দার্জিলিং, 28 এপ্রিল: শিলিগুড়ি, কালিম্পং ও জলপাইগুড়ির পর মঙ্গলবার দার্জিলিং পাহাড়ে পরিদর্শনে এলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল তথা IMCT-র প্রতিনিধিরা। আজ বৃষ্টির মধ্যেই দার্জিলিং জেলা হাসপাতাল সহ শহর ঘুরে দেখেন তাঁরা। পাহাড়ে লকডাউনে ভিড় নেই বলেই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান বিনীত যোশী। এদিন জেল হাসপাতাল সুপারের সঙ্গেও কথা বলেন তিনি।
মঙ্গলবার দার্জিলিঙের একাধিক সবজি বাজার, দু'টি শপিংমল ও জেলা হাসপাতাল পরিদর্শন করেন বিনীত যোশীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের 4 সদস্য। পরিদর্শনের পর বিনীত যোশী বলেন, "বৃষ্টির দিন ছিল। তবে লোকজনের ভিড় দেখা যায়নি।"
দার্জিলিং জেলা হাসপাতাল প্রসঙ্গে বিনীত যোশীর মন্তব্য, "এই মুহূর্তে হাসপাতালে কোরোনা উপসর্গ নিয়ে কেউ ভরতি নেই।" তবে, তিনি এও জানান, উপসর্গ নিয়ে কোনো রোগী হাসপাতালে এলে তাঁর নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। জেলার হাসপাতাল সুপারের সঙ্গে এই বিষয়ে তাঁর কথা হয়েছে। তবে এখনও পাহড়ের কোনও জনপ্রতিনিধি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেনি। কেউ চাইলে অবশ্যই কথা বলবেন বলে জানান 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান।
এদিকে, উত্তরবঙ্গে একাধিক BJP সাংসদকে গৃহবন্দী করা হয়েছে বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই সাংসদদের সঙ্গে কেন্দ্রীয় দল সাক্ষাৎ করবে কি না প্রশ্ন করলে IMCT-র উত্তরবঙ্গের প্রধান বিনীত যোশী বলেন, "সাংসদরা চাইলেই তাঁদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।"