শিলিগুড়ি, 24 ডিসেম্বর : শিলিগুড়িতে অভিনন্দন যাত্রা BJP-র ৷ পুলিশের অনুমতি না পেলেও আজ সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি ৷ অভিনন্দন যাত্রার জন্য শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত শুরু করেছেন BJP কর্মী সমর্থকরা ৷
শিলিগুড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা ৷ আসার কথা রয়েছে দেবেন্দ্র ফড়নবিশ ও মুকুল রায়েরও ৷ দলীয় সূত্রে খবর, দুপুর 1টা থেকে পদযাত্রা শুরু হয়েছে ৷ অশান্তির আশঙ্কায় কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ যদিও এখনও কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ৷
![Bjp rally in Siliguri](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-sil-bjp-rally-prep-01-7208071_24122019115143_2412f_00522_512.jpg)
আজ পদযাত্রায় যোগ দিতে এসে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, " আজ নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করতে এসেছি ৷ CAA নিয়ে দেশে রাজনীতি চলছে ৷ সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে ৷ এই আইন কারও বিরোধিতা করছে না ৷ এই আইনের মাধ্যমে ধর্মের নামে প্রতারিতদের সাহায্যের জন্য ৷ পুরো দেশ এই আইনের সমর্থন করে ৷ বাংলায় মমতা দিদি যেভাবে এর বিরোধিতা করছেন তাতে আমার মনে হয় তিনি প্রতারিতদেরই বিরোধিতা করছেন ৷ "
দিলীপ ঘোষ বলেন, " সরকারি টাকায় কেন্দ্র ও সংসদের বিরোধিতায় এই বিজ্ঞাপন আইনবিরোধী ৷ সেকারণেই হাইকোর্ট রায় দিয়েছে এসব বন্ধের জন্য এবং এই বিরোধিতা তুলে নেওয়ার জন্য ৷ আমরা হাইকোর্টের রায়কে পূর্ণ সমর্থন করি ৷ " মমতা বন্দোপাধ্যায় বিরোধী দলের নেতাদের CAA বিরোধী মিছিলে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন ৷ তিনি এবিষয়ে মন্তব্য করেন, এর আগেও সরকার গঠনের সময় মমতা দিদি মুলায়ম সিং যাদব, চন্দ্রবাবু সবাইকে ডেকেছিল ৷ কিন্তু তার ফল কী হল ৷ সবাই হেরেছে ৷ সবার দোকান বন্ধ হয়ে গেছে ৷ দিদির এখনও চলছে ৷ তা-ও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ৷ "