দার্জিলিং, 18 জানুয়ারি : ক্যানসার আক্রান্তদের চিকিসায় কেমোথেরাপি ইউনিট চালু দার্জিলিং জেলা হাসপাতালে ৷ রাজ্যের কোনও জেলা হাসপাতাল হিসেবে এই প্রথম কেমোথেরাপি ইউনিট চালু করা হল ৷ একথা জানালেন দার্জিলিং জেলা হাসপাতালের সুপার সৈকত প্রধান ৷
সৈকতবাবু বলেন, "এতদিন পাহাড়ের ক্যানসার আক্রান্তদের কেমোথেরাপি নিতে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যেতে হত ৷ এতে সময়ও নষ্ট হত ৷ যাতায়াত খরচও বেশি হত ৷" এবার দার্জিলিং জেলা হাসপাতালে ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় আউটডোরের পাশাপাশি চারটি বেডের আলাদা কেমোথেরাপি ইউনিট চালু করা হয়েছে ৷ ফলে সেই ঝক্কি থেকে মুক্তি মিলল বলেই মনে করছেন তিনি ৷
চার বেডের এই ইউনিটে পুরুষ ও মহিলার জন্য দু'টি করে বেড সংরক্ষিত ৷ তবে, ক্যানসার আক্রান্তদের চিকিৎসার ওষুধ আনতে হচ্ছে কলকাতার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকেই ৷ ফলে কিছুটা সমস্যা হচ্ছে ৷ ভবিষ্যতে যাতে দার্জিলিঙেই ওষুধ পাওয়া যায় সে চেষ্টা করা হচ্ছে ৷
শুধু ক্যানসার আক্রান্তদের জন্য নয়, ভাইরাল হেপাটাইটিসে আক্রান্তদের চিকিৎসাও এই হাসপাতালে শুরু হয়েছে ৷ সৈকতবাবু বলেন, "পাহাড়ে ভাইরাল হেপাটাইটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ এছাড়া এক বছরের মধ্যে বার্ন ইউনিট ও থ্যালাসেমিয়া ইউনিটও চালুর চেষ্টা করা হচ্ছে ৷ সঙ্গে সি টি স্ক্যান মেশিন আনারও চেষ্টা চলছে ৷"