ETV Bharat / state

নকশালবাড়িতে করোনা সংক্রমিত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে । তার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি । রিপোর্ট আসার পর শুক্রবার সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা । খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ পৌঁছয় ।

নকশালবাড়িতে করোনা সংক্রমিত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার
নকশালবাড়িতে করোনা সংক্রমিত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Apr 30, 2021, 4:15 PM IST

Updated : Apr 30, 2021, 5:27 PM IST

শিলিগুড়ি, 30 এপ্রিল : করোনা সংক্রমিত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার । ঘটবায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের রাঙাপানিতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব‍্যক্তির নাম রিন্টু পাল (31) । মৃত ব‍্যক্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যাম্বুল্যান্সের চালক হিসেবে কাজ করতেন ৷

নকশালবাড়িতে করোনা সংক্রমিত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে । তার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি । রিপোর্ট আসার পর শুক্রবার সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা । খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ পৌঁছয় ।

আরও পড়ুন : মাস্ক বিলি মেদিনীপুর ও খড়্গপুরের দুই বিজেপি প্রার্থীর

মৃতের বাবা রতন পাল জানান, গতকাল রাতে ফুলবাড়ি ব‍্যারেজে আত্মহত্যার চেষ্টা করেন তাঁর ছেলে । কোনওক্রমে বেঁচে যান । করোনার চিকিৎসার জন‍্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেড পাওয়া যায়নি । আজ সকালে গলায় ফাঁস লাগায় । মৃতের তিন বছরের একটি শিশু রয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : এবার ভারতের পাশে বাংলাদেশ, করোনা মোকাবিলায় ওষুধ পাঠাচ্ছে হাসিনার সরকার

শিলিগুড়ি, 30 এপ্রিল : করোনা সংক্রমিত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার । ঘটবায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের রাঙাপানিতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব‍্যক্তির নাম রিন্টু পাল (31) । মৃত ব‍্যক্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যাম্বুল্যান্সের চালক হিসেবে কাজ করতেন ৷

নকশালবাড়িতে করোনা সংক্রমিত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে । তার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি । রিপোর্ট আসার পর শুক্রবার সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা । খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ পৌঁছয় ।

আরও পড়ুন : মাস্ক বিলি মেদিনীপুর ও খড়্গপুরের দুই বিজেপি প্রার্থীর

মৃতের বাবা রতন পাল জানান, গতকাল রাতে ফুলবাড়ি ব‍্যারেজে আত্মহত্যার চেষ্টা করেন তাঁর ছেলে । কোনওক্রমে বেঁচে যান । করোনার চিকিৎসার জন‍্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেড পাওয়া যায়নি । আজ সকালে গলায় ফাঁস লাগায় । মৃতের তিন বছরের একটি শিশু রয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : এবার ভারতের পাশে বাংলাদেশ, করোনা মোকাবিলায় ওষুধ পাঠাচ্ছে হাসিনার সরকার

Last Updated : Apr 30, 2021, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.