ETV Bharat / state

Shantanu on Kaliaganj Incident: অপরাধ বাংলার নিত্যদিনের ঘটনা, কালিয়াগঞ্জ নিয়ে মন্তব্য শান্তনু ঠাকুরের

author img

By

Published : Apr 22, 2023, 7:43 PM IST

বাংলায় অপরাধ এখন রোজকার ঘটনা ৷ এমনই বিতর্কিত মন্তব্য শান্তনু ঠাকুরের ৷ কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

Shantanu on Kaliaganj Incident ETV BHARAT
Shantanu on Kaliaganj Incident
কালিয়াগঞ্জ নিয়ে রাজ্য সরকারকে নিশানা শান্তনু ঠাকুরের

দার্জিলিং, 22 এপ্রিল: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে শিশু চুরির ঘটনায় বিস্ফোরক কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তাঁর দাবি, এই ধরনের অপরাধ বাংলায় নিত্যদিনের ঘটনা ৷ সরকারে পরিবর্তন না-এলে, এই ধরনের ঘটনা ঘটবে বলে মন্তব্য করেন তিনি ৷

শনিবার শিলিগুড়িতে জি-20’র একটি বৈঠকে যোগ দিতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ সেখানে যোগ দিতে শিলিগুড়ি পৌঁছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তিনি ৷ উল্লেখ্য, কালিয়াগঞ্জে নাবালিকার ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় আজও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ৷ আজ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যে এসেছে ৷ এই সব নিয়ে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল এদিন মন্তব্য করেছে, পশ্চিমবঙ্গ শিশুদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কাননুগো ৷

এদিন শান্তনু ঠাকুর কালিয়াগঞ্জ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে বলেন, ‘‘বাংলায় এগুলো এখন নিত্যদিনের ঘটনা ৷ যতদিন পর্যন্ত না রাজ্যের সরকার পরিবর্তন হবে ৷ ততদিন এই ধরনের ঘটনা ঘটে যে চলবে, সেটা স্বাভাবিক ৷’’ তাঁর কথায়, আগে রাজ্যে শিশুপাচারের মতো ঘটনা ঘটত না ৷ সেটাই এখন বাংলায় ঘটছে ৷ তিনি অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছেন ৷

আরও পড়ুন: ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ ! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পালটা ফাটানো হল কাঁদানে গ্যাস

কালিয়াগঞ্জের ঘটনায় শনিবার ফের একবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে এলাকা ৷ এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ সুকান্ত এলাকা ছেড়ে বেরোতেই গ্রামবাসীরা নির্যাতিতার বাড়ির দিকে যায় ৷ কিন্তু, পুলিশ পথে তাদের আটকে দেয় ৷ পালটা পুলিশের উপর গ্রামবাসীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ পরিস্থিতি হঠাৎই অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ কিন্তু, এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি ৷ দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ এরপর পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ এ দিনও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ৷

কালিয়াগঞ্জ নিয়ে রাজ্য সরকারকে নিশানা শান্তনু ঠাকুরের

দার্জিলিং, 22 এপ্রিল: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে শিশু চুরির ঘটনায় বিস্ফোরক কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তাঁর দাবি, এই ধরনের অপরাধ বাংলায় নিত্যদিনের ঘটনা ৷ সরকারে পরিবর্তন না-এলে, এই ধরনের ঘটনা ঘটবে বলে মন্তব্য করেন তিনি ৷

শনিবার শিলিগুড়িতে জি-20’র একটি বৈঠকে যোগ দিতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ সেখানে যোগ দিতে শিলিগুড়ি পৌঁছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তিনি ৷ উল্লেখ্য, কালিয়াগঞ্জে নাবালিকার ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় আজও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ৷ আজ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যে এসেছে ৷ এই সব নিয়ে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল এদিন মন্তব্য করেছে, পশ্চিমবঙ্গ শিশুদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কাননুগো ৷

এদিন শান্তনু ঠাকুর কালিয়াগঞ্জ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে বলেন, ‘‘বাংলায় এগুলো এখন নিত্যদিনের ঘটনা ৷ যতদিন পর্যন্ত না রাজ্যের সরকার পরিবর্তন হবে ৷ ততদিন এই ধরনের ঘটনা ঘটে যে চলবে, সেটা স্বাভাবিক ৷’’ তাঁর কথায়, আগে রাজ্যে শিশুপাচারের মতো ঘটনা ঘটত না ৷ সেটাই এখন বাংলায় ঘটছে ৷ তিনি অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছেন ৷

আরও পড়ুন: ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ ! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পালটা ফাটানো হল কাঁদানে গ্যাস

কালিয়াগঞ্জের ঘটনায় শনিবার ফের একবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে এলাকা ৷ এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ সুকান্ত এলাকা ছেড়ে বেরোতেই গ্রামবাসীরা নির্যাতিতার বাড়ির দিকে যায় ৷ কিন্তু, পুলিশ পথে তাদের আটকে দেয় ৷ পালটা পুলিশের উপর গ্রামবাসীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ পরিস্থিতি হঠাৎই অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ কিন্তু, এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি ৷ দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ এরপর পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ এ দিনও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.