ETV Bharat / state

Mid-Day Meal: মিড-ডে মিলের তদন্তে শিলিগুড়িতে 12 জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল - মিড ডে মিলের তদন্তে

মিড ডে মিলের তদন্ত করতে শিলিগুড়িতে এলেন 12 জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল । সরজমিনে খতিয়ে দেখলেন গোটা পরিস্থিতি ৷

Central Team
মিড ডে মিল
author img

By

Published : Feb 1, 2023, 8:23 PM IST

কেন্দ্রীয় প্রতিনিধি দল শিলিগুড়ির স্কুলে স্কুলে

দার্জিলিং, 1 ফেব্রুয়ারি: মিড-ডে মিলের (Mid Day Meal) তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । বুধবার সকালে 12 জনের এক প্রতিনিধি দল দিল্লি (Delhi) থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra International Airport) পৌঁছয় । এই প্রতিনিধি দল মূলত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওঠা মিড ডে মিল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত করতে এসেছে বলে জানা গিয়েছে (Central Team in Siliguri) ।

জেলা প্রশাসন সূত্রে খবর, প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের অধীন জয়েন্ট রিভিউ মিশন নামে ওই প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে । কলেজ অফ হোম সাইন্সের ফুড অ্যান্ড নিউট্রেশন বিভাগের প্রধান অধ্যাপিকা অনুরাধা দত্ত, উত্তরাখণ্ডের ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক জিবি পন্থের নেতৃত্বে ওই দল এসেছে রাজ্যে । এছাড়াও ওই দলে রয়েছে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের ডিরেক্টর জি বিজয় ভাস্কর, রাজ্য সরকারের প্রকল্প আধিকারিক টি কে অধিকারী, এমিটি ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক শ্বেতা সূরি, পোষণ প্রকল্পের মুখ্য উপদেষ্টা ভূপেন্দ্র কুমার, অনিন্দিতা শুক্লা, দিনেশ প্রধান, রুশদা আনম মল্লিক, মিনাল রাই, রঞ্জনা আচার্য, পূজা পাণ্ডে-সহ ইউনিসেফের প্রতিনিধিরা (Central Team Inspects Mid Day Meal) ।

এদিন বিমানবন্দর থেকে বেরিয়ে অনুরাধা দত্ত বলেন, "এই সুন্দর ও অভূতপূর্ব জেলায় এসে খুব ভালো লাগছে ।" বিমানবন্দর থেকে বেরিয়েই ওই প্রতিনিধি দলের সদস্যরা দুটি ভাগে ভাগ হয়ে যায় । একটি দল দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের বাগডোগরা ও আরেকটি দল জলপাইগুড়ি জেলার উদ্দেশ্যে রওনা দেন । অনুরাধা দত্তের নেতৃত্বে ভূপেন্দ্র কুমার, রুশদা আনম মল্লিক ও অনিন্দিতা শুক্লা মিলিয়ে চারজনের একটি দল বাগডোগরার শুভমায়া সূর্য নারায়ণ হাইস্কুলে পরিদর্শনে যান । আর একটি দল জিবি পন্থের নেতৃত্বে জলপাইগুড়ি জেলার সন্ন্যাসীকাটার উদ্দেশ্যে রওনা দেন ।

এই প্রতিনিধি দল আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে মিড ডে মিল এবং প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের হালহকিকত খতিয়ে দেখবেন । এদিন শুভমায়া স্কুলে পৌঁছে ওই দলের সদস্যরা মিড ডে মিলের রান্নাঘর, রান্না করার সদস্য বা রাঁধুনি-সহ সামগ্রী, পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাইজিন খতিয়ে দেখেন । রান্নার পর মিড ডে মিলের গুণগতমানও খতিয়ে দেখেন তাঁরা । পাশাপাশি স্কুল পড়ুয়া এবং রাঁধুনিদের সঙ্গেও কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা (Central Team visits schools) ।

শুভমায়া বিদ্যালয় থেকে বেরিয়ে ওই প্রতিনিধি দলের সদস্যরা বাগডোগরা হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে যান । সেখানেও একইভাবে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখেন তারা । দুই স্কুলের পরিস্থিতি দেখেই সন্তোষ প্রকাশ করেছেন দলের সদস্যরা । তবে খুঁটিনাটি কিছু সমস্যা চোখে পরলে, সেগুলোকে সমাধান করার পরামর্শও বাতলে দেন প্রতিনিধি দলের সদস্যরা । বাগডোগরা হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ওঙ্কার সিং বলেন, "এদিন আচমকাই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা স্কুলে আসেন । তাঁরা আমাদের মিড ডে মিলের পরিকাঠামো দেখে খুশি । খাওয়ারের বর্জ্য সঞ্চয়ের একটি পরামর্শ তাঁরা দিয়েছেন । সেটিরও ব্যবস্থা করা হবে ।"

আরও পড়ুন: শুভেন্দুর অভিযোগের মাঝেই মিড ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল

কেন্দ্রীয় প্রতিনিধি দল শিলিগুড়ির স্কুলে স্কুলে

দার্জিলিং, 1 ফেব্রুয়ারি: মিড-ডে মিলের (Mid Day Meal) তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । বুধবার সকালে 12 জনের এক প্রতিনিধি দল দিল্লি (Delhi) থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra International Airport) পৌঁছয় । এই প্রতিনিধি দল মূলত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওঠা মিড ডে মিল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত করতে এসেছে বলে জানা গিয়েছে (Central Team in Siliguri) ।

জেলা প্রশাসন সূত্রে খবর, প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের অধীন জয়েন্ট রিভিউ মিশন নামে ওই প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে । কলেজ অফ হোম সাইন্সের ফুড অ্যান্ড নিউট্রেশন বিভাগের প্রধান অধ্যাপিকা অনুরাধা দত্ত, উত্তরাখণ্ডের ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক জিবি পন্থের নেতৃত্বে ওই দল এসেছে রাজ্যে । এছাড়াও ওই দলে রয়েছে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের ডিরেক্টর জি বিজয় ভাস্কর, রাজ্য সরকারের প্রকল্প আধিকারিক টি কে অধিকারী, এমিটি ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক শ্বেতা সূরি, পোষণ প্রকল্পের মুখ্য উপদেষ্টা ভূপেন্দ্র কুমার, অনিন্দিতা শুক্লা, দিনেশ প্রধান, রুশদা আনম মল্লিক, মিনাল রাই, রঞ্জনা আচার্য, পূজা পাণ্ডে-সহ ইউনিসেফের প্রতিনিধিরা (Central Team Inspects Mid Day Meal) ।

এদিন বিমানবন্দর থেকে বেরিয়ে অনুরাধা দত্ত বলেন, "এই সুন্দর ও অভূতপূর্ব জেলায় এসে খুব ভালো লাগছে ।" বিমানবন্দর থেকে বেরিয়েই ওই প্রতিনিধি দলের সদস্যরা দুটি ভাগে ভাগ হয়ে যায় । একটি দল দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের বাগডোগরা ও আরেকটি দল জলপাইগুড়ি জেলার উদ্দেশ্যে রওনা দেন । অনুরাধা দত্তের নেতৃত্বে ভূপেন্দ্র কুমার, রুশদা আনম মল্লিক ও অনিন্দিতা শুক্লা মিলিয়ে চারজনের একটি দল বাগডোগরার শুভমায়া সূর্য নারায়ণ হাইস্কুলে পরিদর্শনে যান । আর একটি দল জিবি পন্থের নেতৃত্বে জলপাইগুড়ি জেলার সন্ন্যাসীকাটার উদ্দেশ্যে রওনা দেন ।

এই প্রতিনিধি দল আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে মিড ডে মিল এবং প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের হালহকিকত খতিয়ে দেখবেন । এদিন শুভমায়া স্কুলে পৌঁছে ওই দলের সদস্যরা মিড ডে মিলের রান্নাঘর, রান্না করার সদস্য বা রাঁধুনি-সহ সামগ্রী, পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাইজিন খতিয়ে দেখেন । রান্নার পর মিড ডে মিলের গুণগতমানও খতিয়ে দেখেন তাঁরা । পাশাপাশি স্কুল পড়ুয়া এবং রাঁধুনিদের সঙ্গেও কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা (Central Team visits schools) ।

শুভমায়া বিদ্যালয় থেকে বেরিয়ে ওই প্রতিনিধি দলের সদস্যরা বাগডোগরা হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে যান । সেখানেও একইভাবে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখেন তারা । দুই স্কুলের পরিস্থিতি দেখেই সন্তোষ প্রকাশ করেছেন দলের সদস্যরা । তবে খুঁটিনাটি কিছু সমস্যা চোখে পরলে, সেগুলোকে সমাধান করার পরামর্শও বাতলে দেন প্রতিনিধি দলের সদস্যরা । বাগডোগরা হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ওঙ্কার সিং বলেন, "এদিন আচমকাই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা স্কুলে আসেন । তাঁরা আমাদের মিড ডে মিলের পরিকাঠামো দেখে খুশি । খাওয়ারের বর্জ্য সঞ্চয়ের একটি পরামর্শ তাঁরা দিয়েছেন । সেটিরও ব্যবস্থা করা হবে ।"

আরও পড়ুন: শুভেন্দুর অভিযোগের মাঝেই মিড ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.