ETV Bharat / state

''মমতার বিরোধিতা ঠিক নয়,'' শিলিগুড়ির পদযাত্রায় মন্তব্য ফড়নবিশের - শিলিগুড়িতে BJP - র অভিনন্দন যাত্রা, জমায়েত শুরু কর্মী সমর্থকদের

শিলিগুড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা ৷ আসার কথা রয়েছে দেবেন্দ্র ফড়নবিশ ও মুকুল রায়েরও ৷ দলীয় সূত্রে খবর, দুপুর 1 টা থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা ৷ কোনওরকম গণ্ডগোলের আশঙ্কায় কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ যদিও এখনও কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ৷

Bjp rally in Siliguri
দেবেন্দ্র ফড়নবিশ
author img

By

Published : Dec 24, 2019, 2:21 PM IST

শিলিগুড়ি, 24 ডিসেম্বর : শিলিগুড়িতে অভিনন্দন যাত্রা BJP-র ৷ পুলিশের অনুমতি না পেলেও আজ সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি ৷ অভিনন্দন যাত্রার জন্য শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত শুরু করেছেন BJP কর্মী সমর্থকরা ৷

শিলিগুড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা ৷ আসার কথা রয়েছে দেবেন্দ্র ফড়নবিশ ও মুকুল রায়েরও ৷ দলীয় সূত্রে খবর, দুপুর 1টা থেকে পদযাত্রা শুরু হয়েছে ৷ অশান্তির আশঙ্কায় কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ যদিও এখনও কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ৷

Bjp rally in Siliguri
শিলিগুড়িতে BJP-র অভিনন্দন যাত্রা, জমায়েত শুরু কর্মী সমর্থকদের

আজ পদযাত্রায় যোগ দিতে এসে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, " আজ নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করতে এসেছি ৷ CAA নিয়ে দেশে রাজনীতি চলছে ৷ সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে ৷ এই আইন কারও বিরোধিতা করছে না ৷ এই আইনের মাধ্যমে ধর্মের নামে প্রতারিতদের সাহায্যের জন্য ৷ পুরো দেশ এই আইনের সমর্থন করে ৷ বাংলায় মমতা দিদি যেভাবে এর বিরোধিতা করছেন তাতে আমার মনে হয় তিনি প্রতারিতদেরই বিরোধিতা করছেন ৷ "

দিলীপ ঘোষ বলেন, " সরকারি টাকায় কেন্দ্র ও সংসদের বিরোধিতায় এই বিজ্ঞাপন আইনবিরোধী ৷ সেকারণেই হাইকোর্ট রায় দিয়েছে এসব বন্ধের জন্য এবং এই বিরোধিতা তুলে নেওয়ার জন্য ৷ আমরা হাইকোর্টের রায়কে পূর্ণ সমর্থন করি ৷ " মমতা বন্দোপাধ্যায় বিরোধী দলের নেতাদের CAA বিরোধী মিছিলে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন ৷ তিনি এবিষয়ে মন্তব্য করেন, এর আগেও সরকার গঠনের সময় মমতা দিদি মুলায়ম সিং যাদব, চন্দ্রবাবু সবাইকে ডেকেছিল ৷ কিন্তু তার ফল কী হল ৷ সবাই হেরেছে ৷ সবার দোকান বন্ধ হয়ে গেছে ৷ দিদির এখনও চলছে ৷ তা-ও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ৷ "

শিলিগুড়ি, 24 ডিসেম্বর : শিলিগুড়িতে অভিনন্দন যাত্রা BJP-র ৷ পুলিশের অনুমতি না পেলেও আজ সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি ৷ অভিনন্দন যাত্রার জন্য শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত শুরু করেছেন BJP কর্মী সমর্থকরা ৷

শিলিগুড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা ৷ আসার কথা রয়েছে দেবেন্দ্র ফড়নবিশ ও মুকুল রায়েরও ৷ দলীয় সূত্রে খবর, দুপুর 1টা থেকে পদযাত্রা শুরু হয়েছে ৷ অশান্তির আশঙ্কায় কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ যদিও এখনও কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ৷

Bjp rally in Siliguri
শিলিগুড়িতে BJP-র অভিনন্দন যাত্রা, জমায়েত শুরু কর্মী সমর্থকদের

আজ পদযাত্রায় যোগ দিতে এসে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, " আজ নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করতে এসেছি ৷ CAA নিয়ে দেশে রাজনীতি চলছে ৷ সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে ৷ এই আইন কারও বিরোধিতা করছে না ৷ এই আইনের মাধ্যমে ধর্মের নামে প্রতারিতদের সাহায্যের জন্য ৷ পুরো দেশ এই আইনের সমর্থন করে ৷ বাংলায় মমতা দিদি যেভাবে এর বিরোধিতা করছেন তাতে আমার মনে হয় তিনি প্রতারিতদেরই বিরোধিতা করছেন ৷ "

দিলীপ ঘোষ বলেন, " সরকারি টাকায় কেন্দ্র ও সংসদের বিরোধিতায় এই বিজ্ঞাপন আইনবিরোধী ৷ সেকারণেই হাইকোর্ট রায় দিয়েছে এসব বন্ধের জন্য এবং এই বিরোধিতা তুলে নেওয়ার জন্য ৷ আমরা হাইকোর্টের রায়কে পূর্ণ সমর্থন করি ৷ " মমতা বন্দোপাধ্যায় বিরোধী দলের নেতাদের CAA বিরোধী মিছিলে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন ৷ তিনি এবিষয়ে মন্তব্য করেন, এর আগেও সরকার গঠনের সময় মমতা দিদি মুলায়ম সিং যাদব, চন্দ্রবাবু সবাইকে ডেকেছিল ৷ কিন্তু তার ফল কী হল ৷ সবাই হেরেছে ৷ সবার দোকান বন্ধ হয়ে গেছে ৷ দিদির এখনও চলছে ৷ তা-ও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ৷ "

Intro:উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিজেপির অভিনন্দন যাত্রায় পুলিশ অনুমতি না দিলেও বিজেপি আগেই জানিয়েছিল পদযাত্রা হবে তারই প্রস্তুতি হিসেবে মঙ্গলবার সকাল থেকেই অভিনন্দন যাত্রার জন্য শিলিগুড়ি বাঘাযতীন পার্কে জমায়েত শুরু করল বিজেপি সকাল থেকেই আশেপাশের জেলার বিজেপি কর্মীরা বাহির হতে শুরু করেছেন


Body:শিলিগুড়িতে ইতিমধ্যে এসে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আসার কথা রয়েছে মুকুল রায় বিজেপি সূত্রে খবর দুপুর একটা থেকে পদযাত্রা শুরু করা হবে পুলিশ বাধা দিলে প্রতিরোধ হবে গন্ডগোলের আশঙ্কায় শহরজুড়ে কড়া পুলিশি ব্যবস্থা করা হলেও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান রাজ্য তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে তাই এই অভিনন্দন যাত্রা অন্যদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন এই আইন জনহিতকর তাই আইনের প্রচারে শিলিগুড়ি এসেছি।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.