শিলিগুড়ি, ১৪ জুন : দেশজুড়ে চলছে করোনা মহামারির প্রভাব। চলছে কার্যত লকডাউন। কড়া বিধিনিষেধের মাঝেই পুলিশকে ফাঁকি দিয়ে ক্যাসিনো ও জুয়ার আসর বসার ঘটনা ঘটল শিলিগুড়িতে । গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মাঝরাতে অভিযান চালিয়ে ক্যাসিনো ও জুয়ার আসর থেকে এক মহিলা সহ ৪ জনকে গ্রেফতার করা হয় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে ।
রবিবার রাতে শিলিগুড়ির সেবক রোডের একটি হোটেলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমারের নেতৃত্বে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ । ঘটনায় গ্রেফতার করা হয় ব্যবসায়ী শেখর আগরওয়াল, হোটেলের মালিক আশিস আগরওয়াল, হোটেলের ম্যানেজার বেদপ্রকাশ মিত্তল ও পূর্ব সিকিমের বাসিন্দা মুন্না সুনদাসকে ।
আরও পড়ুন: লোকাল ট্রেন পরিষেবা চালু করতে রাজ্যকে চিঠি রেলের
জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে ক্যাসিনো খেলার বোর্ড, তাস, ক্যাসিনো কয়েন সহ অন্যান্য সামগ্রী । ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা ধারা লঙ্ঘন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানান কমিশনারেটের ডিসিপি জয় টুডু । ধৃতদের সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।