শিলিগুড়ি, 4 নভেম্বর: শহরের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক । ক্রমশ বাড়ছে মৃত এবং আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা 17 । বর্তমানে মোট 364 জন ডেঙ্গি আক্রান্ত হয়ে সরকারি ও বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে । সব মিলিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 4 হাজার পার করেছে শিলিগুড়িতে (Dengue Situation in Siliguri)। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত পদক্ষেপের আবেদন করতে চলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ (BJP MLA Will Send a Letter to CM and Municipal Minister Requesting Action to Prevent Dengue)।
শিলিগুড়ি পৌরনিগমের 1, 3, 4 নম্বর বরো ঘেরাও করে শুক্রবার বিক্ষোভ দেখায় বিজেপি । ডেঙ্গির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজাও । সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক পৌরকর্মীর । তারপরেই সরব হয়েছে বিরোধীরা । যদিও ডেঙ্গি মোকাবিলায় শিলিগুড়ি পৌরনিগম সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি কর্তৃপক্ষের ।
আরও পড়ুন : ডেঙ্গিতে ফের মৃত্যু শিলিগুড়িতে, এবার বলি পৌরনিগমের অস্থায়ী সাফাইকর্মী
শুক্রবার মৃত সাফাইকর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ । তিনি বলেন, "যারা সাফাই কাজে যুক্ত তাঁরাই ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন এটা খুবই উদ্বেগের । পৌরনিগমও কোনও কাজ করছে না । মৃতের পরিবারের সঙ্গে পৌরনিগমের কোনও প্রতিনিধি ও আধিকারিক দেখা করেননি । রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রীকে চিঠি পাঠানো হবে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় ।"
এদিন শিলিগুড়ি পৌরনিগমে 4 নম্বর বরো ঘেরাও কর্মসূচিকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় । পুলিশের সঙ্গে বচসায় জড়ান ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । তিনি বলেন, "এই বোর্ড ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ । কোনও কাজ করছে না ।" যদিও বিরোধীদের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল । এই বিষয়ে শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "বিরোধীদের নিজেদের কর্মসূচি ছাড়া কোথাও দেখা যায় না । এখন মৃত্যু নিয়ে রাজনীতি করছে । শহরে লাশ খুঁজে বেরাচ্ছে বিজেপি । যাই করুক । আমরা আমাদের কাজ করছি । সব মৃত্যুই দুঃখজনক । আমরা পৌরকর্মীদের পাশে রয়েছি ।"
আরও পড়ুন : শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ন্ত্রণে কড়া পৌরনিগম, বাড়িতে মশার লার্ভা মিললেই জরিমানা