ETV Bharat / state

আর অবহেলিত নয়, উত্তরবঙ্গও এখন দক্ষিণের সঙ্গে সমানভাবে এগোচ্ছে; শিলিগুড়িতে বার্তা মুখ্যমন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata at Siliguri: উত্তরবঙ্গ আর অবহেলিত নেই ৷ বরং উত্তরবঙ্গও এখন দক্ষিণবঙ্গের সঙ্গে সমানভাবে এগিয়ে চলছে ৷ শিলিগুড়ির সরকারি অনুষ্ঠান থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata at Siliguri
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 4:12 PM IST

Updated : Dec 12, 2023, 5:47 PM IST

শিলিগুড়িতে উত্তরবঙ্গ নিয়ে একতার বার্তা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, 12 ডিসেম্বর: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ আলাদা নয় । উত্তরবঙ্গ বঞ্চিত নয় । উত্তরবঙ্গ অবহেলিত নয় । সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে একতার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বারবার বিরোধী রাজনৈতিক দলের নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী ও বিধায়কদের গলায় কখনও উঠেছে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি, আবার কখনও উঠে এসেছে বঞ্চনার সুর । সেই সবকিছু মোকাবিলায় এ বার শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, উত্তরবঙ্গ আজ উন্নত শির ৷

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে রাজ্যজুড়ে কৃষকবন্ধু ও সবুজসাথী প্রকল্পের নবম পর্যায়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী । আর সেই মঞ্চ থেকেই এ দিন উত্তরবঙ্গ যে কোনও অংশে দক্ষিণবঙ্গ থেকে পিছিয়ে নেই সেই বার্তা দেন তিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকে উত্তরবঙ্গে কত ব্যবসা শিল্প গড়ে উঠেছে । আজ উত্তরবঙ্গ আর অবহেলিত নয় । উত্তরবঙ্গ আজ উন্নত । উত্তরবঙ্গ আজ উন্নত শিরে দাঁড়িয়ে আছে । উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবাই এগিয়ে চলেছে । প্রাণের টানে, শিকড়ের সন্ধানে, বিশ্বজনীন হওয়ার জন্য ।"

এ দিন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের 8 হাজার 776টি সরকারি স্কুলের 12 লক্ষ 24 হাজার পড়ুয়াদের সবুজসাথী প্রকল্পের সাইকেল বিতরণের সূচনা করেন । তার জন্য রাজ্যের খরচ হয়েছে 500 কোটি টাকা । 15 জানুয়ারির মধ্যে সেই সাইকেল প্রদানের প্রক্রিয়া শেষ করা হবে । এখনও পর্যন্ত কোটি 15 লক্ষ পড়ুয়াকে সাইকেল প্রদান করা হয়েছে । কৃষকবন্ধু প্রকল্পের অধীনে রবি মরশুমের জন্য 1 কোটি 1 লক্ষ কৃষককে মোট 2 হাজার 806 কোটি টাকার আর্থিক সহায়তা দেন মুখ্যমন্ত্রী । খারিফ মরশুমে 1 কোটি 1 লক্ষ কৃষককে 2 হাজার 764 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে । চলতি বছরে 5 হাজার 570 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । বিভিন্ন প্রকল্পে 17 হাজার 181 কোটি টাকা প্রদান করা হয়েছে । রাজ্যের আর্থিক সহায়তার কারণে কৃষকদের সংখ্যা 39 লক্ষ থেকে বেড়ে 1 কোটি 1 লক্ষ হয়েছে । চলতি বছরে এক হাজার মৃত কৃষক পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ।

এ দিনের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির 1 হাজার 149 কোটি টাকার 47টি প্রকল্পের সূচনা করেন । পাশাপাশি 28 কোটি 12 লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । এর মধ্যে বড় প্রকল্প বলতে 511 কোটি টাকার শিলিগুড়ি পৌরনিগম এলাকায় পানীয় জলের প্রকল্প, 258 কোটি টাকার শিলিগুড়িতে আন্ডারগ্রাউন্ড কেবলিং সিস্টেম, 225 কোটি টাকার মহানন্দা - বালাসনে এসটিপি ট্রিটমেন্ট প্লান্ট এবং 100 কোটি টাকার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্যানসার কেয়ার হাসপাতালের শিলান্যাস করেন তিনি ।

আরও পড়ুন:

  1. রাজনীতি কম, উন্নতি বেশি করি ! প্রধানমন্ত্রীকে বলব আমাদের টাকা ফিরিয়ে দাও: মমতা
  2. দুর্নীতিতে জড়াচ্ছেন ভূমি দফতরের বিএলআরও-ডিএলআরওরা, সরকারি মঞ্চ থেকে অভিযোগ মমতার
  3. মমতার দিল্লি সফরের আগে বকেয়া আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে নয়া স্লোগান তৃণমূলের

শিলিগুড়িতে উত্তরবঙ্গ নিয়ে একতার বার্তা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, 12 ডিসেম্বর: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ আলাদা নয় । উত্তরবঙ্গ বঞ্চিত নয় । উত্তরবঙ্গ অবহেলিত নয় । সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে একতার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বারবার বিরোধী রাজনৈতিক দলের নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী ও বিধায়কদের গলায় কখনও উঠেছে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি, আবার কখনও উঠে এসেছে বঞ্চনার সুর । সেই সবকিছু মোকাবিলায় এ বার শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, উত্তরবঙ্গ আজ উন্নত শির ৷

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে রাজ্যজুড়ে কৃষকবন্ধু ও সবুজসাথী প্রকল্পের নবম পর্যায়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী । আর সেই মঞ্চ থেকেই এ দিন উত্তরবঙ্গ যে কোনও অংশে দক্ষিণবঙ্গ থেকে পিছিয়ে নেই সেই বার্তা দেন তিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকে উত্তরবঙ্গে কত ব্যবসা শিল্প গড়ে উঠেছে । আজ উত্তরবঙ্গ আর অবহেলিত নয় । উত্তরবঙ্গ আজ উন্নত । উত্তরবঙ্গ আজ উন্নত শিরে দাঁড়িয়ে আছে । উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবাই এগিয়ে চলেছে । প্রাণের টানে, শিকড়ের সন্ধানে, বিশ্বজনীন হওয়ার জন্য ।"

এ দিন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের 8 হাজার 776টি সরকারি স্কুলের 12 লক্ষ 24 হাজার পড়ুয়াদের সবুজসাথী প্রকল্পের সাইকেল বিতরণের সূচনা করেন । তার জন্য রাজ্যের খরচ হয়েছে 500 কোটি টাকা । 15 জানুয়ারির মধ্যে সেই সাইকেল প্রদানের প্রক্রিয়া শেষ করা হবে । এখনও পর্যন্ত কোটি 15 লক্ষ পড়ুয়াকে সাইকেল প্রদান করা হয়েছে । কৃষকবন্ধু প্রকল্পের অধীনে রবি মরশুমের জন্য 1 কোটি 1 লক্ষ কৃষককে মোট 2 হাজার 806 কোটি টাকার আর্থিক সহায়তা দেন মুখ্যমন্ত্রী । খারিফ মরশুমে 1 কোটি 1 লক্ষ কৃষককে 2 হাজার 764 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে । চলতি বছরে 5 হাজার 570 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । বিভিন্ন প্রকল্পে 17 হাজার 181 কোটি টাকা প্রদান করা হয়েছে । রাজ্যের আর্থিক সহায়তার কারণে কৃষকদের সংখ্যা 39 লক্ষ থেকে বেড়ে 1 কোটি 1 লক্ষ হয়েছে । চলতি বছরে এক হাজার মৃত কৃষক পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ।

এ দিনের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির 1 হাজার 149 কোটি টাকার 47টি প্রকল্পের সূচনা করেন । পাশাপাশি 28 কোটি 12 লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । এর মধ্যে বড় প্রকল্প বলতে 511 কোটি টাকার শিলিগুড়ি পৌরনিগম এলাকায় পানীয় জলের প্রকল্প, 258 কোটি টাকার শিলিগুড়িতে আন্ডারগ্রাউন্ড কেবলিং সিস্টেম, 225 কোটি টাকার মহানন্দা - বালাসনে এসটিপি ট্রিটমেন্ট প্লান্ট এবং 100 কোটি টাকার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্যানসার কেয়ার হাসপাতালের শিলান্যাস করেন তিনি ।

আরও পড়ুন:

  1. রাজনীতি কম, উন্নতি বেশি করি ! প্রধানমন্ত্রীকে বলব আমাদের টাকা ফিরিয়ে দাও: মমতা
  2. দুর্নীতিতে জড়াচ্ছেন ভূমি দফতরের বিএলআরও-ডিএলআরওরা, সরকারি মঞ্চ থেকে অভিযোগ মমতার
  3. মমতার দিল্লি সফরের আগে বকেয়া আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে নয়া স্লোগান তৃণমূলের
Last Updated : Dec 12, 2023, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.