শিলিগুড়ি, 20 এপ্রিল : কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও পৌঁছাল কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিশেষ বিমানে আজ বিকেলে দলটি বাগডোগরা বিমানবন্দরে নামে । পাঁচ সদস্যের এই দল ইতিমধ্যেই রানিডাঙা SSB ক্যাম্পাস পরিদর্শন করেছে ।
কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে আগেই টুইটে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । বলছিলেন, কোথাও না কোথাও এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করছে ৷ এরপর প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও পাঠান তিনি । চিঠিতে লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনের আগেই কেন্দ্রের প্রতিনিধি দল চলে আসে কলকাতায় ৷ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি পাঠানোর বিষয়টি রাজ্য যে ভালোভাবে নিচ্ছে না, সেটাও বুঝিয়ে দেন মমতা।
এদিকে সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যসচিব রাজীব সিনহাও ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় প্রতিনিধি দল ঠিক কী কারণে রাজ্যে এসেছে, তা স্পষ্ট নয় । কারণ স্পষ্ট না করলে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যে ঘুরতে দেব না ।" এর মাঝেই আজ বাগডোগরা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ।
আগামীকাল জলপাইগুড়ি ও কালিম্পং যাওয়ার সম্ভাবনা রয়েছে এই দলের । পাশাপাশি শিলিগুড়িতেও একাধিক এলাকায় যেতে পারেন ওই দলের সদস্যরা।