ETV Bharat / state

Mamata Banerjee: "পাহাড়ে আমরা সবাই এক", প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে শান্তা ছেত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর

পাহাড়ের উন্নয়নে বরাদ্দ টাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল দার্জিলিংয়ে তৃণমূল সাংসদ শান্তা ছেত্রীর মন্তব্যে ৷ তার ফলস্বরূপ মঙ্গলবার প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, পাহাড়ে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে ঝগড়া করবেন না ৷ পাহাড়ে সবাইকে এক হওয়ার বার্তা দিলেন ৷

কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠক
কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠক
author img

By

Published : Oct 27, 2021, 7:25 AM IST

কার্শিয়াং, 27 অক্টোবর : মন্ত্রী ও জোট সঙ্গীর সঙ্গে সংঘাত সাংসদের । প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে সাংসদ শান্তা ছেত্রীকে ধমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি 'গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন' (Gorkhaland Territorial Administration, GTA) এলাকার অন্তর্ভুক্ত দার্জিলিং এবং কালিম্পংয়ের উন্নয়নের জন্য রাজ্য সরকার পূর্ত দফতরের তরফে 32 কোটি টাকা বরাদ্দ করেছিল । এই টাকা বরাদ্দ করার সময় রাজ্যের পূর্তমন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস ৷ বরাদ্দকৃত টাকা তৎকালীন জিটিএ চেয়ারম্যান অনিত থাপার মাধ্যমে জিটিএ উন্নয়ন খাতে পৌঁছায় ।

এবার পাহাড় সফরের আগে মুখ্যমন্ত্রী জানতে চান, সেই বরাদ্দকৃত অর্থ উন্নয়নে ব্যবহার করা হয়েছে কি না ৷ এতে রাজ্যের তৎকালীন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অনিত থাপার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তা ছেত্রী ৷ তিনি জানান, পাহাড়ে তৃণমূলের হয়ে উন্নয়নমূলক প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তাঁকে ৷ রাজ্য সরকার অরূপ বিশ্বাসের মাধ্যমে জিটিএ-কে টাকা দিয়েছে ৷ সেই টাকা কোথায়, কী ভাবে ব্যবহার করা হয়েছে, তার দায়িত্ব অনিত থাপারও, জানান তিনি ৷ পাশাপাশি উন্নয়নের টাকা কিভাবে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানান সাংসদ শান্তা ছেত্রী ৷

আরও পড়ুন : Mamata Banerjee : প্রশাসনিক বৈঠকে পাহাড়ের উন্নয়নে 'কল্পতরু’ মমতা

এর ফলে সাংসদের সঙ্গে অনিত থাপা এবং অরূপ বিশ্বাসের সংঘাত প্রকাশ্যে আসে । শান্তা ছেত্রীর বিরুদ্ধে দল-বিরুদ্ধ কর্মকাণ্ড এবং দুর্নীতির অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ । নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগের তদন্তের দাবি জানান দার্জিলিংয়ের সভানেত্রী । এমনকি তদন্ত না হলে তিনি ধর্নায় বসার হুমকি দেন । কিন্তু সেই সংঘাতের জল বেশিদূর গড়াতে দিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রশাসনিক বৈঠকের মাঝে সবার সামনে শান্তা ছেত্রীকে বকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার কার্শিয়াংয়ের টাউন হলে দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক হয় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সুপ্রিমো অনিত থাপা এবং রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী । বৈঠকের শুরুতে শান্তা ছেত্রীকে দেখতে পেয়ে তাঁকে প্রকাশ্যে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "দলের কিছু নিয়মশৃঙ্খলা রয়েছে । তার বাইরে যাওয়া উচিত নয় । তুমি পরে অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করবে ।" তৃণমূল সুপ্রিমো মনে করিয়ে দেন "অনিতরাও আমাদের জোটসঙ্গী । সেটা মাথায় রেখো ।"

আরও পড়ুন : Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্য যাতে অটুট থাকে, সেই বার্তা দিয়ে তিনি বলেন, "পাহাড়ে যারাই থাকুক, যে রাজনৈতিক দল থাকুক না কেন, আমি তাদের সঙ্গে ঝগড়া করতে যাব না । আর সেটা মাথায় রেখে চলবে ।" খানিকক্ষণ বাদে শান্তা ছেত্রী পাহাড়ের বিষয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলতে গেলে ফের মুখ্যমন্ত্রীর ধমকের মুখোমুখি হন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, "ধর্না দেব কেন বলেছ ? ধর্না দেওয়া তোমার কাজ নয় ।" মুখ্যমন্ত্রী তাঁকে জানান, কাউন্সিলর নির্বাচনে হেরে গিয়েও শান্তা ছেত্রীকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হয়েছে । তাই তিনি পাল্টা প্রশ্ন করেন, "তারপর আবার ধর্না দেবে কী ?" সংবাদমাধ্যমে অনিত থাপার বিরুদ্ধে মন্তব্য করা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাংসদকে তিনি উপদেশ দেন, "তুমি সংবাদমাধ্যমে অনিতের বিরুদ্ধে মন্তব্য করতে গেলে কেন ? তোমায় কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি বলবে আমরা সবাই এক । আমরা পাহাড়ের উন্নতি চাই ।"

কার্শিয়াং, 27 অক্টোবর : মন্ত্রী ও জোট সঙ্গীর সঙ্গে সংঘাত সাংসদের । প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে সাংসদ শান্তা ছেত্রীকে ধমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি 'গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন' (Gorkhaland Territorial Administration, GTA) এলাকার অন্তর্ভুক্ত দার্জিলিং এবং কালিম্পংয়ের উন্নয়নের জন্য রাজ্য সরকার পূর্ত দফতরের তরফে 32 কোটি টাকা বরাদ্দ করেছিল । এই টাকা বরাদ্দ করার সময় রাজ্যের পূর্তমন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস ৷ বরাদ্দকৃত টাকা তৎকালীন জিটিএ চেয়ারম্যান অনিত থাপার মাধ্যমে জিটিএ উন্নয়ন খাতে পৌঁছায় ।

এবার পাহাড় সফরের আগে মুখ্যমন্ত্রী জানতে চান, সেই বরাদ্দকৃত অর্থ উন্নয়নে ব্যবহার করা হয়েছে কি না ৷ এতে রাজ্যের তৎকালীন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অনিত থাপার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তা ছেত্রী ৷ তিনি জানান, পাহাড়ে তৃণমূলের হয়ে উন্নয়নমূলক প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তাঁকে ৷ রাজ্য সরকার অরূপ বিশ্বাসের মাধ্যমে জিটিএ-কে টাকা দিয়েছে ৷ সেই টাকা কোথায়, কী ভাবে ব্যবহার করা হয়েছে, তার দায়িত্ব অনিত থাপারও, জানান তিনি ৷ পাশাপাশি উন্নয়নের টাকা কিভাবে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানান সাংসদ শান্তা ছেত্রী ৷

আরও পড়ুন : Mamata Banerjee : প্রশাসনিক বৈঠকে পাহাড়ের উন্নয়নে 'কল্পতরু’ মমতা

এর ফলে সাংসদের সঙ্গে অনিত থাপা এবং অরূপ বিশ্বাসের সংঘাত প্রকাশ্যে আসে । শান্তা ছেত্রীর বিরুদ্ধে দল-বিরুদ্ধ কর্মকাণ্ড এবং দুর্নীতির অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ । নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগের তদন্তের দাবি জানান দার্জিলিংয়ের সভানেত্রী । এমনকি তদন্ত না হলে তিনি ধর্নায় বসার হুমকি দেন । কিন্তু সেই সংঘাতের জল বেশিদূর গড়াতে দিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রশাসনিক বৈঠকের মাঝে সবার সামনে শান্তা ছেত্রীকে বকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার কার্শিয়াংয়ের টাউন হলে দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক হয় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সুপ্রিমো অনিত থাপা এবং রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী । বৈঠকের শুরুতে শান্তা ছেত্রীকে দেখতে পেয়ে তাঁকে প্রকাশ্যে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "দলের কিছু নিয়মশৃঙ্খলা রয়েছে । তার বাইরে যাওয়া উচিত নয় । তুমি পরে অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করবে ।" তৃণমূল সুপ্রিমো মনে করিয়ে দেন "অনিতরাও আমাদের জোটসঙ্গী । সেটা মাথায় রেখো ।"

আরও পড়ুন : Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্য যাতে অটুট থাকে, সেই বার্তা দিয়ে তিনি বলেন, "পাহাড়ে যারাই থাকুক, যে রাজনৈতিক দল থাকুক না কেন, আমি তাদের সঙ্গে ঝগড়া করতে যাব না । আর সেটা মাথায় রেখে চলবে ।" খানিকক্ষণ বাদে শান্তা ছেত্রী পাহাড়ের বিষয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলতে গেলে ফের মুখ্যমন্ত্রীর ধমকের মুখোমুখি হন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, "ধর্না দেব কেন বলেছ ? ধর্না দেওয়া তোমার কাজ নয় ।" মুখ্যমন্ত্রী তাঁকে জানান, কাউন্সিলর নির্বাচনে হেরে গিয়েও শান্তা ছেত্রীকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হয়েছে । তাই তিনি পাল্টা প্রশ্ন করেন, "তারপর আবার ধর্না দেবে কী ?" সংবাদমাধ্যমে অনিত থাপার বিরুদ্ধে মন্তব্য করা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাংসদকে তিনি উপদেশ দেন, "তুমি সংবাদমাধ্যমে অনিতের বিরুদ্ধে মন্তব্য করতে গেলে কেন ? তোমায় কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি বলবে আমরা সবাই এক । আমরা পাহাড়ের উন্নতি চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.