ETV Bharat / state

দার্জিলিং রাজভবনে হিন্দি গানের তালে নাচ বিজেপি বিধায়কের, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

রাজভবনের অনুষ্ঠানে হিন্দি গানের তালে বিজেপি বিধায়কের নাচ ঘিরে দানা বাধল বিতর্ক । ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায়।

BJP MLA dances on Hindi music at Darjeeling Raj Bhavan
BJP MLA dances on Hindi music at Darjeeling Raj Bhavan
author img

By

Published : Feb 25, 2021, 9:29 PM IST

দার্জিলিং, 25 ফেব্রুয়ারি: দার্জিলিং রাজভবনে সরকারি অনুষ্ঠানে হিন্দি গানের তালে নাচতে দেখা গেল বিজেপি বিধায়ককে ৷ ঘটনায় দানা বাধল বিতর্ক । ইতিমধ্যে বিধায়কের সেই নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে দার্জিলিঙে রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছিল । গতকাল সেই উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাতে সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । দর্শক ভরা অনুষ্ঠানে মঞ্চে উঠে হিন্দি গানের তালে নাচতে দেখা যায় দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক তথা জিএনএলএফ মুখপাত্র নীরজ জিম্বাকে । এরপর তাঁর নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । রাজভবনে একজন জনপ্রতিনিধির এমন নাচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিকমহলে । পাশাপাশি সোশাল মিডিয়াতেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন বিধায়ক । অনেকে অবশ্য বিধায়কের নাচে দোষের কিছু দেখছেন না ।

আরও পড়ুন: আজ অমিত শাহর সঙ্গে বৈঠক, ফিরেই এক মাসের দার্জিলিং সফরে রাজ্যপাল

এই বিষয়ে বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র বিনিতা রোকা বলেন, "রাজভবনে সরকারি অনুষ্ঠানে একজন বিধায়কের ওইরকম নাচ পাহাড়ের পাশাপাশি রাজ্য এবং দেশের জন্য অসম্মানজনক । রাজভবনের মর্যাদা ক্ষুন্ন হয়েছে । লোফারের মতো নেচেছেন বিধায়ক ৷ রাজ্যপালকেও এর দায় নিতে হবে ৷ "

রাজভবনে বিজেপি বিধায়কের নাচে বিতর্ক...

যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি বিধায়ক নীরজ জিম্বা বিষয়টিকে বড় করে দেখতে চাইছেন না ৷ নীরজ বলেন, "কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের আবেদনে আমি নেচেছি । এটা খুব সাধারণ ব্যাপার । বিরোধীরা রাজনীতি করে কুৎসা রটাচ্ছে । এমএলএ যাই করে তাই ভাইরাল হয় ৷ আমি যেমন একজন এমএলএ তেমনই একজন সাধারণ মানুষও ৷ আমার নাচ করে আনন্দ করতে ইচ্ছে করে ৷ সেটুকুই করেছি ৷"

দার্জিলিং, 25 ফেব্রুয়ারি: দার্জিলিং রাজভবনে সরকারি অনুষ্ঠানে হিন্দি গানের তালে নাচতে দেখা গেল বিজেপি বিধায়ককে ৷ ঘটনায় দানা বাধল বিতর্ক । ইতিমধ্যে বিধায়কের সেই নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে দার্জিলিঙে রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছিল । গতকাল সেই উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাতে সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । দর্শক ভরা অনুষ্ঠানে মঞ্চে উঠে হিন্দি গানের তালে নাচতে দেখা যায় দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক তথা জিএনএলএফ মুখপাত্র নীরজ জিম্বাকে । এরপর তাঁর নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । রাজভবনে একজন জনপ্রতিনিধির এমন নাচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিকমহলে । পাশাপাশি সোশাল মিডিয়াতেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন বিধায়ক । অনেকে অবশ্য বিধায়কের নাচে দোষের কিছু দেখছেন না ।

আরও পড়ুন: আজ অমিত শাহর সঙ্গে বৈঠক, ফিরেই এক মাসের দার্জিলিং সফরে রাজ্যপাল

এই বিষয়ে বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র বিনিতা রোকা বলেন, "রাজভবনে সরকারি অনুষ্ঠানে একজন বিধায়কের ওইরকম নাচ পাহাড়ের পাশাপাশি রাজ্য এবং দেশের জন্য অসম্মানজনক । রাজভবনের মর্যাদা ক্ষুন্ন হয়েছে । লোফারের মতো নেচেছেন বিধায়ক ৷ রাজ্যপালকেও এর দায় নিতে হবে ৷ "

রাজভবনে বিজেপি বিধায়কের নাচে বিতর্ক...

যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি বিধায়ক নীরজ জিম্বা বিষয়টিকে বড় করে দেখতে চাইছেন না ৷ নীরজ বলেন, "কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের আবেদনে আমি নেচেছি । এটা খুব সাধারণ ব্যাপার । বিরোধীরা রাজনীতি করে কুৎসা রটাচ্ছে । এমএলএ যাই করে তাই ভাইরাল হয় ৷ আমি যেমন একজন এমএলএ তেমনই একজন সাধারণ মানুষও ৷ আমার নাচ করে আনন্দ করতে ইচ্ছে করে ৷ সেটুকুই করেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.