ETV Bharat / state

Ghoom Festival: উৎসবের মরশুমে পাহাড়ে পর্যটক টানতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’

author img

By

Published : Sep 28, 2021, 4:55 PM IST

দু’বছরের লোকসানের পর এবার পর্যটন শিল্পকে চাঙ্গা করতে পাহাড়ে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’ ৷ 13 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ ৷ সেই সঙ্গে টয়ট্রেনের জয়রাইডের সংখ্যা বাড়ানো হচ্ছে উৎসবের মরসুমে ৷

Darjeeling Himalayan Railway Authority Would Start Ghoom Festival to attract tourists in Darjeeling
উৎসবের মরসুমে পাহাড়ে পর্যটক টানতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর : পাহাড়ের পর্যটন শিল্পকে চাঙ্গা করে তুলতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’ ৷ আগামী 13 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলের তরফে ৷ পুজোর মরসুমে পর্যটকদের দার্জিলিংয়ে টেনে আনতে এই ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে ৷ যেখানে পর্যটকদের টানতে দার্জিলিং হিমালয়ান রেলের প্রধান চাবি ‘টয়ট্রেন’ ৷ যেখানে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে টয়ট্রেনের সময় যেমন পরিবর্তন করা হয়েছে ৷ তেমনি বাড়ানো হচ্ছে কোচের সংখ্যা ৷ ঘুম ফেস্টিভ্যালে পাহাড়ের লোকসংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরা হবে ৷

প্রসঙ্গত, গত দু’বছরে করোনার থাবার জেরে মুখ থুবড়ে পরেছে পাহাড়ের পর্যটন শিল্প ৷ ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার ৷ কিন্তু, চলতি বছরে করোনার গ্রাফ কিছুটা নামতেই পর্যটক টানতে একাধিক উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই অক্টোবর পর্যন্ত হোটেল-সহ টয়ট্রেনের বুকিং ফুল হয়ে গিয়েছে ৷ আর চাহিদা বাড়ায় বাধ্য হয়ে টয়ট্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, আগে স্টিম ইঞ্জিন দিয়ে তিনটি ও ডিজেল ইঞ্জিন দিয়ে তিনটি রাইড চলত ৷ কিন্তু, চাহিদা বাড়ায় এবার চারটি করে টয়ট্রেন স্টিম ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনে চলবে ৷

আরও পড়ুন : Sikkim Tourism : সিকিম চেক পোস্টে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর রিপোর্ট দেখানো বাধ্যতামূলক নয়

দার্জিলিং থেকে এনজেপিগামী টয়ট্রেনের সময়ও পরিবর্তন করা হচ্ছে ৷ আগে ট্রেনটি দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে সকাল 8টায় রওনা দিত ৷ যার সময় পরিবর্তন করে 9টা করা হয়েছে ৷ তবে, সবকিছুকে ছাপিয়ে যেতে চলেছে ‘ঘুম ফেস্টিভ্যাল’ ৷ প্রায় একমাস ধরে চলবে এই ফেস্টিভ্যাল ৷ পর্যটক টানতে এই ধরনের উদ্যোগ প্রথমবার নেওয়া হচ্ছে পাহাড়ে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার বলেন, ‘‘আমরা পর্যটকদের সুবিধার্থে আগামী 1 অক্টোবর থেকে দার্জিলিং-নিউ জলপাইগুড়িগামী টয়ট্রেনের সময় পরিবর্তন করছি ৷ আগে এই ট্রেনটি দার্জিলিং স্টেশন থেকে ছাড়ত সকাল 8টায় ৷ এখন থেকে তা ছাড়বে সকাল 9টায় ৷ কারণ বেশ কিছু পর্যটক আমাদের বলেছেন, সকালে খাওয়াদাওয়ার পর ওই ট্রেন ধরা মুশকিল হয়ে যাচ্ছিল ৷ আর তাই যাওয়ার টিকিট বুক হলেও আসার টিকিট অনেক সময়ই কম বিক্রি হয় ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ আর যাত্রী বাড়তে থাকায় আমরা কোচের সংখ্যা বাড়াচ্ছি ৷ জয় রাইডের সংখ্যাও বাড়ানো হচ্ছে ৷’’

আরও পড়ুন : Jungle Tea Safari : দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জঙ্গল সাফারি

তিনি আরও জানান, এবার মূল আকর্ষণ হবে ঘুম ফেস্টিভ্যাল ৷ গোটা নভেম্বর মাস নানা অনুষ্ঠানের মাধ্যমে ফেস্টিভ্যাল পালন করা হবে ৷ মূলত পর্যটনের প্রচার করাই লক্ষ্য দার্জিলিং হিমালয়ান রেলের ৷ আর তাই পর্যটকদের জন্য স্থানীয় লোকসংস্কৃতি তুলে ধরা হবে ৷ থাকবে নাচ-গানের অনুষ্ঠান ৷ বিভিন্ন ব্যান্ডের অনুষ্ঠান সহ চা বাগান ট্যুর, মাউন্টেনিং, বাইকিং সহ বিভিন্ন ট্রেকিংয়ের ব্যবস্থা ৷ যে সকল পর্যটক আসবেন তাঁরা এগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন ৷ গোটা পাহাড়ে পর্যটকদের ঢল নামতে চলেছে বলে জানান সঞ্জয় চিলওয়ার ৷ তাই তাঁদের জন্যই এই ব্যবস্থা ৷

আরও পড়ুন : Toy Train : প্রায় দেড় বছর পর চালু শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘‘আমাদের খুব ভাল লাগছে রেল কর্তৃপক্ষ এই ধরনের উদ্যোগ নেওয়ায় ৷ এতে আরও বেশি পর্যটক পাহাড়ের প্রতি আকর্ষিত হবেন ৷’’

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর : পাহাড়ের পর্যটন শিল্পকে চাঙ্গা করে তুলতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’ ৷ আগামী 13 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলের তরফে ৷ পুজোর মরসুমে পর্যটকদের দার্জিলিংয়ে টেনে আনতে এই ঘুম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে ৷ যেখানে পর্যটকদের টানতে দার্জিলিং হিমালয়ান রেলের প্রধান চাবি ‘টয়ট্রেন’ ৷ যেখানে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে টয়ট্রেনের সময় যেমন পরিবর্তন করা হয়েছে ৷ তেমনি বাড়ানো হচ্ছে কোচের সংখ্যা ৷ ঘুম ফেস্টিভ্যালে পাহাড়ের লোকসংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরা হবে ৷

প্রসঙ্গত, গত দু’বছরে করোনার থাবার জেরে মুখ থুবড়ে পরেছে পাহাড়ের পর্যটন শিল্প ৷ ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার ৷ কিন্তু, চলতি বছরে করোনার গ্রাফ কিছুটা নামতেই পর্যটক টানতে একাধিক উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই অক্টোবর পর্যন্ত হোটেল-সহ টয়ট্রেনের বুকিং ফুল হয়ে গিয়েছে ৷ আর চাহিদা বাড়ায় বাধ্য হয়ে টয়ট্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, আগে স্টিম ইঞ্জিন দিয়ে তিনটি ও ডিজেল ইঞ্জিন দিয়ে তিনটি রাইড চলত ৷ কিন্তু, চাহিদা বাড়ায় এবার চারটি করে টয়ট্রেন স্টিম ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনে চলবে ৷

আরও পড়ুন : Sikkim Tourism : সিকিম চেক পোস্টে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর রিপোর্ট দেখানো বাধ্যতামূলক নয়

দার্জিলিং থেকে এনজেপিগামী টয়ট্রেনের সময়ও পরিবর্তন করা হচ্ছে ৷ আগে ট্রেনটি দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে সকাল 8টায় রওনা দিত ৷ যার সময় পরিবর্তন করে 9টা করা হয়েছে ৷ তবে, সবকিছুকে ছাপিয়ে যেতে চলেছে ‘ঘুম ফেস্টিভ্যাল’ ৷ প্রায় একমাস ধরে চলবে এই ফেস্টিভ্যাল ৷ পর্যটক টানতে এই ধরনের উদ্যোগ প্রথমবার নেওয়া হচ্ছে পাহাড়ে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার বলেন, ‘‘আমরা পর্যটকদের সুবিধার্থে আগামী 1 অক্টোবর থেকে দার্জিলিং-নিউ জলপাইগুড়িগামী টয়ট্রেনের সময় পরিবর্তন করছি ৷ আগে এই ট্রেনটি দার্জিলিং স্টেশন থেকে ছাড়ত সকাল 8টায় ৷ এখন থেকে তা ছাড়বে সকাল 9টায় ৷ কারণ বেশ কিছু পর্যটক আমাদের বলেছেন, সকালে খাওয়াদাওয়ার পর ওই ট্রেন ধরা মুশকিল হয়ে যাচ্ছিল ৷ আর তাই যাওয়ার টিকিট বুক হলেও আসার টিকিট অনেক সময়ই কম বিক্রি হয় ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ আর যাত্রী বাড়তে থাকায় আমরা কোচের সংখ্যা বাড়াচ্ছি ৷ জয় রাইডের সংখ্যাও বাড়ানো হচ্ছে ৷’’

আরও পড়ুন : Jungle Tea Safari : দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জঙ্গল সাফারি

তিনি আরও জানান, এবার মূল আকর্ষণ হবে ঘুম ফেস্টিভ্যাল ৷ গোটা নভেম্বর মাস নানা অনুষ্ঠানের মাধ্যমে ফেস্টিভ্যাল পালন করা হবে ৷ মূলত পর্যটনের প্রচার করাই লক্ষ্য দার্জিলিং হিমালয়ান রেলের ৷ আর তাই পর্যটকদের জন্য স্থানীয় লোকসংস্কৃতি তুলে ধরা হবে ৷ থাকবে নাচ-গানের অনুষ্ঠান ৷ বিভিন্ন ব্যান্ডের অনুষ্ঠান সহ চা বাগান ট্যুর, মাউন্টেনিং, বাইকিং সহ বিভিন্ন ট্রেকিংয়ের ব্যবস্থা ৷ যে সকল পর্যটক আসবেন তাঁরা এগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন ৷ গোটা পাহাড়ে পর্যটকদের ঢল নামতে চলেছে বলে জানান সঞ্জয় চিলওয়ার ৷ তাই তাঁদের জন্যই এই ব্যবস্থা ৷

আরও পড়ুন : Toy Train : প্রায় দেড় বছর পর চালু শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘‘আমাদের খুব ভাল লাগছে রেল কর্তৃপক্ষ এই ধরনের উদ্যোগ নেওয়ায় ৷ এতে আরও বেশি পর্যটক পাহাড়ের প্রতি আকর্ষিত হবেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.