দার্জিলিং, 17 মার্চ : দার্জিলিং পাহাড়ের সবথেকে বড় অর্কিড হাউজ় মংপু । কোরোনা ভাইরাস আতঙ্কে সেই অর্কিড হাউজ়ও এখন শুনশান ৷ এক সপ্তাহে এখানে পর্যটকের সংখ্যা হাতেগোনা দু'চার-জন । কার্যত পর্যটকশূন্য পাহাড় ৷
অর্কিড হাউজ়ের এক কর্মী জানিয়েছেন, ‘‘ভরা মরশুমে এখানে দিনে 300 থেকে 400 পর্যটকের ভিড় জমে । মরশুম ছাড়াও এখানে শতাধিক পর্যটক আসেন । দার্জিলিং পাহাড়ে সবথেকে বড় অর্কিড হাউজ় এটিই । কিন্তু, এখানে এখন বেশ কয়েকদিন ধরে পর্যটক নেই। কোনও কোনও দিন হাতেগোনা দু'চারজন দেখা যায় মাত্র । তাঁরা সকলেই ভারতীয় ৷’’
এদিকে আজ থেকে টাইগার হিলে পর্যটদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । স্বভাবতই এখন কার্যত পর্যটকশূন্য দার্জিলিং পাহাড় । কোরোনা আতঙ্কে ক্ষতিগ্রস্ত পাহাড়ের পর্যটন শিল্প ৷