ETV Bharat / state

কোরোনা সন্দেহে দার্জিলিং থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো দু'জনকে নিয়ে জল্পনা - corona affected in darjeeling

কোরোনা আক্রান্ত সন্দেহে দার্জিলিং থেকে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হল দু'জনকে । পাহাড়ে জল্পনা বাড়ছে বিষয়টি নিয়ে ।

corona
কোরোনা
author img

By

Published : Apr 10, 2020, 9:56 AM IST

Updated : Apr 10, 2020, 2:34 PM IST

দার্জিলিং, 10 এপ্রিল: কালিম্পঙের পর এবার দার্জিলিং পাহাড়ের পালা ? কোরোনা নিয়ে চিন্তার ভাঁজ এখন দার্জিলিং পাহাড়ের বাসিন্দাদের মধ্যে । কোরোনার উপসর্গ নিয়ে 8 এপ্রিল দু'জনকে দার্জিলিং থেকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে । তাঁদের দু'জনকেই আইসোলেশনে রাখা হয়েছে । সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং গতকাল বলেন, "ওই দুইজনের রিপোর্ট নেগেটিভ আসুক এটাই চাই । তবে রিপোর্টের বিষয়টি স্বাস্থ্য দপ্তরই চূড়ান্ত করবে । দার্জিলিং পাহাড়ে কোয়ারান্টাইন ও আইসোলেশন সেন্টার গুলিয়ে ফেলছেন বাসিন্দারা । দু'টি এক জিনিস নয় । কোয়ারান্টাইন সেন্টার নিয়ে ভয় পাওয়ার কারণ নেই । কারও কোরোনা পজ়িটিভ বা উপসর্গ থাকলে শিলিগুড়িতে আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে । পাহাড়ে কোনও আইসোলেশন সেন্টার নেই ।"

উত্তরবঙ্গে প্রথম কোরোনা পজ়িটিভের হদিশ মেলে কালিম্পঙে । পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে তাঁর মৃত্যু হয় । ওই মহিলার সংস্পর্শে আসা বেশ কয়েকজন ইতিমধ্যেই কোরোনা পজ়িটিভ । কালিম্পঙের পর এবার কি দার্জিলিং পাহাড় থেকে কোরোনা পজ়িটিভ মিলতে পারে? দার্জিলিং থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে রাখা ওই দু'জনকে নিয়ে জল্পনা বাড়ছে । তবে বাসিন্দারা চাইছেন রিপোর্টে কোরোনা নেগেটিভ আসুক ওই দু'জনের ।

দার্জিলিং, 10 এপ্রিল: কালিম্পঙের পর এবার দার্জিলিং পাহাড়ের পালা ? কোরোনা নিয়ে চিন্তার ভাঁজ এখন দার্জিলিং পাহাড়ের বাসিন্দাদের মধ্যে । কোরোনার উপসর্গ নিয়ে 8 এপ্রিল দু'জনকে দার্জিলিং থেকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে । তাঁদের দু'জনকেই আইসোলেশনে রাখা হয়েছে । সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং গতকাল বলেন, "ওই দুইজনের রিপোর্ট নেগেটিভ আসুক এটাই চাই । তবে রিপোর্টের বিষয়টি স্বাস্থ্য দপ্তরই চূড়ান্ত করবে । দার্জিলিং পাহাড়ে কোয়ারান্টাইন ও আইসোলেশন সেন্টার গুলিয়ে ফেলছেন বাসিন্দারা । দু'টি এক জিনিস নয় । কোয়ারান্টাইন সেন্টার নিয়ে ভয় পাওয়ার কারণ নেই । কারও কোরোনা পজ়িটিভ বা উপসর্গ থাকলে শিলিগুড়িতে আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে । পাহাড়ে কোনও আইসোলেশন সেন্টার নেই ।"

উত্তরবঙ্গে প্রথম কোরোনা পজ়িটিভের হদিশ মেলে কালিম্পঙে । পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে তাঁর মৃত্যু হয় । ওই মহিলার সংস্পর্শে আসা বেশ কয়েকজন ইতিমধ্যেই কোরোনা পজ়িটিভ । কালিম্পঙের পর এবার কি দার্জিলিং পাহাড় থেকে কোরোনা পজ়িটিভ মিলতে পারে? দার্জিলিং থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে রাখা ওই দু'জনকে নিয়ে জল্পনা বাড়ছে । তবে বাসিন্দারা চাইছেন রিপোর্টে কোরোনা নেগেটিভ আসুক ওই দু'জনের ।

Last Updated : Apr 10, 2020, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.