দার্জিলিং , 11 এপ্রিল : সরকারি হাসপাতালের পর এবার নার্সিংহোমে PPE দিলেন দার্জিলিংয়ের প্রাক্তন বিধায়ক অমর সিং রাই ৷
দার্জিলিংয়ের এই প্রাক্তন বিধায়ক কয়েকদিন আগেই নিজের পেনশনের ছয় মাসের অর্থ পার্সোনাল প্রোটেক্টটিভ ইকুইপমেন্ট বা PPE কেনার জন্য দেওয়ার কথা ঘোষণা করেন । কোরোনা মোকাবিলায় অর্থাৎ কোরোনায় আক্রান্তদের চিকিৎসায় যাঁরা যুক্ত সেইসব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ওই PPE জরুরি । কিন্তু প্রথমে এই PPE -এর সংকট দেখা দেয় বলে অভিযোগ । এরপরেই দার্জিলিংয়ে PPE বণ্টনের আসরে নামে GTA । দার্জিলিংয়ের প্রাক্তন বিধায়ক অমরসিং রাইও ঘোষণা করেন তাঁর ছয় মাসের পেনশনের টাকা দিয়ে PPE কিনে দেবেন তিনি ।
তাঁর এই অবদানের ভূয়সী প্রশংসায় চিকিৎসক থেকে শুরু করে পাহাড়ের সকল বাসিন্দারা । অমর সিংহ রাই শনিবার জানান , কোরোনার বিরুদ্ধে যুদ্ধে তাঁর এই অবদান নগণ্য । পাহাড়ের সরকারি জেলা হাসপাতালগুলির পর আজ দার্জিলিংয়ের একটি নার্সিংহোমে 10টি PPE কিট দেওয়া হয়েছে । আর এতে খুশি ওই নার্সিংহোমের চিকিৎসক, নার্সরা । ওই নার্সিংহোমের চিকিৎসক প্লাবন দাস জানান , এই কিট পেয়ে তাঁরা খুশি । ফলে, কোনও রোগী কোরোনা উপসর্গ নিয়ে তাঁদের কাছে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি স্থানান্তর করতে সুবিধা হবে ।