দার্জিলিং, 25 মে: দু'বার ইউপিএসসি পরীক্ষা দিয়ে হয়েছিলেন অসফল। কিন্তু হতাশাকে দূরে সরিয়ে তৃতীয়বারে বাজিমাত শিলিগুড়ির চৈতন্য খেমানির। ইউপিএসসি পরীক্ষায় সারা ভারতে 158 র্যাংক দখল করার পাশাপাশি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন চৈতন্য। তাঁর এই সাফল্যে খুশি পরিবার। গর্বিত শহরবাসীও। সম্বর্ধনা জানিয়েছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব ।
শিলিগুড়ি পৌরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের খালপাড়ার বাসিন্দা চৈতন্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, বরাবরই পড়াশুনোয় তুখোর চৈতন্য। শিলিগুড়ির বেসরকারি ইংরেজি মাধ্যম থেকে মাধ্যমিক দিয়েছিলেন। সেই সময়েও জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। এরপর উচ্চমাধ্যমিকেও জেলায় প্রথম স্থান অধিকার করেছিলেন। উচ্চমাধ্যমিকের পর দিল্লির হংসরাজ কলেজে স্নানকোত্তর করেন চৈতন্য। গ্রাজুয়েশনের পর শিলিগুড়ি ফিরে আসেন। শিলিগুড়ি এসে ইউপিএসসির প্রস্ততি শুরু করে। ইউপিএসসির প্রস্তুতির পাশাপাশি বাড়ি থেকেই আমেরিকার এক সংস্থায় পার্ট টাইম কাজও চালিয়ে যাচ্ছিলেন চৈতন্য খেমানি ৷
কাজের পাশাপাশি ইউপিএসসির প্রস্তুতিও চালিয়ে যাচ্ছিলেন ৷ প্রথম দু'বার সফল হতে পারেননি। কিন্তু হেরে না গিয়ে তৃতীয়বার দ্বিগুন উদ্যমে ময়দানে নামেন। আর তাতেই বাজিমাত করে রাজ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তৈচন্য। এই প্রসঙ্গে তিনি বলেন, "দুবার অসফল হয়েছিলাম। সেজন্য মাঝেমাঝে হতাশও হতাম। কিন্তু মা বাবা খুব অনুপ্রেরণা দিতেন। কাজের ফাঁকেও দিনে তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করতাম। আর ছুটির দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়তাম। র্যাংক যা এসেছে তাতে আইপিএস পাবো আশা করছি। সেটাও আমার পছন্দের।"
আরও পড়ুন: কটাক্ষের জবাবে সাফল্যের সোপান গড়ে উচ্চমাধ্যমিকে সপ্তম রূপান্তরকামী স্মরণ্যা
চৈতন্যের মা মধু খিমানি বলেন, "আমি আশায় ছিলাম যে, ছেলে পাশ করবে। দু’বার পারেনি। কিন্তু ওর মনোবল বাড়াতে সাহস জুগিয়ে গিয়েছি। এই সাফল্যে আমরা ভীষণ খুশি।" চৈতন্য খেমানির সাফল্যে শহরবাসী তো বটেই, গর্বিত গোটা রাজ্য। বৃহস্পতিবার তাঁকে সম্বর্ধনা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই র্যাংকের সুবাদে আইপিএস হতে কোনও সমস্যা হবে না বলে মনে করেন চৈতন্য।