ETV Bharat / state

Brown Sugar Recovered: শিলিগুড়ি থেকে উদ্ধার সাড়ে চার কোটি টাকার ব্রাউন সুগার! গ্রেফতার বিহারের বাসিন্দা

বিপুল পরিমাণ মাদক-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ মঙ্গলবার রাতে বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন ভুজিয়াপানি এলাকার জাতীয় সড়কে অভিযান চালিয়ে পুলিস ওই সাফল্য পায় । চার কোটি 40 লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে খবর(Brown Sugar Recovered) ৷

Brown Sugar Recovered news
সাড়ে চার কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার
author img

By

Published : Jul 27, 2022, 5:06 PM IST

শিলিগুড়ি, 27 জুলাই: বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । বিপুল পরিমাণ মাদক-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । উত্তরবঙ্গ থেকে বিহারে মাদক পাচারের আগেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হল ওই যুবককে । পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম চন্দন কুমার । তার কাছ থেকে চার কোটি 40 লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার মিলেছে (Brown Sugar Recovered)। সে বিহারের পুর্ণিয়া জেলার বাসিন্দা । মঙ্গলবার রাতে বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন ভুজিয়াপানি এলাকার জাতীয় সড়কে অভিযান চালিয়ে পুলিস ওই সাফল্য পায় । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযানটি চালায় ।

জানা যায়, ভুজিয়াপানি এলাকায় মালদহ থেকে আসা একটি গাড়িকে আটক করে পুলিশ । এরপর তাতে তল্লাশি চালানো হয় । গাড়ির পিছনের অংশ থেকে প্রায় 700 গ্রাম ওজনের মোট 3টি প্যাকেট উদ্ধার হয় । তাতে প্রায় 2 কেজি 266 গ্রাম ব্রাউন সুগার ছিল । যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি 40 লক্ষ টাকা । পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের ওই যুবক মালদহ থেকে মাদক নিয়ে বাগডোগরাতে বিক্রি করতে এসেছিল । কাজ শেষ করে আবার বিহারে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর । বাগডোগরাতে কার কাছে ওই মাদক হাত বদল করা হতো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: মাদক পাচারের দায়ে 10 বছর কারাদণ্ড "বহিষ্কৃত" তৃণমূল নেতার

উল্লেখ্য, গত 5 এপ্রিল বিহারমোড় বাসস্ট্যান্ড এলাকায় এস‌ওজি ও বাগডোগরা থানার পুলিসের যৌথ অভিযানে লক্ষাধিক টাকার মাদক-সহ গ্রেফতার হয় মা ও ছেলে । মাটিগাড়ার বাসিন্দা মুন্নী বিশ্বাস মালদহ থেকে প্রায় 540 গ্রাম ব্রাউন সুগার মাটিগাড়াতে পাচার করার জন্য আনছিল । ছেলে পবন বিশ্বাসও তাকে সহযোগিতা করত ।

প্রসঙ্গত, মাদক পাচারের ক্ষেত্রে শিলিগুড়িকে চিকেন নেক করিডর হিসেবে ব্যবহার করা হয় থাকে। ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাগডোগরা বর্তমানে ব্রাউন সুগার পাচারের মূল করিডরে পরিণত হয়েছে বলেই মনে করছে প্রশাসন । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি কুনওয়ার ভুষণ সিং বুধবার বলেন, "ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।"

শিলিগুড়ি, 27 জুলাই: বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । বিপুল পরিমাণ মাদক-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । উত্তরবঙ্গ থেকে বিহারে মাদক পাচারের আগেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হল ওই যুবককে । পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম চন্দন কুমার । তার কাছ থেকে চার কোটি 40 লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার মিলেছে (Brown Sugar Recovered)। সে বিহারের পুর্ণিয়া জেলার বাসিন্দা । মঙ্গলবার রাতে বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন ভুজিয়াপানি এলাকার জাতীয় সড়কে অভিযান চালিয়ে পুলিস ওই সাফল্য পায় । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযানটি চালায় ।

জানা যায়, ভুজিয়াপানি এলাকায় মালদহ থেকে আসা একটি গাড়িকে আটক করে পুলিশ । এরপর তাতে তল্লাশি চালানো হয় । গাড়ির পিছনের অংশ থেকে প্রায় 700 গ্রাম ওজনের মোট 3টি প্যাকেট উদ্ধার হয় । তাতে প্রায় 2 কেজি 266 গ্রাম ব্রাউন সুগার ছিল । যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি 40 লক্ষ টাকা । পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের ওই যুবক মালদহ থেকে মাদক নিয়ে বাগডোগরাতে বিক্রি করতে এসেছিল । কাজ শেষ করে আবার বিহারে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর । বাগডোগরাতে কার কাছে ওই মাদক হাত বদল করা হতো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: মাদক পাচারের দায়ে 10 বছর কারাদণ্ড "বহিষ্কৃত" তৃণমূল নেতার

উল্লেখ্য, গত 5 এপ্রিল বিহারমোড় বাসস্ট্যান্ড এলাকায় এস‌ওজি ও বাগডোগরা থানার পুলিসের যৌথ অভিযানে লক্ষাধিক টাকার মাদক-সহ গ্রেফতার হয় মা ও ছেলে । মাটিগাড়ার বাসিন্দা মুন্নী বিশ্বাস মালদহ থেকে প্রায় 540 গ্রাম ব্রাউন সুগার মাটিগাড়াতে পাচার করার জন্য আনছিল । ছেলে পবন বিশ্বাসও তাকে সহযোগিতা করত ।

প্রসঙ্গত, মাদক পাচারের ক্ষেত্রে শিলিগুড়িকে চিকেন নেক করিডর হিসেবে ব্যবহার করা হয় থাকে। ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাগডোগরা বর্তমানে ব্রাউন সুগার পাচারের মূল করিডরে পরিণত হয়েছে বলেই মনে করছে প্রশাসন । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি কুনওয়ার ভুষণ সিং বুধবার বলেন, "ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.