ETV Bharat / state

অনিল, সলমনদের সম্মান দিতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন; নাচ প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর - রাজনৈতিকমহল

CM Mamata Banerjee: কেন্দ্রীয় মন্ত্রীর ওই বক্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিকমহলে। এরপর পালটা সরব হন শাসকদলের সাংসদরাও। এবার ওই ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। অনিল কাপুর, সালমানদের সম্মান দিতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন বলেও জানান মমতা । অযথা ইস্যু করা হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 11:00 PM IST

শিলিগুড়ি, 6 ডিসেম্বর : কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্টানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ করাকে কেন্দ্র করে কটাক্ষ নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। বুধবার ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের করা কটাক্ষ নিয়ে মুখ খুলতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "উৎসব চলাকালীন সলমন খান এবং অনিল কাপুর আমাকে হাত ধরে আবেদন করে নাচার জন্য। আমি তাদের সম্মান দিতেই চেয়ার ছেড়ে দাঁড়াই। আদিবাসীদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড়। এটাকে অযথা ইস্যু করা হচ্ছে।" প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনে এসেছিলেন বলিউড তারকা সলমন খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা। উৎসবের সময় মুখ্যমন্ত্রীকে নাচের জন্য আবেদন করেন অনিল কাপুর-সহ প্রমুখরা। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এদিন বলেন, "বাংলার পরিস্থিতি খুবই খারাপ। তিনি এখন অন্য বিশ্বে আছেন। গোটা রাজ্য দূর্নীতিতে ডুবে রয়েছে। যে রাজ্যে গরীবদের লুঠ করা হচ্ছে, দূর্নীতিতে ঢেকেছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কোমড় দুলিয়ে নাচা, উৎসবে মেতে ওঠা মানায় না।"

শিলিগুড়ি, 6 ডিসেম্বর : কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্টানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ করাকে কেন্দ্র করে কটাক্ষ নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। বুধবার ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের করা কটাক্ষ নিয়ে মুখ খুলতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "উৎসব চলাকালীন সলমন খান এবং অনিল কাপুর আমাকে হাত ধরে আবেদন করে নাচার জন্য। আমি তাদের সম্মান দিতেই চেয়ার ছেড়ে দাঁড়াই। আদিবাসীদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড়। এটাকে অযথা ইস্যু করা হচ্ছে।" প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনে এসেছিলেন বলিউড তারকা সলমন খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা। উৎসবের সময় মুখ্যমন্ত্রীকে নাচের জন্য আবেদন করেন অনিল কাপুর-সহ প্রমুখরা। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এদিন বলেন, "বাংলার পরিস্থিতি খুবই খারাপ। তিনি এখন অন্য বিশ্বে আছেন। গোটা রাজ্য দূর্নীতিতে ডুবে রয়েছে। যে রাজ্যে গরীবদের লুঠ করা হচ্ছে, দূর্নীতিতে ঢেকেছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কোমড় দুলিয়ে নাচা, উৎসবে মেতে ওঠা মানায় না।"

কেন্দ্রীয় মন্ত্রীর ওই বক্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিকমহলে। এরপর পালটা সরব হন শাসকদলের সাংসদরাও। এবার ওই ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.