ETV Bharat / state

Siliguri Municipal Corporation Chaos: আমি ইংরেজি বুঝি না, এটা কি অপরাধ ? মেয়রকে প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের - আমি ইংরেজি বুঝি না এটা কি অপরাধ

শিলিগুড়ি পৌরনিগমের মাসিক অধিবেশন চলছিল ৷ মেয়র গৌতম দেব ইংরেজিতে একটি প্রস্তবনা পাঠ করছিলেন ৷ হঠাৎ এক তৃণমূল কাউন্সিলর বলে উঠলেন, তিনি ইরেজি জানেন না ৷ ইরেজিতে প্রস্তাবনা পাঠ করলে আলোচনা হবে কী করে ?

ETV Bharat
তৃণমূল কাউন্সিলর
author img

By

Published : Jul 29, 2023, 8:09 AM IST

শিলিগুড়ি পৌরনিগমে মাসিক অধিবেশন চলাকালীন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিতর্ক

শিলিগুড়ি, 29 জুলাই: "আমি ইংরেজি জানি না, এটা কি আমার অপরাধ ?", পৌরনিগমের মাসিক অধিবেশনে এমনই বললেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা ৷ শুক্রবার শিলিগুড়ি পৌরনিগমের 18তম মাসিক অধিবেশন আয়োজিত হয় ৷ সেখানে ইংরেজিতে লেখা একটি প্রস্তাবনা পাঠ করছিলেন মেয়র গৌতম দেব ৷ সে সময় তৃণমূলেরই কাউন্সিলর দাঁড়িয়ে এতে আপত্তি জানান ৷ তিনি জোর দেন, ওই প্রস্তাবনা যেন বাংলার পাঠ করা হয় ৷

এই পরিস্থিতিতে পৌরনিগমে মাসিক অধিবেশনে হইহট্টগোল থেকে শুরু করে বিতর্কের সৃষ্টি হয় ৷ শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন 36 নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিল ৷ এদিন ইংরেজি ভাষায় লেখা 90টি পয়েন্টের পাঁচ পাতার একটি প্রস্তাবনাটি পাঠ করছিলেন শিলিগুড়ির মেয়র তথা রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য গৌতম দেব ৷

প্রস্তাবনাটি পাঠ চলাকালীন রঞ্জন শীল শর্মা দাঁড়িয়ে বলেন, "আমি ইংরেজি কিছুই বুঝি না ৷ আর আপনি ইংরেজিতে বলে যাচ্ছেন ! ইংরেজি না জানাটা কি আমার অপরাধ ?" দলীয় কাউন্সিলরের এই মন্তব্যে কিছুটা হলেও বিপাকে পড়েন মেয়র। 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা পেশায় শিক্ষক ৷ শহরের সুভাষপল্লি এলাকার নেতাজী গার্লস প্রাথমিক জিএসএফপি স্কুলের টিচার ইনচার্জের দায়িত্ব পালন করেন ৷ এদিকে তিনি ইংরেজি না বোঝার কথা জানানোয় শোরগোল পড়ে যায় উপস্থিত সদস্যদের মধ্যে ৷

আরও পড়ুন: সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নেই একজন শিক্ষকও, বিক্ষোভ অভিভাবকদের

তৃণমূল কাউন্সিলর ভাঙা ভাঙা ইংরেজি ও বাংলা ভাষা মিশিয়ে বলেন, "আমার মাতৃভাষা বাংলা ৷ আপনি 90টি পয়েন্ট ইংরেজিতে পড়ছেন ! আমি কী করে বুঝব ? কী করে আলোচনা করব ?" মেয়র গৌতম দেব তখন বলে ওঠেন, "আমি 90টা পয়েন্ট এখানে বলছি না ৷ এখন বাংলায় দেওয়া যাচ্ছে না ৷ তবে পরে বাংলায় অনুবাদ করে দেওয়া হবে ৷" তিনি জোর দেন, এদিন তাঁকে এটি পড়ে শোনাতে দেওয়া হোক ৷ এই বচসা থামাতে বাকি সদস্যরা হস্তক্ষেপ করেন ৷ তাঁরা জানান, আজ মেয়রকে এই প্রস্তাবনা পড়তে দেওয়া হোক ৷ প্রয়োজনে তাঁরাই ওই কাউন্সিলরকে বিষয়টি বাংলায় বুঝিয়ে দেবেন ৷ শেষমেশ প্রস্তাব পাঠ করেন গৌতম ।

শিলিগুড়ি পৌরনিগমে মাসিক অধিবেশন চলাকালীন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিতর্ক

শিলিগুড়ি, 29 জুলাই: "আমি ইংরেজি জানি না, এটা কি আমার অপরাধ ?", পৌরনিগমের মাসিক অধিবেশনে এমনই বললেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা ৷ শুক্রবার শিলিগুড়ি পৌরনিগমের 18তম মাসিক অধিবেশন আয়োজিত হয় ৷ সেখানে ইংরেজিতে লেখা একটি প্রস্তাবনা পাঠ করছিলেন মেয়র গৌতম দেব ৷ সে সময় তৃণমূলেরই কাউন্সিলর দাঁড়িয়ে এতে আপত্তি জানান ৷ তিনি জোর দেন, ওই প্রস্তাবনা যেন বাংলার পাঠ করা হয় ৷

এই পরিস্থিতিতে পৌরনিগমে মাসিক অধিবেশনে হইহট্টগোল থেকে শুরু করে বিতর্কের সৃষ্টি হয় ৷ শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন 36 নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিল ৷ এদিন ইংরেজি ভাষায় লেখা 90টি পয়েন্টের পাঁচ পাতার একটি প্রস্তাবনাটি পাঠ করছিলেন শিলিগুড়ির মেয়র তথা রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য গৌতম দেব ৷

প্রস্তাবনাটি পাঠ চলাকালীন রঞ্জন শীল শর্মা দাঁড়িয়ে বলেন, "আমি ইংরেজি কিছুই বুঝি না ৷ আর আপনি ইংরেজিতে বলে যাচ্ছেন ! ইংরেজি না জানাটা কি আমার অপরাধ ?" দলীয় কাউন্সিলরের এই মন্তব্যে কিছুটা হলেও বিপাকে পড়েন মেয়র। 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা পেশায় শিক্ষক ৷ শহরের সুভাষপল্লি এলাকার নেতাজী গার্লস প্রাথমিক জিএসএফপি স্কুলের টিচার ইনচার্জের দায়িত্ব পালন করেন ৷ এদিকে তিনি ইংরেজি না বোঝার কথা জানানোয় শোরগোল পড়ে যায় উপস্থিত সদস্যদের মধ্যে ৷

আরও পড়ুন: সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নেই একজন শিক্ষকও, বিক্ষোভ অভিভাবকদের

তৃণমূল কাউন্সিলর ভাঙা ভাঙা ইংরেজি ও বাংলা ভাষা মিশিয়ে বলেন, "আমার মাতৃভাষা বাংলা ৷ আপনি 90টি পয়েন্ট ইংরেজিতে পড়ছেন ! আমি কী করে বুঝব ? কী করে আলোচনা করব ?" মেয়র গৌতম দেব তখন বলে ওঠেন, "আমি 90টা পয়েন্ট এখানে বলছি না ৷ এখন বাংলায় দেওয়া যাচ্ছে না ৷ তবে পরে বাংলায় অনুবাদ করে দেওয়া হবে ৷" তিনি জোর দেন, এদিন তাঁকে এটি পড়ে শোনাতে দেওয়া হোক ৷ এই বচসা থামাতে বাকি সদস্যরা হস্তক্ষেপ করেন ৷ তাঁরা জানান, আজ মেয়রকে এই প্রস্তাবনা পড়তে দেওয়া হোক ৷ প্রয়োজনে তাঁরাই ওই কাউন্সিলরকে বিষয়টি বাংলায় বুঝিয়ে দেবেন ৷ শেষমেশ প্রস্তাব পাঠ করেন গৌতম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.