ETV Bharat / state

দার্জিলিং ও কালিম্পঙে কোরোনা আক্রান্ত 39 - corona infected 39 in darjeeling

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে চিন্তায় প্রশাসন ।

corona
দার্জিলিঙ ও কালিম্পঙে কোরোনা আক্রান্ত
author img

By

Published : Jun 10, 2020, 11:24 PM IST

দার্জিলিং , 10 জুন : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোরোনা সংক্রমিতর সংখ্যা বেড়েই চলেছে। একই পরিস্থিতি শিলিগুড়ি পৌরনিগম এলাকাতেও। সব মিলিয়ে দার্জিলিং ও কালিম্পং জেলায় 24 ঘণ্টায় 39 জন নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছেন। কালিম্পঙে একজন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে শিলিগুড়ি কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেলেন 16 জন করোনা সংক্রমিত। তার মধ্যে তিন জন চিকিৎসক।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন জন চিকিৎসক সহ চার জন করে নার্স এবং স্বাস্থ্য কর্মী বুধবার নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছেন। মোট 11 জন আজ কোরোনা সংক্রমিত হলেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের 24 জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী কোরোনা সংক্রমিত হয়েছেন।

শিলিগুড়িতে পৌরনিগম এলাকায় কোরোনা আক্রান্ত 16। এর মধ্যে 7 জন এমন আক্রান্ত আছেন যাঁদের পরিবারে ইতিমধ্যেই কেউ না কেউ আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আক্রান্তদের সংস্পর্শে এসেই তাঁরা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চম্পাসারিতে একই পরিবারের 5 জন আক্রান্ত হয়েছেন। এছাড়া 3 এবং 1 নম্বর ওয়ার্ডে আরও দুই আক্রান্তের পরিবারের দুজন সদস্য কোরোনা আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে শিলিগুড়ি পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 9 জন। এর মধ্যে 43 নম্বর ওয়ার্ডে একই পরিবারের ৩ জন আক্রান্ত হয়েছেন। 45 নম্বর ওয়ার্ডেও 1 আক্রান্তের খোঁজ মিলেছে। এর পাশাপাশি পৌরনিগমের 7 এবং 8 নম্বর ওয়ার্ডে আরো দুজন আক্রান্তের খোজ মিলেছে। আরো তিন আক্রান্তের বাড়ি কোথায় তা খতিয়ে দেখছে স্বাস্থ্যবিভাগের কনট্যাক্ট ট্রেসিং শাখা।


পাশাপাশি কাওয়াখালি কোভিড হাসপাতালে মটিগাড়ার ছয় জন সংক্রমিত হয়ে আজ ভরতি হন। কালিম্পঙের রম্ভি রং বস্তির একজন ও কার্শিয়াংয়ের মালুটারের তিন হরিয়ানা ফেরত যুবক, দার্জিলিঙের টুঙ্গৈরি গাও এবং শিবমন্দিরের এক বাসিন্দা সংক্রমিত হয়ে মাটিগাড়ার কোভিড হাসপাতালে আজ ভরতি হয়েছেন।

দার্জিলিং , 10 জুন : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোরোনা সংক্রমিতর সংখ্যা বেড়েই চলেছে। একই পরিস্থিতি শিলিগুড়ি পৌরনিগম এলাকাতেও। সব মিলিয়ে দার্জিলিং ও কালিম্পং জেলায় 24 ঘণ্টায় 39 জন নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছেন। কালিম্পঙে একজন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে শিলিগুড়ি কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেলেন 16 জন করোনা সংক্রমিত। তার মধ্যে তিন জন চিকিৎসক।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন জন চিকিৎসক সহ চার জন করে নার্স এবং স্বাস্থ্য কর্মী বুধবার নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছেন। মোট 11 জন আজ কোরোনা সংক্রমিত হলেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের 24 জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী কোরোনা সংক্রমিত হয়েছেন।

শিলিগুড়িতে পৌরনিগম এলাকায় কোরোনা আক্রান্ত 16। এর মধ্যে 7 জন এমন আক্রান্ত আছেন যাঁদের পরিবারে ইতিমধ্যেই কেউ না কেউ আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আক্রান্তদের সংস্পর্শে এসেই তাঁরা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চম্পাসারিতে একই পরিবারের 5 জন আক্রান্ত হয়েছেন। এছাড়া 3 এবং 1 নম্বর ওয়ার্ডে আরও দুই আক্রান্তের পরিবারের দুজন সদস্য কোরোনা আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে শিলিগুড়ি পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 9 জন। এর মধ্যে 43 নম্বর ওয়ার্ডে একই পরিবারের ৩ জন আক্রান্ত হয়েছেন। 45 নম্বর ওয়ার্ডেও 1 আক্রান্তের খোঁজ মিলেছে। এর পাশাপাশি পৌরনিগমের 7 এবং 8 নম্বর ওয়ার্ডে আরো দুজন আক্রান্তের খোজ মিলেছে। আরো তিন আক্রান্তের বাড়ি কোথায় তা খতিয়ে দেখছে স্বাস্থ্যবিভাগের কনট্যাক্ট ট্রেসিং শাখা।


পাশাপাশি কাওয়াখালি কোভিড হাসপাতালে মটিগাড়ার ছয় জন সংক্রমিত হয়ে আজ ভরতি হন। কালিম্পঙের রম্ভি রং বস্তির একজন ও কার্শিয়াংয়ের মালুটারের তিন হরিয়ানা ফেরত যুবক, দার্জিলিঙের টুঙ্গৈরি গাও এবং শিবমন্দিরের এক বাসিন্দা সংক্রমিত হয়ে মাটিগাড়ার কোভিড হাসপাতালে আজ ভরতি হয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.