ETV Bharat / state

ছন্দে দার্জিলিং, লাভের মুখ দেখছে টয়ট্রেন - BJP সংসদ রাজু বিস্তা

গত এক বছরে বহু পর্যটক পাহাড়ে এসেছেন । এর জেরে লাভের মুখ দেখছে হেরিটেজ টয়ট্রেন । আজ দার্জিলিংয়ে টয়ট্রেন পরিদর্শনের পর এই খবর জানান BJP সাংসদ রাজু বিস্তা ।

লাভের মুখ দেখছে টয়ট্রেন
author img

By

Published : Aug 13, 2019, 1:44 PM IST

Updated : Aug 13, 2019, 3:31 PM IST

দার্জিলিং, 13 অগাস্ট : দার্জিলিং এখন স্বাভাবিক । গত এক বছরে বহু পর্যটক পাহাড়ে এসেছেন । এর জেরে লাভের মুখ দেখছে হেরিটেজ টয়ট্রেন । 2018-19 আর্থিক বছরে 12 কোটি টাকা আয় করেছে তারা । আজ দার্জিলিংয়ে টয় ট্রেন পরিদর্শনের পর এই খবর জানান BJP সংসদ রাজু বিস্তা ।

এদিন দার্জিলিং স্টেশন পরিদর্শনে যান সংসদ । রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, "এই টয়ট্রেন আমাদের ঐতিহ্য । গত আর্থিক বছরে 12 কোটি টাকা লাভ করেছে । আরও ভালো পরিষেবা দিতে কী করণীয় তা আমরা খতিয়ে দেখছি । যাত্রী ও রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলছি । রেলমন্ত্রকেও কথা বলব ।"

রাজু বিস্তা এদিন বলেন, "কার্শিয়াং রেলওয়ে প্রেস যাতে সেখানেই থাকে তা সুনিশ্চিত করতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি । কিভাবে টয়ট্রেনকে প্রচারের আলোয় আরও বেশি করে আনা যায় তা খতিয়ে দেখছি ।"

দার্জিলিং, 13 অগাস্ট : দার্জিলিং এখন স্বাভাবিক । গত এক বছরে বহু পর্যটক পাহাড়ে এসেছেন । এর জেরে লাভের মুখ দেখছে হেরিটেজ টয়ট্রেন । 2018-19 আর্থিক বছরে 12 কোটি টাকা আয় করেছে তারা । আজ দার্জিলিংয়ে টয় ট্রেন পরিদর্শনের পর এই খবর জানান BJP সংসদ রাজু বিস্তা ।

এদিন দার্জিলিং স্টেশন পরিদর্শনে যান সংসদ । রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, "এই টয়ট্রেন আমাদের ঐতিহ্য । গত আর্থিক বছরে 12 কোটি টাকা লাভ করেছে । আরও ভালো পরিষেবা দিতে কী করণীয় তা আমরা খতিয়ে দেখছি । যাত্রী ও রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলছি । রেলমন্ত্রকেও কথা বলব ।"

রাজু বিস্তা এদিন বলেন, "কার্শিয়াং রেলওয়ে প্রেস যাতে সেখানেই থাকে তা সুনিশ্চিত করতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি । কিভাবে টয়ট্রেনকে প্রচারের আলোয় আরও বেশি করে আনা যায় তা খতিয়ে দেখছি ।"

Intro:বনধ কাটিয়ে এখন সম্পূর্ণ স্বাভাবিক দার্জিলিং। গত এক বছরে বহু পর্যটক পাহাড়ে এসেছেন। এর জেরে লাভের মুখ দেখছে হেরিটেজ টয়ট্রেন। 2018-19 আর্থিক বছরে 12 কোটি টাকা আয় করেছে তারা। আজ দার্জিলিংয়ে টয় ট্রেন পরিদর্শনের পর এ খবর জানান বিজেপি সংসদ রাজু বিস্তা।


Body:এদিন দার্জিলিং স্টেশনে পরিদর্শনে যান সংসদ রাজু বিস্তা। রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর তিনি বলেন এই টয়ট্রেন আমাদের ঐতিহ্য। গত আর্থিক বছরে 12 কোটি টাকা লাভ হয়েছে। আরো ভালো পরিষেবা দিতে কি করণীয় তা আমরা খতিয়ে দেখছি। যাত্রী ও রেলের আধিকারিকদের সাথে কথা বলছি। এ নিয়ে রেলমন্ত্রকেও কথা বলব।



Conclusion:রাজু বিস্তা এদিন জানান কার্শিয়াং রেলওয়ে প্রেস যাতে সেখানেই চালু রাখা যায় তা সুনিশ্চিত করিতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পাশাপাশি পৃথিবী জুড়ে বহু মানুষ হিমালয়ান রেলওয়ের এই টয় ট্রেনকে ভালোবাসেন। তা মাথায় রেখে কিভাবে এই টয় ট্রেনকে আরো প্রচারের আলোয় কিনা যায় তা খতিয়ে দেখছি।
Last Updated : Aug 13, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.