ETV Bharat / state

মিরিকে দুস্থদের খাদ্যসামগ্রী বিলি দার্জিলিং জেলা পুলিশের - দার্জিলিং জেলা পুলিশ

লকডাউন । এই সময়ে দুস্থদের রসদ জোগাতে তৎপরতা দেখাচ্ছে দার্জিলিং জেলা পুলিশ । পাহাড়ের দুস্থদের হাতে তুলে দিচ্ছে খাদ্যসামগ্রী ।

Food distribution
খাদ্যসামগ্রী বিলি
author img

By

Published : Apr 4, 2020, 7:58 AM IST

মিরিক, 3 এপ্রিল : পাহাড়ে গরিবদের সাহায্য অব্যাহত পুলিশের । তাই রংলিরংলিয়তের পর এবার মিরিকে দুস্থদের হাতে চাল তুলে দিল দার্জিলিং জেলা পুলিশ । গতকাল তাদের হাতে একে একে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।

লকডাউনের ফলে রাজ্যের দুস্থদের রোজগারে অনিশ্চয়তা দেখা দিয়েছে । আর তার প্রভাব পড়েছে সংসারের রসদে । তাই এই সময় কেউ যাতে অনাহারে না থাকে সেইদিকে নজর রাখার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই দার্জিলিং পুলিশ তৎপর । কোথাও কেউ যাতে অভুক্ত না থাকে তা নিশ্চিত করতে পুলিশের তরফে পাহাড়ের প্রত্যন্ত এলাকার দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে ।

গতকাল মিরিকের প্রত্যন্ত এলাকা নলডারা ও খাপরাইল গ্রামের দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় দার্জিলিং জেলা পুলিশের তরফে । এর আগে রংলিরংলিয়তের দুস্থদের একইভাবে সাহায্য করেছিল তারা ।

মিরিক, 3 এপ্রিল : পাহাড়ে গরিবদের সাহায্য অব্যাহত পুলিশের । তাই রংলিরংলিয়তের পর এবার মিরিকে দুস্থদের হাতে চাল তুলে দিল দার্জিলিং জেলা পুলিশ । গতকাল তাদের হাতে একে একে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।

লকডাউনের ফলে রাজ্যের দুস্থদের রোজগারে অনিশ্চয়তা দেখা দিয়েছে । আর তার প্রভাব পড়েছে সংসারের রসদে । তাই এই সময় কেউ যাতে অনাহারে না থাকে সেইদিকে নজর রাখার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই দার্জিলিং পুলিশ তৎপর । কোথাও কেউ যাতে অভুক্ত না থাকে তা নিশ্চিত করতে পুলিশের তরফে পাহাড়ের প্রত্যন্ত এলাকার দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে ।

গতকাল মিরিকের প্রত্যন্ত এলাকা নলডারা ও খাপরাইল গ্রামের দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় দার্জিলিং জেলা পুলিশের তরফে । এর আগে রংলিরংলিয়তের দুস্থদের একইভাবে সাহায্য করেছিল তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.