে আরও বেশি সুবিধা হয় ।"

দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা

আরও পড়ুন : স্কুলছুটদের ফেরাতে বিদ্যালয়ে চিড়িয়াখানা!

কেন্দ্রীয় জু কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সারা দেশের 130টি বড় ও মাঝারি চিড়িয়াখানার মধ্যে সেরা হয়েছে দার্জিলিং চিড়িয়াখানা । মোট নম্বরের মধ্যে 83 শতাংশ নম্বর পেয়েছে দার্জিলিং চিড়িয়াখানা । সেন্ট্রাল জু অথরিটির স্ট্যাটুইটারি বডি যা কেন্দ্র সরকারের অধীন পরিবেশ ও বনমন্ত্রক এই ফলাফল তৈরি করে থাকে । 1975 সালে ইন্দিরা গান্ধি তৎকালীন রাজ্যপাল পদ্মজা নাইডুর স্মৃতিতে ওই চিড়িয়াখানার নামকরণ করেছিলেন । চিড়িয়াখানার উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহেরু । 1983 সালে পদ্মজা নাইডু চিড়িয়াখানায় স্নো লেপার্ড ও 1986 সালে রেড পান্ডা সংরক্ষণের কাজ শুরু করে । এরপর সেখান থেকে দেশের বিভিন্ন চিড়িয়াখানায় পাড়ি দিয়েছে রেড পান্ডা ।

আরও পড়ুন : চিড়িয়াখানা থেকে জঙ্গলে ফিরছে চারটি রেড পান্ডা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.