ETV Bharat / state

অন্যান্য রোগীদের পরিষেবা দিতে বাড়িতে মেডিকেল টিম পাঠাবে দার্জিলিং প্রশাসন - দার্জিলিং প্রশাসন

কোরোনার ভয়ে হাসপাতালে আসছেন না অন্যান্য রোগী । তাই তাঁদের পরিষেবা দিতে মেডিকেল টিমের ব্যবস্থা দার্জিলিং প্রশাসনের । বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেবে এই মেডিকেল টিম ।

Darjeeling Administration
দার্জিলিং প্রশাসন
author img

By

Published : Apr 29, 2020, 8:27 AM IST

দার্জিলিং, 29 এপ্রিল : কোরোনা সংক্রমণের ভয়ে অন্যান্য রোগীরা হাসপাতালে আসছেন না । ফলে তাঁদের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে । তাই তাঁদের পরিষেবা দিতে বিশেষ উদ্যোগ নিল দার্জিলিং প্রশাসন । এবার থেকে বিভিন্ন এলাকায় ঘুরে পরিষেবা দেবে মেডিকেল টিম । GTA চেয়ারম্যান অনিত থাপা এই নিয়ে বৈঠকও করেছেন ।

কোরোনা সংক্রমণের হাত থেকে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী কেউই রেহাই পাননি । ফলে মানুষের মনে আতঙ্ক আরও বেড়ে গেছে । তাই সংক্রমণের ভয়ে অন্যান্য রোগে আক্রান্তরা হাসপাতালে আসছেন না । ব্যাঘাত ঘটছে তাঁদের চিকিৎসায় । আবার লকডাউনের ফলে কিছু ক্ষেত্রে অনেক রোগীর কাছে পর্যাপ্ত ওষুধও নেই । এইসব সমস্যার কথা মাথায় রেখেই দার্জিলিঙের বিভিন্ন এলাকায় মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিল দার্জিলিং প্রশাসন । এই নিয়ে ইতিমধ্যে বৈঠকও করেছেন GTA চেয়ারম্যান ।

অনিত থাপা জানান, এক সমীক্ষায় দেখা গেছে কোরোনার ভয়ে প্রায় 70 শতাংশ অন্যান্য রোগী হাসপাতালে আসছেন না । তাই ওই রোগীদের পরিষেবা দিতে বাড়ি বাড়ি যাবে মেডিকেলে টিম । সঞ্জীবনী স্বাস্থ্য সেবা কর্মসূচির মাধ্যমে মিলবে এই পরিষেবা ।

দার্জিলিং, 29 এপ্রিল : কোরোনা সংক্রমণের ভয়ে অন্যান্য রোগীরা হাসপাতালে আসছেন না । ফলে তাঁদের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে । তাই তাঁদের পরিষেবা দিতে বিশেষ উদ্যোগ নিল দার্জিলিং প্রশাসন । এবার থেকে বিভিন্ন এলাকায় ঘুরে পরিষেবা দেবে মেডিকেল টিম । GTA চেয়ারম্যান অনিত থাপা এই নিয়ে বৈঠকও করেছেন ।

কোরোনা সংক্রমণের হাত থেকে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী কেউই রেহাই পাননি । ফলে মানুষের মনে আতঙ্ক আরও বেড়ে গেছে । তাই সংক্রমণের ভয়ে অন্যান্য রোগে আক্রান্তরা হাসপাতালে আসছেন না । ব্যাঘাত ঘটছে তাঁদের চিকিৎসায় । আবার লকডাউনের ফলে কিছু ক্ষেত্রে অনেক রোগীর কাছে পর্যাপ্ত ওষুধও নেই । এইসব সমস্যার কথা মাথায় রেখেই দার্জিলিঙের বিভিন্ন এলাকায় মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিল দার্জিলিং প্রশাসন । এই নিয়ে ইতিমধ্যে বৈঠকও করেছেন GTA চেয়ারম্যান ।

অনিত থাপা জানান, এক সমীক্ষায় দেখা গেছে কোরোনার ভয়ে প্রায় 70 শতাংশ অন্যান্য রোগী হাসপাতালে আসছেন না । তাই ওই রোগীদের পরিষেবা দিতে বাড়ি বাড়ি যাবে মেডিকেলে টিম । সঞ্জীবনী স্বাস্থ্য সেবা কর্মসূচির মাধ্যমে মিলবে এই পরিষেবা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.