দার্জিলিং, 13 অগাস্ট : দার্জিলিং এখন স্বাভাবিক । গত এক বছরে বহু পর্যটক পাহাড়ে এসেছেন । এর জেরে লাভের মুখ দেখছে হেরিটেজ টয়ট্রেন । 2018-19 আর্থিক বছরে 12 কোটি টাকা আয় করেছে তারা । আজ দার্জিলিংয়ে টয় ট্রেন পরিদর্শনের পর এই খবর জানান BJP সংসদ রাজু বিস্তা ।
এদিন দার্জিলিং স্টেশন পরিদর্শনে যান সংসদ । রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, "এই টয়ট্রেন আমাদের ঐতিহ্য । গত আর্থিক বছরে 12 কোটি টাকা লাভ করেছে । আরও ভালো পরিষেবা দিতে কী করণীয় তা আমরা খতিয়ে দেখছি । যাত্রী ও রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলছি । রেলমন্ত্রকেও কথা বলব ।"
রাজু বিস্তা এদিন বলেন, "কার্শিয়াং রেলওয়ে প্রেস যাতে সেখানেই থাকে তা সুনিশ্চিত করতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি । কিভাবে টয়ট্রেনকে প্রচারের আলোয় আরও বেশি করে আনা যায় তা খতিয়ে দেখছি ।"