ETV Bharat / state

বন্যপ্রাণ সচেতনতায় বাইকে বিদেশে পাড়ি দম্পতির - বন্যপ্রাণ সংরক্ষণ

এই দম্পতি প্রথম প্র্যাকটিস রাইডে যান রাজস্থানে। ৬০০০ কিলোমিটার সেই টুরের পর এবার স্ত্রীকে নিয়ে প্রায় আশি হাজার কিলোমিটার ভ্রমণ করবেন রথীন্দ্রনাথবাবু। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাঁদের যাত্রা। ১৫ ফেব্রুয়ারি সল্টলেক থেকেই যাত্রা শুরু করেছেন তাঁরা। সব পরিকল্পনা মাফিক চললে এই টুর শেষ হবে ২০২০ সালে।

bike rider
author img

By

Published : Mar 5, 2019, 3:14 PM IST

শিলিগুড়ি, ৫ মার্চ : বন্যপ্রাণ সংরক্ষণের অভিনব প্রচেষ্টায় বাঙালি দম্পতি রথীন্দ্রনাথ দাস ও তাঁর স্ত্রী গীতাঞ্জলি দাস। ভারতের প্রায় সমস্ত বাঘ সংরক্ষণ এলাকা এবং মোট ১৩টি দেশে বন্যপ্রাণ সচেতনতা বাড়াতে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন এই দম্পতি।

কী ভাবে স্ত্রীর সঙ্গে আলাপ এবং কী ভাবে একসঙ্গে প্রচারে বেরোনোর সিদ্ধান্ত? জানতে চাওয়া হলে রথীন্দ্রনাথবাবু বলেন, "২০১৭ সালে একটি সোশাল মিডিয়ায় পরিচয় হয় গীতাঞ্জলির সাথে।" রথীন্দ্রনাথবাবুর কাছে বিয়ে বা সংসার বলতে এক ছাদের নিচে থাকা নয়। তাঁর ইচ্ছে, স্ত্রীকে নিয়ে বাইকে সওয়ার হয়ে ছুটবেন নানা দেশে। আর রথীন্দ্রনাথবাবুর সেই প্রস্তাবে রাজিও হয়ে যান গীতাঞ্জলি।

বিয়ের পর এই দম্পতি প্রথম প্র্যাকটিস রাইডে যান রাজস্থানে। ৬০০০ কিলোমিটার সেই টুরের পর এবার স্ত্রীকে নিয়ে প্রায় আশি হাজার কিলোমিটার ভ্রমণ করবেন রথীন্দ্রনাথবাবু। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাঁদের যাত্রা। ১৫ ফেব্রুয়ারি সল্টলেক থেকেই যাত্রা শুরু করেছেন তাঁরা। সব পরিকল্পনা মাফিক চললে এই টুর শেষ হবে ২০২০ সালে।

রথীন্দ্রনাথবাবু জানান, "আগে অসমের মানস অভয়ারণ্যে একটি প্রজেক্টে কাজ করতাম। বন্যপ্রাণের প্রতি ভালোবাসা আর অ্যাডভেঞ্চারের নেশায় চাকরি ছেড়ে দিই। এইটা আমার চতুর্থ টুর।" তিনি আরও জানান, "দেশের সমস্ত বাঘ সংরক্ষণ এলাকা ছাড়াও লাওস, ভিয়েতনাম, চিন, রাশিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশে, থাইল্যান্ড, মালেশিয়া ও মায়ানমারে যাব। আমাদের এই টুরের নাম জার্নি ফর টাইগার। আমরা সচেতনতা বৃদ্ধির বার্তা নিয়েই যাচ্ছি। অভয়ারণ্য এলাকার স্কুলগুলিতে ছোটোদের কাছে বাঘ ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে প্রচার করব।"

undefined

এপ্রসঙ্গে গীতাঞ্জলিদেবী জানান, "আমার এই টুরে ক্লান্তি নেই। স্বামীর কাছেই সব শিখেছি। এখন দু'জনে মিলে প্রচারে বেরিয়েছি। আমাদের নিজেদের স্বার্থেই বন্যপ্রাণকে বাঁচানো প্রয়োজন। তাই দেশ দেশান্তরে ছুটে চলেছি আমরা।"

শিলিগুড়ি, ৫ মার্চ : বন্যপ্রাণ সংরক্ষণের অভিনব প্রচেষ্টায় বাঙালি দম্পতি রথীন্দ্রনাথ দাস ও তাঁর স্ত্রী গীতাঞ্জলি দাস। ভারতের প্রায় সমস্ত বাঘ সংরক্ষণ এলাকা এবং মোট ১৩টি দেশে বন্যপ্রাণ সচেতনতা বাড়াতে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন এই দম্পতি।

কী ভাবে স্ত্রীর সঙ্গে আলাপ এবং কী ভাবে একসঙ্গে প্রচারে বেরোনোর সিদ্ধান্ত? জানতে চাওয়া হলে রথীন্দ্রনাথবাবু বলেন, "২০১৭ সালে একটি সোশাল মিডিয়ায় পরিচয় হয় গীতাঞ্জলির সাথে।" রথীন্দ্রনাথবাবুর কাছে বিয়ে বা সংসার বলতে এক ছাদের নিচে থাকা নয়। তাঁর ইচ্ছে, স্ত্রীকে নিয়ে বাইকে সওয়ার হয়ে ছুটবেন নানা দেশে। আর রথীন্দ্রনাথবাবুর সেই প্রস্তাবে রাজিও হয়ে যান গীতাঞ্জলি।

বিয়ের পর এই দম্পতি প্রথম প্র্যাকটিস রাইডে যান রাজস্থানে। ৬০০০ কিলোমিটার সেই টুরের পর এবার স্ত্রীকে নিয়ে প্রায় আশি হাজার কিলোমিটার ভ্রমণ করবেন রথীন্দ্রনাথবাবু। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাঁদের যাত্রা। ১৫ ফেব্রুয়ারি সল্টলেক থেকেই যাত্রা শুরু করেছেন তাঁরা। সব পরিকল্পনা মাফিক চললে এই টুর শেষ হবে ২০২০ সালে।

রথীন্দ্রনাথবাবু জানান, "আগে অসমের মানস অভয়ারণ্যে একটি প্রজেক্টে কাজ করতাম। বন্যপ্রাণের প্রতি ভালোবাসা আর অ্যাডভেঞ্চারের নেশায় চাকরি ছেড়ে দিই। এইটা আমার চতুর্থ টুর।" তিনি আরও জানান, "দেশের সমস্ত বাঘ সংরক্ষণ এলাকা ছাড়াও লাওস, ভিয়েতনাম, চিন, রাশিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশে, থাইল্যান্ড, মালেশিয়া ও মায়ানমারে যাব। আমাদের এই টুরের নাম জার্নি ফর টাইগার। আমরা সচেতনতা বৃদ্ধির বার্তা নিয়েই যাচ্ছি। অভয়ারণ্য এলাকার স্কুলগুলিতে ছোটোদের কাছে বাঘ ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে প্রচার করব।"

undefined

এপ্রসঙ্গে গীতাঞ্জলিদেবী জানান, "আমার এই টুরে ক্লান্তি নেই। স্বামীর কাছেই সব শিখেছি। এখন দু'জনে মিলে প্রচারে বেরিয়েছি। আমাদের নিজেদের স্বার্থেই বন্যপ্রাণকে বাঁচানো প্রয়োজন। তাই দেশ দেশান্তরে ছুটে চলেছি আমরা।"

Intro:স্ত্রীকে নিয়ে বন্যপ্রান সচেতনতায় দেশ দেশান্তরে বাঙালি দম্পতি

শিলিগুড়ি, 4 ফেব্রুয়ারি ঃ ভারতের সমস্ত টাইগার রিসার্ভ এলাকা ছাড়াও মোট 13টি দেশে বন্যপ্রান নিয়ে সচেতনতা বাড়াতে বাইকে ভ্রমনে বেরোলেন সল্টলেকের বাসিন্দা রথীন্দ্রনাথ দাস ও তার স্ত্রী গীতাঞ্জলি দাস।

রথীন্দ্রনাথ দাস জানান, আগে আসামে মানস অভয়ারণ্যে একটি প্রজেক্টে কাজ করতাম। বন্যপ্রানের প্রতি ভালোবাসা আর আডভেঞ্চারের নেশায় চাকরি ছেড়ে দেই। এটা আমার চতুর্থ ট্যুর। দেশের সমস্ত টাইগার রিসার্ভ এলাকা ছাড়াও লাওস, ভিয়েতনাম, চীন ছাড়াও রাশিয়, নেপাল ও ভূটান, বাংলাদেশে, থাইল্যান্ড, মালেশিয়া ও মায়ানমারে যাব। আমাদের এই ট্যুরের নাম জার্নি ফর টাইগার। আমরা সচেতনতার বার্তা নিয়েই যাচ্ছি। অভয়ারন্য এলাকায় স্কুলগুলিতে ছোটদের কাছে বাঘ ও বন্যপ্রান সংরক্ষন নিয়ে প্রচার করব।

2017 সালে ফেসবুকেই পরিচয় হয় গীতাঞ্জলির সাথে। শর্ত দিয়েছিলেন বিয়ে বা সংসার বলতে এক ছাদের নিচে থাকা নয়, বরং স্ত্রীকে নিয়েই বাইকে সওয়ার হয়ে ছুটবেন নানা দেশে। রাজি হয়ে যান গীতাঞ্জলি। বিয়ের পর স্ত্রীকে নিয়ে প্রাকটিস রাইডে দম্পতি গিয়েছিলেন রাজস্থান। 6000 কিলোমিটার সেই ট্যুরের পর এবার স্ত্রীকে নিয়েই প্রায় আশি হাজার কিলোমিটার ভ্রমন করবেন রথীন্দ্রনাথ। গত 15 ফেব্রুয়ারি সল্টলেক থেকে যাত্রা শুরু করেছেন তারা। ট্যুর শেষ হবে আগামি 2020 সালে।
স্ত্রী গীতাঞ্জলি জানান, ক্লান্তি নেই। সবামীর কাছেই সব শিখেছি। এখন দুজনে মিলে প্রচারে বেরিয়েছি। আমাদের নিজেদের সবার্থেই বন্যপ্রানকে বাচানো প্রয়োজন। তাই দেশ দেশান্তরে ছুটছি আমরা।Body:.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.