ETV Bharat / state

Dilip Ghosh Comments : ভোট করতে না দিয়েই ক্ষমতায় এসেছে তৃণমূল, মন্তব্য দিলীপের - দিলীপ ঘোষের মন্তব্য

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া থেকে আটকানোর অভিযোগ উঠেছে । এই বিষয়ে রবিবার তৃণমূলের সমালোচনা করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh criticises TMC) ৷

Dilip Ghosh  on TMC
শিলিগুড়িতে দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 5, 2022, 6:59 PM IST

শিলিগুড়ি, ৫ জুন : "স্থানীয় নির্বাচনে বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হবে না, ভোট করতে দেওয়া হবে না । এসব করেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে । এটা যেদিন করতে পারবে না সেদিন ক্ষমতা থেকে চলে যাবে।" শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন প্রসঙ্গে শিলিগুড়িতে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে সড়কপথে সিকিমের উদ্দেশে রওনা দেন দিলীপ ।

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া থেকে আটকানোর পাশাপাশি গ্রাম পঞ্চায়েত স্তরে বেছে বেছে বিজেপি প্রার্থীদের মনোনয়ন বাতিল করার অভিযোগ উঠেছে । সেই প্রসঙ্গে এদিন সরব হন দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh criticises TMC) । তিনি বলেন, "এসব জেনেও আমরা নির্বাচনে লড়ছি আর লড়বও ।" কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সম্প্রতি মন্তব্য করেছিলেন, বিজেপি যা শিখিয়ে দেয় সেইসবই বলেন রাজ্যপাল ৷ এবিষয়ে এদিন ফিরহাদকে পালটা বিঁধেছেন দিলীপ ঘোষ ৷ বলেছেন, "ফিরহাদ হাকিমরা নিজেদের মতো বোকা ভাবেন সবাইকে বোধহয় । রাজ্যপাল যেমন নাচাচ্ছেন তেমন তুর্কি নাচ নাচছেন নেতারা । তাঁরা বুঝতে পারছেন রাজ্যপাল কী জিনিস । যাঁরা সংবিধানের-আইনের বাইরে গিয়ে কাজ করবেন তাদেরই অসুবিধা হবে ।"

আরও পড়ুন : শোভনদেবের বেকারত্ব মন্তব্যে পাশে দল, তোপ বিজেপির

পাশাপাশি সঙ্গীতশিল্পী কেকে'র মৃত্যু নিয়ে এদিন ফের সরব হয়েছেন দিলীপ । বলেছেন, "কেকের মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া উচিৎ । এর পরে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং বাইরের কলাকুশলীরা যাতে বাংলায় আসতে ভয় না পান সেটা নিশ্চিত করতে হবে । অমিত শাহ যে কথা বলেছেন সেটা নির্বাচন পরবর্তী হিংসা এবং বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলেছেন । কিন্তু দেখা যাচ্ছে কোনও শিল্পীরাই এখানে সুরক্ষিত নয় ।"

শিলিগুড়ি, ৫ জুন : "স্থানীয় নির্বাচনে বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হবে না, ভোট করতে দেওয়া হবে না । এসব করেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে । এটা যেদিন করতে পারবে না সেদিন ক্ষমতা থেকে চলে যাবে।" শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন প্রসঙ্গে শিলিগুড়িতে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে সড়কপথে সিকিমের উদ্দেশে রওনা দেন দিলীপ ।

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া থেকে আটকানোর পাশাপাশি গ্রাম পঞ্চায়েত স্তরে বেছে বেছে বিজেপি প্রার্থীদের মনোনয়ন বাতিল করার অভিযোগ উঠেছে । সেই প্রসঙ্গে এদিন সরব হন দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh criticises TMC) । তিনি বলেন, "এসব জেনেও আমরা নির্বাচনে লড়ছি আর লড়বও ।" কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সম্প্রতি মন্তব্য করেছিলেন, বিজেপি যা শিখিয়ে দেয় সেইসবই বলেন রাজ্যপাল ৷ এবিষয়ে এদিন ফিরহাদকে পালটা বিঁধেছেন দিলীপ ঘোষ ৷ বলেছেন, "ফিরহাদ হাকিমরা নিজেদের মতো বোকা ভাবেন সবাইকে বোধহয় । রাজ্যপাল যেমন নাচাচ্ছেন তেমন তুর্কি নাচ নাচছেন নেতারা । তাঁরা বুঝতে পারছেন রাজ্যপাল কী জিনিস । যাঁরা সংবিধানের-আইনের বাইরে গিয়ে কাজ করবেন তাদেরই অসুবিধা হবে ।"

আরও পড়ুন : শোভনদেবের বেকারত্ব মন্তব্যে পাশে দল, তোপ বিজেপির

পাশাপাশি সঙ্গীতশিল্পী কেকে'র মৃত্যু নিয়ে এদিন ফের সরব হয়েছেন দিলীপ । বলেছেন, "কেকের মৃত্যুর ঘটনার তদন্ত হওয়া উচিৎ । এর পরে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং বাইরের কলাকুশলীরা যাতে বাংলায় আসতে ভয় না পান সেটা নিশ্চিত করতে হবে । অমিত শাহ যে কথা বলেছেন সেটা নির্বাচন পরবর্তী হিংসা এবং বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলেছেন । কিন্তু দেখা যাচ্ছে কোনও শিল্পীরাই এখানে সুরক্ষিত নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.