ETV Bharat / state

চিনা পণ্য বয়কটের ডাক পাহাড়ে

author img

By

Published : Jun 22, 2020, 7:24 AM IST

রবিবার কালিম্পঙের ত্রিকোণ পার্কে ব্যবসায়ী সংগঠন চেম্বার অফ কমার্সের তরফে একটি কর্মসূচি পালন করা হয় ৷ সেখানে চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয় ৷

image
চিনা পণ্য বয়কটের ডাক পাহাড়ে

কালিমপং, 22 জুন : লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ সেই ঘটনার পর চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে ৷ এবার সেই ডাক শোনা গেল পাহাড়েও ৷ লাদাখে শহিদ জওয়ানদের গতকাল শ্রদ্ধা জানায় দার্জিলিং ও কালিম্পঙের বণিক মহল ৷ সেখানেই চিনা পণ্য বয়কটের ডাক ওঠে ৷

গতকাল কালিম্পঙে ত্রিকোণ পার্কে ব্যবসায়ী সংগঠন চেম্বার অফ কমার্সের তরফে এই কর্মসূচির আয়োজন করা হয় । শহিদদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি দু'মিনিট নীরবতা পালন করা হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিম্পং চেম্বার অফ কমার্সের সভাপতি অনিল সিকবাল । এছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক এ ডি সিং সহ বসির আহমেদ, অশোক আগরওয়ালরা ৷

চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক এডি সিং বলেন, ‘‘চিনা লাল ফৌজের আক্রমণে শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই ৷ একইসঙ্গে চিনা আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাই ৷ ’’ পাশাপাশি এই পরিস্থিতিতে ভারত সরকারের পাশে রয়েছেন বলে জানান তাঁরা । একইসঙ্গে চিনা পণ্য কেনা-বেচা ও ব্যবহার বর্জনের আহ্বান জানানো হয় কর্মসূচিতে ।

কালিমপং, 22 জুন : লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ সেই ঘটনার পর চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে ৷ এবার সেই ডাক শোনা গেল পাহাড়েও ৷ লাদাখে শহিদ জওয়ানদের গতকাল শ্রদ্ধা জানায় দার্জিলিং ও কালিম্পঙের বণিক মহল ৷ সেখানেই চিনা পণ্য বয়কটের ডাক ওঠে ৷

গতকাল কালিম্পঙে ত্রিকোণ পার্কে ব্যবসায়ী সংগঠন চেম্বার অফ কমার্সের তরফে এই কর্মসূচির আয়োজন করা হয় । শহিদদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি দু'মিনিট নীরবতা পালন করা হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিম্পং চেম্বার অফ কমার্সের সভাপতি অনিল সিকবাল । এছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক এ ডি সিং সহ বসির আহমেদ, অশোক আগরওয়ালরা ৷

চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক এডি সিং বলেন, ‘‘চিনা লাল ফৌজের আক্রমণে শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই ৷ একইসঙ্গে চিনা আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাই ৷ ’’ পাশাপাশি এই পরিস্থিতিতে ভারত সরকারের পাশে রয়েছেন বলে জানান তাঁরা । একইসঙ্গে চিনা পণ্য কেনা-বেচা ও ব্যবহার বর্জনের আহ্বান জানানো হয় কর্মসূচিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.