দার্জিলিং, 14 এপ্রিল: মিড-ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগের মাঝেই ফের আবাস যোজনার তদন্তে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন এলাকায় আবাস যোজনার তদন্তে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য।
এদিন সকালে দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই দুই সদস্য। জে প্রসাদের নেতৃত্বে দুই সদস্যের দলটি বিমানবন্দর থেকে সোজা শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে চলে যায়। সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা দার্জিলিংয়ের অতিরিক্ত জেলাশাসক প্রেম কুমার বারদেওয়া। ফাঁসিদেওয়া বিডিও অফিসে প্রথমেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের ওই দুই সদস্য বিডিও সঞ্জু গুহ মজুমদারের সঙ্গে বৈঠকে করেন। এরপর সেখান থেকে টামবাড়ি গ্রাম পঞ্চায়েতে চলে যান।
জানা গিয়েছে, গ্রামে আবাস যোজনার 10 জন উপভোক্তার সঙ্গে কথাও বলেন তাঁরা। এরপর সেখান থেকে ফের বিডিও অফিসে ফেরত চলে যান। যদিও এদিন তদন্তের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি প্রতিনিধি দলের কোনও সদস্যই। এর আগে, চলতি বছরের 15 থেকে 19 জানুয়ারি পর্যন্ত আট সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল শিলিগুড়ি মহকুমা এলাকায় তদন্তে এসেছিলেন। তবে শুধু শিলিগুড়ি নয়, গোটা রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় তদন্ত চালিয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
যদিও আবাস যোজনায় কোনওরকম দুর্নীতি হওয়ার বিষয়টি কেন্দ্রীয় কোনও রিপোর্টে মেলেনি বলে অভিযোগ বিরোধীদের। যা নিয়ে চর্চা গোটা রাজ্য রাজ্যনীতিতে তো হয়েছিল বটেই, এমনকী কেন্দ্রীয় সরকারকেও তীব্র আক্রমণ করতে পিছপা হয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ফের আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের ফাঁসিদেওয়ায় তদন্ত করতে আসার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে রাজ্যের শাসকদল ৷
আরও পড়ুন: অমিত শাহের 35 আসনে জয়কে 'দিবা স্বপ্ন' বলছেন শান্তনু
এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "এর আগেও তো তদন্ত করে গিয়েছিল। কোথাও কোন দুর্নীতি পায়নি। আর পাবেও না। এসব হচ্ছে বিজেপির ষড়যন্ত্র। মানুষ সেটা বুঝে গিয়েছে।" জানা গিয়েছে, শনিবার সকালেই বাগডোগরা থেকে বিমানে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।